লেভেল ওয়ান হতে আমার অর্জন - by @cineghost

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার,
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জানাই শুভ সন্ধ্যা। ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রঞ্জন দাস, @cineghost। বর্তমানে আমি একজন লেভেল ওয়ান এর শিক্ষার্থী। লেভেল-১ এর ক্লাসে প্রফেসরের কাছথেকে " আমার বাংলা ব্লগ" কমিউনিটির ও স্টিমিটের নিয়ম ও সাধারণ বিষয় গুলো খুব ভালো ভাবে বুঝতে পেরেছি। লেভেল-১ এর ক্লাসের উপর ভিত্তি করে আজ আমি লেভেল-১ এর লিখিত পরীক্ষার ১০ টি প্রশ্নের উত্তর দিচ্ছি।

IMG_20230429_192119.jpg

১:- কোন ধরনের এক্টিভিটিস স্প্যামিং বলে গণ্য করা হয়?
=> অপ্রাসঙ্গিক, অযৌতিক কোনো বিষয়কে অনৈতিক ভাবে বারংবার পোস্ট করাকে স্প্যামিং বলা হয়।
স্প্যামিং এর বিশেষ কিছু ধরনের উদাহরণ নীচে দেওয়া হলো:-

  • একই পোস্ট বিভিন্ন ভাবে বার বার বলা অথবা একই ছবি বার বার পোস্ট করা এক ধরনের স্প্যামিং এর মধ্যে পরে।
    [যেমন:- কেউ ট্রাভেলিং এর বিভিন্ন পোস্ট করে, কিন্তু পোস্টের ছবি ও বিষয় বস্তু এক রেখে বার বার পোস্ট করা]
  • একই কমেন্ট ভিন্ন ভিন্ন পোস্টে বার বার ব্যবহার করা এটাও এক ধরনের স্প্যামিং
  • যে বিষয়ের উপর পোস্ট করা হয়েছে, সেই বিষয়ের প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার না করা এক ধরনের স্প্যামিং।
    [যেমন:- কোনো পোস্ট ফটোগ্রাফি ভিত্তিক কিন্তু, সেখানে অঙ্কন ভিত্তিক ট্যাগ ব্যবহার করা হয়েছে।
  • কোনো পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তাকে বার বার মেনশন করা।
  • অন্যের পোস্টে নিজের পোস্ট লিংক বা অন্য কোনো লিংক কমেন্ট করা।
    ---------- উপরের সবগুলি স্প্যামিং এক্টিভিটিস এর আওতায় আসে।

IMG_20230429_192328.jpg

২:- ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন??
=> কপিরাইট বলতে আমরা বুঝি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ডিজিটাল প্রপার্টি কে নকল করার থেকে রক্ষা করার যে আইন বা নীতি, সেটি হলো কপিরাইট। আর ফটো কপিরাইট হলো এই কপিরাইট এর একটি অংশ। কারোর তোলা ছবি বা কারোর বানানো ছবি নকল করার থেকে রক্ষা করার আইন।
স্টিমিট কোনো ভাবেই কপিরাইট ছবি সমর্থন করে না। water-mark যুক্ত ছবিও স্টিমিটে ব্যবহার করা যাবে না। তবে এর থেকে বাঁচার একটি উপায় আছে, এমন অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রী ছবি পাওয়া যায়, যা আপনি স্টিমিটে ব্যবহার করতে পারেন।

৩:- তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রী ফটো সংগ্রহ করা যায়।
=> তিনটি কপিরাইট ফ্রী ছবি ডাউনলোড এর ওয়েবসাইট হলো-

IMG_20230429_192313.jpg

৪:- পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
=> ট্যাগ হচ্ছে যে বিষয়ের উপর পোস্টটি করা হচ্ছে বা লেখা, লেখা হচ্ছে সেই বিষয়ের কিছু কিওয়ার্ডস। পোস্ট করার সময় ত্যাগ দেওয়া কারণ হলো বিষয় ভিত্তিক পোস্ট গুলিকে সহজে খুঁজে পাওয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয়।
ফটোগ্রাফিক পোস্ট করলে ফটোগ্রাফি ট্যাগ দিতে হবে।
[যেমন:- আপনি ভ্রমণ নিয়ে কিছু পোস্ট করলেন, তাহলে সেখানে যে শব্দ গুলি ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন সেগুলি হলো:- travel, travelling, visit, nature, tour ইত্যাদি]
■ ট্যাগ ব্যবহারের কিছু নিয়ম:-

  • অন্য প্লাটফর্মের মতো স্টিমিটে ট্যাগ ব্যবহার করলে হ্যাচ (#) দিতে হয় না। তবে মূল লেখার মধ্যে ট্যাগ ব্যবহার করতে চাইলে অবশ্যই #) দিতে হবে।
  • ট্যাগ কখনোই বড়ো হাতের লেখা যাবে না।
  • ট্যাগের মধ্যে কখনই নিউমেরিক্যাল সংখ্যা ব্যবহার করা যাবে না।
  • সেক্স-সুয়াল কন্টেন্ট, নগ্ন ছবি, হত্যা, দুর্ঘটনা, মুমূর্ষু অবস্থা, গরু ও শুকর মাংসের রেসিপি- এই পোস্ট গুলি তে অবশ্যই nsfw(not safe for work) ট্যাগটি অবশ্যই ব্যবহার করতে হবে।
    --> এছাড়াও "আমার বাংলা ব্লগ" কমিউনিটি কেবলমাত্র বাঙলাতেই লেখার জন্য কিন্তু ট্যাগ অবশ্যই ইংলিশে লিখতে হবে।

IMG_20230429_192255.jpg

৫:- "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
=> আমার বাংলা ব্লগে নিম্নলিখিত বিষয় গুলি পোস্ট করা একেবারেই নিষিদ্ধ:-

  • মর্মান্তিক দুর্ঘটনা
  • ধর্মীয় এফিলিয়েশনের উপর কোনো লেখা।
  • রাজনৈতিক সমালোচনামূলক কোনো পোস্ট।
  • অবৈজ্ঞানিক, গুজব, কুসংস্কার সমর্থিত কোনো পোস্ট।
  • চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
  • সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।
  • কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার
    বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান
    করে কোনো পোস্ট।
  • সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।
  • শিশুশ্রম মূলক পোস্ট।
  • নারীবিদ্বেষমূলক বা নারিনির্যাতনমূলক পোস্ট।
  • অপরাধ মূলক পোস্ট।
  • NSFW ট্যাগ ছাড়া কোনো অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট।
    ------ উপরের বিষয় গুলো নিয়ে কোনো রকম পোস্ট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

৬:- প্লাগারিজম কি?
=> প্লাগিরিজম কথার অর্থ হলো চৌযবৃত্তি, অর্থাৎ অন্যের কোনো লেখাকে হুবহু নিজের বলে চালিয়ে দেওয়া, বা কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালানো হলো প্লাগিরিজম।
প্লাগিরিজম ব্যাপারটি লেখালেখির ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। প্লাগিরিজম খুব মারাত্মক অপরাধ।
যদি কোনো লেখার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় লিখতে হয়, তাহলে অবশ্যই ৭০ শতাংশ বা তার বেশি নিজের আর অন্যের থেকে ৩০শতাংশ বা তার কম নিয়ে লেখা যেতে পারে। তবে উপযুক্ত সোর্স দেওয়া বাধ্যতামূলক।

IMG_20230429_192226.jpg

৭:- রি-রাইট আর্টিকেল কাকে বলে?
=> এমন কোনো বিষয়ের উপর লেখা, যেখানে আলদম সঠিক তথ্য লাগবে, এবং সেই তথ্য কোন না কোনো অথেন্টিক কোনো সোর্স থেকে নিয়ে নিজের মতো করে গুছিয়ে লেখাকে রি-রাইট আর্টিকেল বলা হয়। তবে এ ক্ষেত্রেও ৭৫% এর বেশি নিজের লেখা হতে হবে।
[ যেমন:- বিজ্ঞানের সূত্র, মহাকাশ বিষয়, গণিত বিষয় এর উপর কোনো লেখা]
তবে সবার ক্ষেত্রে সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।

৮:- রি-রাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হয়?
=> রি-রাইট করা আর্টিকেল যে বিষয় গুলি উল্লেখ করতে হয় তা হলো:-

  • আর্টিকেলের রেফারেন্স ওয়েবসাইট সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
  • আর্টিকেলের কালেক্ট তথ্য গুলি ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে।
  • লেখার সাথে যদি ছবি যোগ করা হয় তার সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
  • লেখা ৭৫ %মৌলিক লেখা হতে হবে।

IMG_20230429_192212.jpg

৯:- একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসাবে গন্য করা হয়?
=> "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে পোস্ট করতে গেলে পোস্টটিতে কমপক্ষে ২৫০টির বেশি শব্দ থাকা বাধ্যতামূলক। পোস্টে একটিমাত্র ছবি বা ১০০টি শব্দ বা তার চেয়ে কম শব্দে লেখা পোস্ট গুলি ম্যাক্রো পোস্ট হিসাবে গন্য করা হয়।

  • বারবার ম্যাক্রো পোস্ট করা ব্লগারকে স্প্যামার হিসাবে গন্য করা হয়।

১০:- প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
=> প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সর্বাধিক ৩টি পোস্ট করতে পারবেন।

IMG_20230429_192156.jpg

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS1KwGzz9KkFm4MMVJbGiv...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার লেভেল ০১ এর লিখিত পরীক্ষা। আমার বাংলা ব্লগের প্রফেসরদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এত সুন্দর ও ভালো ভাবে লেভেল-১ এর বিষয় গুলো বোঝানো জন্য। আমার ভুল ত্রুটি সিকমেন্টের মাধ্যমে দেখিয়ে দেবেন। ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট যথেষ্ট ভালো হয়েছে, তবে আমার বাংলা ব্লগে কোন কোন ধরনের পোস্ট করা যাবে না এই বিষয়ের বারোটা দিক আপনাকে উল্লেখ করতে হবে এখনি এডিট করে সঠিক করুন।

@ayrinbd ঠিক আছে দিদি আমি সঠিক করে দিচ্ছি