বেলুড়ে ঘোরাঘুরি by @bull1( 10% shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago  (edited)
১৩ই ডিসেম্বর‚২০২২‚ মঙ্গলবার

নমস্কার

পোস্টের নামবেলুড়ে ঘোরাঘুরি
ডিভাইসRealme 5
স্থানবেলুড়
পোস্টদাতা@bull1
IMG-20221210-WA0022.jpg

গতকাল সকাল থেকে মনটা খুব বেলুড় মঠ বেলুড় মঠ করছিল। বেলুড় মঠ মানে স্বামী বিবেকানন্দের তৈরি রামকৃষ্ণ মঠ আর মিশন আরকি। আমেরিকাতে বিশ্বধর্ম সম্মেলন জয় করে ফিরে এসে এবং সেখানকার মানুষদের মন জয় করে তিনি প্রচুর ফান্ড নিয়ে আসেন।

IMG-20221210-WA0014.jpg

সেই অর্থ দিয়েই এদেশে মানুষদের শিক্ষা বিশেষত কারিগরি শিক্ষা এবং হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান বিস্তারের জন্য বিবেকানন্দ এই মঠ মিশন প্রতিষ্ঠা করেন। সেদিনের সেই ছোট্ট চারাগাছই আজ বিশাল মহীরুহ হয়ে সারা পৃথিবীতে মানুষকে শিক্ষা সংস্কৃতির আলো দেখিয়ে চলেছে।

IMG-20221210-WA0027.jpg

গত পরশুদিন সকালে ফেসবুকের রিল ঘাটতে ঘাঁটতে বেলুড় মঠের একটা ভিডিও দেখেছিলাম। মানে ওই বাইরে থেকে তোলা মিউজিক ভিডিও আরকি। ওই যেমন ৩০ সেকেন্ডের গুলো হয়। কিন্তু সেটা দেখার পর থেকেই শুধু ইচ্ছা মত লাগলো বেলুড় মঠ যাব। এমনিতে প্র্যাকটিসিং হিন্দু বলতে যা বোঝায় আমি তা হয়তো নই পূজা আর্চাও সেইভাবে করিনা।

IMG-20221210-WA0023.jpg

আবার এমনও না যে তথাকথিত স্বঘোষিত নাস্তিকদের মতো যেখানে সেখানে আমি ঈশ্বর মানি না‚ আমি যুক্তিবাদী বলে নিজের ঢাক পিটিয়ে বেড়াই। তবে হ্যাঁ নিজের সম্পর্কে এইটুকু বলতে পারি যে ঈশ্বর আছে কি নেই তা নিয়ে ততটা মাথা ঘামাইনা আবার ধর্মচর্চা সম্পর্কেও ততটা আগ্রহী নই। কিন্তু বেলুড় মঠের শান্ত সমাহিত পরিবেশ‚ তার পাশের গঙ্গা বা বিবেকানন্দের স্মৃতিযুক্ত এলাকাগুলি আমাকে প্রচন্ডভাবে টানে। তাই সুযোগ পেলেই মাঝেমধ্যে বেলুড় মঠে গিয়ে গঙ্গার ধারে কিংবা মন্দিরের মধ্যে চুপ করে বসে থাকি।

IMG-20221210-WA0019.jpg

এইটা আমার কাছে সত্যিই খুব অদ্ভুত লাগে যে অন্য সময় কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেই কেমন যেন অস্বস্তি লাগে‚ বোরিং লাগে কিন্তু বেলুড় মঠের মন্দিরের মধ্যে গিয়ে প্রায় আড়াই ঘন্টা মতোনও চুপচাপ বসে ছিলাম এমন ঘটনাও আছে। জানিনা সেখানে কি এমন আছে যার জন্য মনে অতটা শান্তি লাগে‚ কিন্ত যখনই যাই মনটা খুব অশান্ত হয়ে পড়ে তখনই সময় সুযোগ খোঁজে চলে যেয়ে বেলুড় মঠ যেখানে ঘুরে টুরে বেড়াই লোকজন দেখে মন্দির দেখি গঙ্গা দেখি ফটো তুলি তারপর চলে আসি তা আজও গেছিলাম বেলুড়ে সারাদিন ঘুরলাম থাকলাম তারপর আবার চলে আসলাম তারই কিছু ফটো এখানে পোস্ট করলাম বেলুড় মঠের ছবি হিসাবে.

IMG-20221210-WA0013.jpg

Screenshot_2022-11-24-18-05-19-11.jpg

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ1u1MnMCrBHJPaKWJH15N5uPA8NFVHUQntxLoceGnpf5jhZxLp5DW6yvbpM3YtKMLnzzzqQUoDA5kpN3DWHtWXGDib2pMcuXQKYhGzgXL1bA79tXS51jRo (1).jpeg

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcv...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Pa7vUiAYEMneios4pa7BPXUNukrfPJ6CepgrQh8KzAYei981EV2KBS6N3H3s8FmSad8HBcykJY8GhEeza.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!