![]() |
---|
৯ই নভেম্বর‚২০২২‚ বুধবার
পোস্টের নাম | রাতের প্লাটফর্মের কিছু র্যান্ডম ফটোগ্রাফি |
ডিভাইস | Realme 5 |
স্থান | বিধাননগর |
পোস্টদাতা | @bull1 |
কি খবর সবার? এই ডেঙ্গির পরিস্থিতিতে সবাই নিরাপদ আছেন তো? এদিকে পরিস্থিতি তো এত খারাপ হয়ে গেছে যে মাঝেমধ্যে মনে হয় ঘর থেকে না বেরোনোই উচিত। কিন্তু না বেরিয়ে উপায়ই বা কী? মানুষের তো কাজকর্ম থাকে‚ বিভিন্ন জায়গায় যাওয়ার থাকে। এই আমাকেই যেমন আজ একটু আগে যেতে হয়েছিল বিধান নগরে। সেখান থেকে ফিরে আবার যেতে হয়েছিল বারাসাতে।
![]() |
---|
কিছুক্ষণ আগে ফিরলাম। এসে বসে বসে ফোন ঘাঁটছিলাম‚ এমন সময় মনে হল যে শেষ দুদিন তো স্টীমিটে কোন পোস্ট দেওয়া হয়নি। এগুলো উচিত না। সব সময় নিয়মিত পোস্ট করা উচিত। তাই আজ মনের খেয়ালে হাতের নির্জন প্লাটফর্মের কতগুলো ফটো তুলেছিলাম‚ সেগুলোই এখানে পোস্ট করে দিলাম।
![]() |
---|
রাত্রিবেলার কিন্তু একটা আলাদা মাদকতা আছে! যারা নির্জন নিস্তব্ধ রাস্তায় পথে - ঘাটে- প্লাটফর্মে না ঘোরে‚ যারা দিনের বেলার ব্যস্ত রাস্তাকে রাতে জনমানব শূন্য হতে না দেখে‚ যারা দিনের বেলার তিল ধারনের জায়গা নেই এমন ট্রেনকে রাতের বেলা একেবারে যাত্রীশূণ্য হতে না দেখে তারা আসলেই রাতের বেলার আমেজটাকে বুঝতে পারেনি কখনো।
![]() |
---|
আজ আমার যাওয়ার ছিল বিধাননগরে‚ যেটা শুরুতে বললাম। যদিও চলে আসার কথা ছিলো সন্ধ্যে নাগাদই কিন্তু আমি বিধাননগর শুনে একজন খুব চাপাচাপি করল তার বাড়িতে ঘুরে আসতে। ব্যাস সেখানে গিয়েই হয়ে গেল গন্ডগোল! পাক্কা চার ঘন্টা দেরী হয়ে গেল। তার বাড়িতে আটকে থাকলাম‚ খাওয়া-দাওয়া করলাম আর তারপরে বেরোতে বেরোতে রাত হয়ে গেল।
![]() | ![]() |
---|
বাইরে বেরিয়ে দেখি সবকিছু একেবারে নিস্তব্ধ। ঢোকার সময় রাস্তায় যত গাড়ি ছিল বেরোনোর সময় তার সামান্য অংশও নেই। প্লাটফর্মে দেখি দুই একজন করে ঘুরে বেড়াচ্ছে! ট্রেনে উঠলাম দেখি ট্রেন প্রায় ফাঁকা। একেবারে বাড়ি চলে আসলে তাও সমস্যা ছিল না কিন্তু সেই ভাগ্য আর কোথায়? বারাসাতে আবার নামতে হলো একজনকে একটা জিনিস দেওয়ার জন্য আর নেমে তো আমি অবাক! বারাসাতে দিনের বেলায় ঠিক করে দাঁড়ানো যায় না‚ আর সেই প্লাটফর্ম একেবারেই নিস্তব্ধ খাঁ খাঁ করছে।
![]() |
---|
সেখানে আবার আধঘন্টার মত সময় নষ্ট হল। তারপর কাজ সেরে পরের ট্রেন ধরে চলে আসলাম আজ রাতে থাকার জায়গায়। এই রাত্রি যাত্রার অভিজ্ঞতা সত্যিই একটা অন্যরকম স্মৃতি হয়ে থাকবে।
![]() |
---|
আমার কথা -
আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে। |
---|
আপনি তো অনেক ঘোরাঘুরি করলেন এক জায়গা থেকে আরেক জায়গায়।তবে দিনের বেলায় যে প্লাটফর্ম গুলো মানুষের ভিড় থাকে রাতের বেলায় দেখলে অনেক পাকা হয়ে যায়।এইসব জায়গায় রাতের বেলায় হাটা যেমন ভালো লাগে।আবার তেমনি ভয় ও লাগে কারণ এসব জায়গায় রাতের বেলায় চোর ডাকাতির সম্ভাবনা বেশি থাকে।সুস্থভাবে বাড়িতে ফিরতে পারছেন সেটা হচ্ছে ভালো কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সে ভয় তয় থাকেই। তবুও যেখানে ভয় থাকে সেখানেই তো অ্যাডভেঞ্চার এর মজা বেশী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে রাতে যাত্রার বিশেষ অভিজ্ঞতা আমআর নেই।আর রাতের ফাঁকা স্টেশন আমআর ভয়ই করে। মানুষের ভয়। কারণ চোর, ছিনতাইবাজের সংখ্যা বেড়ে যায়।কে বলবে এটা বারাসত প্ল্যাটফর্ম। দেখেই অস্বস্তি হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এটা ঠিক। রাতে অপরাধীর সংখ্যা বহুগুনে বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit