বন্ধুবান্ধব কেন জীবনে এত গুরুত্বপূর্ণ???

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার বন্ধুগণ,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

20230409174516_IMG_5168.JPG

ডিভাইস:- canono1500D

আজ আমি বলবো বন্ধুবান্ধব কেন গুরুত্বপূর্ণ কোনো মানুষের জীবনে.... তাহলে বন্ধুগণ শুরু করা যাক
মানুষ সামাজিক জীব। জন্মের পর থেকে শিশু অন্যের উপর নির্ভরশীল। ৪/ ৫ বছর বয়স থেকে সে নিজের অল্প স্বল্প কাজ করতে শিখে। ধীরে ধীরে মানুষ যত বড় হয় ততই সে আত্মনির্ভরশীল হয়ে উঠে।

IMG_20160215_195355.jpg

ছবিঃ আমাদের ক্লাবে সরস্বতী পূজা বিসর্জনের সময়
Device: রেডমি নোট7 প্রো

এই যে তার বেড়ে ওঠার সময়কাল, এই সময়কালে মানুষ তার পরিবার, পরিবেশ, প্রতিবেশ, সমাজের কাছ থেকে সামাজিক রীতিনীতি, মূল্যবোধ আয়ত্ব করে। সমাজবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সামাজিকায়ন।

সামাজিকায়নের একটা প্রভাব আমাদের প্রত্যেকের উপর আছে বলেই এখনো আমাদের সামাজিক বন্ধনগুলো এত দৃঢ়, এত মজবুত। আর ঠিক এ কারণেই রক্তের সম্পর্ক না থাকার পরেও চায়ের সুত্রে অবলীলায় আমরা চা দোকানীকে মামা ডাকি, পৌষের হীমে রাস্তার পাশে বসে মাটির উনুনে ভাপা পিঠা বা চিতই পিঠা বানানো নারীটি আমার খালা। পাশ্চাত্যে এমনটা নৈব নৈব চ।

ভাবছেন ধান ভানতে শীবের গীত গাইছি? মোটেও না। সামাজিকায়নের আলাপ করতে গিয়েই এই ভ্যানতাড়া। কারন, আপনার আমার বন্ধু ( peer group) কিন্তু এই সামাজিকায়নেরই অংশ।

বন্ধু আমাদের প্রয়োজন। তার কারণও অনেক। বাবা-মা, ভাই বোনের সাথে যা শেয়ার করা যায় না, বন্ধুদের সাথে সেটা অবলীলায় আমরা শেয়ার করি। আমরা হালকা হই। আমাদের কষ্ট, আনন্দ, হতাশা বন্ধুরা বহণ করে গন্ধমাদনের মত।

Screenshot_2023-04-15-17-10-17-864_com.google.android.apps.photos.jpg
ছবি: আমাদের ক্লাবের মাচাতে
Device: রেডমি নোট7প্রো

জগতে ভাল বন্ধু যেমন আছে, হারামী বন্ধুও কিন্তু কম নেই। আমাদের প্রত্যেকের এমন দু' চারটে বন্ধু আছে যারা আমাদের বিপদের ম্যানহোলে ফেলে দিয়ে মগডালে বসে বত্রিশ পাটি দাঁত কেলিয়ে হাসে। ভাবছেন শুধু ভালো বন্ধু থাকলেই তো হয়, হারামী বন্ধুর কী প্রয়োজন?

আমি বলি কী, আসলে ওদেরই বেশি দরকার। জীবনে এই হারামী বন্ধুগুলো না থাকলে সমাজের সাথে আমাদের অভিযোজন ক্ষমতা কমে যেত। ওরাই তো শিখিয়েছে কীভাবে লড়াই করে নিজের হক আদায় করতে হয়, কীভাবে প্রতিকূলতায় সাতার কাটতে হয়।

জন্ম, মৃত্যু, বিয়ে থেকে শশ্মানযাত্রা বা কবরের মাটিতে নামানো সে কী বন্ধু না হলে চলে?

আমার বাবা প্রায়শই একটা কথা বলতেন, 'A man is known by his friends'. বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন বিশ্বাস করিনি। বাবা চলে যাওয়ার পর হঠাৎ করে যখন বড় হলাম তখন বাবার কথাটা বিশ্বাসে পরিণত হলো।

IMG_20161007_115614-1.jpg

ছবি: আমাদের ক্লাবের মাচা তৈরি করার সময়

ও হ্যা, আমার বাবা কিন্তু আমার ভালো বন্ধু।

PicsArt_10-29-08.25.16.jpg

ছবি: দিপাবলিতে নেরা পোড়াবার সময়

বন্ধুরা গরু না যে, তাদের উপকারিতা নিয়ে রচনা লিখতে বসব।

বন্ধুরা হলো, আত্মার আত্নীয়, প্রাণের অংশ।

আসুন এইসব প্যাচাল বাদ দিয়ে একবার বলি, " বন্ধু বীনে প্রাণ বাঁচে না"।

ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুরা।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য🙏🙏🙏

শুরুতে এই ধরনের পোস্ট আমার বাংলা ব্লগে গ্রহনযোগ্য নয়,
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

ধন্যবাদ দিদি আমি নতুন তাই নিয়ম জানাছিলো না, আর হবেনা এই ভুল

দিদি আপনার নাম টা কি রেফারার হিসাবে দিতে পারি??

রেফার লাগবে না, জাস্ট রুলস অনুযায়ী পোস্ট করুন।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://bn.quora.com/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%A4

হা দাদা আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এগুলো আগের পোস্ট, আসলে আমার নিয়ম গুলো জানা ছিলো তাই এই ভুল তা করে ফেলেছি। ভবিষ্যতে আর হবে না এই রকম।