বাঁধাকপি ঘন্ট রেসিপি ||১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি

in hive-129948 •  2 years ago 

নমস্কার সবাইকে।

আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি মজাদার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মজাদার বাঁধাকপি ঘন্ট রেসিপি । এই রেসিপিটা নিরামিষ রান্না হিসাবেও আমরা খেতে পারি। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভাল লাগবে।

5da15ae2-1396-4d01-8366-cd05094718c2.jpg

বাঁধাকপি ঘন্ট রেসিপি

এবার আমরা জেনে নেই এই রান্নাটি করতে আমি কি কি উপকরন ব্যাবহার করেছি।

উপকরণপরিমাণ
বাঁধাকপি১ টি
ছোট আলু৫-৬ টি
কাঁচা মরিচ৭-৮ টি
তেজপাতা২ টি
আদা বাটা১ চা চামচ
জিরা বাটা / গুঁড়া১ চা চামচ
গরম মাসালা গুঁড়াপরিমাণ মতো
হলুদ গুঁড়াপরিমাণ মতো
আস্তা জিরাপরিমাণ মতো
আটা/ ময়দাসামান্য
লবণস্বাদমতো
সয়াবিন তেলপরিমাণ মতো
ঘি২ চা চামচ
চিনিপরিমাণ মতো
c8676a46-2831-46df-ac50-b8f2958cab67.jpgef6492d0-734e-420f-83f1-76d0622c26ed.jpg
0e10ffad-9e0d-4dee-9b6b-7483c257a81a.jpg52cd74e8-5118-4c7c-8a11-4fbbedf891e3.jpg

রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ নিম্নে আলোচনা করা হলঃ


প্রথম ধাপ
প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে সুন্দর ভাবে কেটে নিব এবং সুন্দরভাবে ধুইয়ে নিব। এরসাথে আমি কয়েকটা ছোট আলু ছিলে মাঝে দিয়ে দুই টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে বড় আলু নিতে পারেন অথবা আলু না দিলেও চলবে।

0fbb2f14-9d63-453e-8b68-88168e823b89.jpg45c7b486-192d-4683-9572-38c2711303b8.jpg



দ্বিতীয় ধাপ
এরপর কড়াইয়ে তেল পরিমাণ মত দিয়ে তেলটা গরম হয়ে এলে এতে জিরাএবং তেজ পাতা দিয়ে ফোঁড়ন দিয়ে নিবো এবং আলুটা তেলে দিয়ে সামান্য হ;লুদ লবণ দিয়ে ভেজে নিব। ফোঁড়ন দিলে যে আসাধারন সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আমার কাছে খুব ভাল লাগে।

bdbde5b1-c2c3-4cfb-bd69-5aa1306468d4.jpga4eb7dce-4b9c-4e6a-964d-ae76dd29e232.jpg



তৃতীয় ধাপ
এবার কড়াইতে কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিবো এবং একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুড়ো এবং কাঁচা মরিচ দিয়ে দিবো। হলুদ আই ঘন্টটায় কম ব্যাবহার করলেই খেতে ভাল হয়। তাই আপনারাও চেষ্টা করবেন সল্প পরিমাণে ব্যাবহার করার। আর লবণ দিলেই পানি উঠে আসবে।

7f144487-cecd-4640-975d-e44e0c0b4c0c.jpg

dbe920cb-cde8-4c16-aacf-f7cad4491ecb.jpg

340bd5f8-224c-4024-a761-33be02149231.jpg



চতুর্থ ধাপ
এ পর্যায়ে উপকরণ গুলো সুন্দর করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই এ পর্যায়ে একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি । কিন্তু এইটা পুরোটাই আপনাদের ইচ্ছা। এরপর আবার একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়।

9eca1196-9209-46e6-a34d-6c163fc50a43.jpg



পঞ্চম ধাপ
এবার এ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিবো। এরপর আবার উপকরন গুলো মিশিয়ে নিবো।

6d4a5d54-2476-4fbe-bfd0-ca90f00f0808.jpg

e29ee47e-3029-4f58-8e45-0e7debb4a8a6.jpg



ষষ্ঠ ধাপ
এবারে ৫-১০ মিনিটের মধ্যে মোটামোটি সুসিদ্ধ হয়ে যাবে যদি না হয় আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব।

a7199b39-732a-428b-99f7-1b213391eb7c.jpg



সপ্তম ধাপ

এবারে একটু আটা/ময়দা, গরম মাসালার গুড়ো আর সামান্য একটু চিনি একটা পাত্রে একটু পানি দিয়ে গুলে নিব । এরপর এই মিশ্রণটি ঘন্টে দিতে থাকবো আর নাড়তে থাকব এবার দেখতে পাবো সুন্দর আঠালো একটা ভাব চলে আসবে। এরপর নামানোর একটু ২ চামচ ঘি দিয়ে নামিয়ে নিব।যেটায় ঘণ্টের স্বাদ তা অনেক বারিয়ে দেয়। কারো ঘি পছন্দ না হলে এটা বাদও দিতে পারেন।

001dd7cd-fda6-48e5-9480-4e919b8a7015.jpg

67cf020c-32f0-4688-9118-429227916e87.jpg

58c65348-88da-4648-bf7d-b37df78c2391.jpg

2c2ebb34-2109-4c63-ba86-778520786ce9.jpg

আর এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে মজাদার বাঁধাকপি ঘণ্ট । আমার বাসার সবাইও খুব পছন্দ করেছে । আশা করি রেসিপিটি আপনাদেরও ভাল লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। এত সময় ধৈর্য ধরে রেসিপিটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশই। আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই।সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাই।

ফটোগ্রাফার:@cmchandrika
ডিভাইস:রিয়াল মি জি টি মাস্টার
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট কোয়ালিটি,ছবি ক্যাপচার সব ই বেশ সুন্দর।তবে একটিভিটিস বাড়াতে হবে।

বাঁধাকপির ঘন্টা আমার কাছে মনে হয়েছে নতুন একটি রেসিপি। রেসিপিটি এর আগে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে একদিন বাসায় ট্রাই করে দেখব। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আমার কাছে এভাবে বাঁধাকপি ঘন্ট রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এই ঘন্টটির স্পেশালিটি কি আটা বা ময়দা দেওয়া ?আপনার রেসিপিটি ইউনিক কখন ও খাওয়া হয়নি।শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেকদিন হলো বাঁধাকপি ঘন্ট রেসিপি খাওয়া হয় না অনেকদিন বাদে আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে গেল আপু। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

আমাদের এখানে এই সময় বাঁধাকপি পাওয়া যায় না ।এটা শীতকালীন সবজি যেটা শীতের সময় খাওয়া হয়ে থাকে। শীতের অগ্রিম একটি ঘন্টা রেসিপি দেখতে পেলাম। আসলে এই ধরনের ঘন্টো করলে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে ঘন্টো করলে আমার কাছে বেশি ভালো লাগে।

Delicious Cabbage Jam, this looks very delicious, I love cabbage even though we often eat it as a clear vegetable. Thank you for giving a step-by-step method of making it, hopefully it can be processed at home for delicious dishes.


Imagen2.png
CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @ridwant