নমস্কার বন্ধুরা।
সবাই ভালো আছেন তো? সবাই নিশ্চয়ই মন দিয়ে স্টীমিট করছেন তো? আশা করি সবাই নিয়মিত পোস্ট আর কমেন্ট করছেন?
আজ আমি এই আমার বাংলা কমিউনিটির ভেরিফায়েড মেম্বার হয়ে গেলাম। এই দিনটার জন্যে বিগত কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলাম। এত সুন্দর একটা প্লাটফর্মকে ব্যবহার করার ইচ্ছা বহুদিন ধরেই ছিলো।
বিগত ৬ কি ৭ মাস আগেই সম্ভবত এই গ্রুপের কথা আমি প্রথম জানতে পারি। যেহেতু টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে‚ সেইজন্যেই বন্ধুটা আমায় জানিয়েছিল এই গ্রুপের কথা। কিন্তু তখন খুব সম্ভবত নতুন মেম্বার নেওয়া হচ্ছিল না। তাই ওকে জানিয়ে রাখি যে নতুন মেম্বার নেওয়া শুরু হলেই আমায় যেন অবশ্যই জানায়। মাঝেমধ্যেই খোঁজ নিতাম। কিন্তু শুনতাম যে এখনো নিচ্ছে না। অবশেষে তিন মাস আগে একদিন আমায় ফোন করল যে এবার নতুন মেম্বার নেওয়া হবে‚ আমি যদি চাই তাহলে যুক্ত হতে পারি।
যুক্ত হতে চাই মানে? অবশ্যই চাই। যুক্ত হওয়ার জন্যেই তো এতদিন ধরে অপেক্ষা করছি। অবশেষে এতদিন পর সেই সুযোগ আসলো। আমি আর দেরি না করে ওকে হ্যাঁ বলে দিলাম। যে. আমার নাম যেন অবশ্যই দেওয়া হয়। তারপর যথারীতি পরিচিত পর্ব হল‚ একটা ভাইভা মতো হয়েছিল যেখানে সবাইকে নিজের সম্পর্কে বলতে হয়।আমরা একটা পরিচিতিমূলক পোস্টও দিয়েছিলাম। যেটা সবাইকে প্রথমে দিতে হয় আরকি।
পরিচিতিমূল পোস্ট এর জন্যে তোলা ছবি
তারপর একে একে পরীক্ষাগুলো দিলাম। লেভেল -১‚ লেভেল-২‚ লেভেল -৩‚ লেবেল-৪ এবং অবশেষে এই কালীপুজোর দিন লেভেল-৫ এর পরীক্ষাটা দিয়ে পাস করলাম। প্রতিটি পরীক্ষার আগে লেকচার শীটগুলো আমি খুব মন দিয়ে পড়ে নিয়েছিলাম এবং যে ক্লাসগুলো এখানে করানো হতো সেগুলোও অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতাম। সব সময় চেষ্টা করেছিলাম পরীক্ষার সময় আমার সেরাটা এখানে দিয়ে দিতে। এবং ক্লাসগুলো যেন কোনোভাবে মিস না হয় সব সময় সেই চেষ্টা করেছি।
এটা সেই পরিচিতিমূলক পোস্ট
একটা মজার ঘটনা বলি এই প্রসঙ্গে। প্রথম যেদিন ক্লাস হয় সেদিন আমার এক ছাত্র কে পড়ানো ছিল। আমি ১০ কাজে থাকা মানুষ। তালেগোলে আমার খেয়ালই ছিল না যে ঐদিন ক্লাস আছে। পড়াতে পড়াতে হঠাৎ করে আমার খেয়াল এসেছে যে আজ তো ক্লাস আছে! ঘড়িতে দেখি আর মিনিট ১৩ বাকি। তখনই ওকে পড়া থামিয়ে দিয়ে‚ তক্ষুনি বেরিয়ে‚ খুব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়িতে ঢুকে‚ ক্লাস শুরু হওয়ার ঠিক তিন মিনিট আগে ডিসকার্ট চ্যানেল অন করেছিলাম। সেই মুহূর্তে বিষয়টা খুব তাড়াহুড়ো করে করা এবং অর্ধেক পড়িয়ে চলে আসা হলেও পরবর্তীতে বিষয়টা আমার কাছে অত্যন্ত থ্রিলিং লেগেছিল। বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় যেন। ক্লাস শুরু হওয়ার আগে বাড়িতে ঢুকতেই হবে।
এই ব্লগে প্রথম বর্ণনামূলক পোস্ট
যাই হোক সমস্ত ভাইভা এবং লেখা পরীক্ষাগুলো যথাসাধ্য দিয়েছিলাম। বিশেষত মার্কড ডাউন গুলো ক্লাস হওয়ায় আগেই দেখে নিয়েছিলাম। তারপর চতুর্থ লেভেলে ছিল ট্রানজেকশন শেখানো। সেটা তো অবশ্যই প্র্যাকটিস করতেই হত। করেওছিলাম।
অবশেষে লেভেল ফাইভে আসলো সমস্ত লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত সবকিছু নিয়ে ভাইভা পরীক্ষা! সেগুলো যা যা জানতাম সব বললাম। সম্ভবত সবগুলোই ঠিক হয়েছিল ফলে লেভেল ফাইভ পাস করে আজ ভেরিফাইড হলাম।
অবশেষে ভেরিফায়েড
আপনারা যারা নতুন আছেন মানে তারা লেভেল ওয়ান‚ লেভেল টু ইত্যাদি পরীক্ষা দিচ্ছো তাদের একটা ছোট্ট পরামর্শ দিই। এই স্টীমিটে সব সময় নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন। পোস্টগুলো যথাসম্ভব সাজানো গোছানো করার চেষ্টা করবেন অর্থাৎ মার্ক ডাউন ব্যবহার করবেন। এবং অন্যের পোস্ট ভালোভাবে পড়ে সেখানে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টগুলো যেন অবশ্যই গঠনমূলক হয়। আমি যতদূর বুঝেছি তা হল আমি কতটা সময় স্টীমিটকে দিচ্ছি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আপনারাও নিজেদের বেশি সময়
স্টিমিটকে দেবেন স্টীমিটও কিন্তু আপনাদের খালি হাতে ফেরাবে না।
আজ আর বেশি কথা বলব না। আশা করব আপনারাও খুব তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যাবেন। আর আমি কথা দিচ্ছি আমি যথাসাধ্য নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট আর কখনো মূলক কমেন্ট করতেই থাকবো‚ যাতে একজন ব্লগার হিসেবে আমার অবস্থান অনেক সুন্দর হয় আর একজন লেখক হিসাবে নিজেকে স্টীমিয়ানদের কাছে পরিচিত করতে পারি।
আর হ্যাঁ অবশ্যই লক্ষ্য থাকবে ব্লগারদের সুপার অ্যাক্টিভ তালিকায় ঢোকা। আশা করি খুব তাড়াতাড়ি আমি সেই তালিকায় স্থান পাব।
আমার কথা -
আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে। |
---|
আপনার আনন্দে শামিল হতে পেরে ভাল লাগল।আমিও কিছুদিন আগে এই দিনটি পার করেছি,তাই আপনার আনন্দ নিজে অনুভব করতে পারছি। আর আপনি নতুন মেম্বার দের ভাল উপদেশ দিয়েছেন। অভিনন্দন।আশা করি খুব শীঘ্রই আপনাকে সুপার এক্টিভ লিস্টে দেখতে পাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ শুভকামনার জন্যে। আশা করি আমি অবশ্যই সেখানে যেতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাইয়া আসলে আমি ও আজ ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছে।এই দিনটির জন্যে আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সত্যি কথা বলতে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সবাই যথাযথ সম্মান পায়।সেটা আমি মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস করি।যারা নতুন মেম্বার তাদের উদ্দেশ্য বলবো সততার সাথে যদি সুন্দর করে কাজ করেন তাহলে আপনাদের সফলতা অবশ্যই আসবে। আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ। আপনাকেও অভিনন্দন তাহলে। সত্যিই আমরা সবাই অপেক্ষা করছিলাম এর জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit