নমস্কার সবাইকে,
প্রশ্নঃমার্ক ডাউন কি? |
---|
উত্তরঃআমাদের পোস্ট বা লেখাকে আকর্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাট বা কোড ব্যবহার করা হয় তাদেরকে মার্ক ডাউন বলে।
প্রশ্নঃ মার্ক ডাউন কোড এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ? |
---|
উত্তরঃমার্কডাউন কোড ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের লেখাকে আকর্ষনীয় ও দৃষ্টি নন্দন করে উপস্থাপন করতে পারি। তাই আমরা কন্টেন্ট লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ মার্কডাউন কোড ব্যাবহার করে থাকি যেগুলো ঠিকমত না দিলে পোস্টটি তেমন দৃষ্টি নন্দন হবে না ।
নিম্নে মার্কডাউন কোড ব্যবহারের আরও কিছু তাৎপর্যতা উল্লেখ করা হলো:
• লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে
• নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড/ইটালিক করতে চাইলে
• টেবিল তৈরি করতে চাইলে
• লেখা জাষ্টিফাই করতে চাইলে
• লেখা দৃশ্যমান করতে চাইলে
• প্রয়োজনে লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে
• লেখার মাঝে ফটোযুক্ত করতে চাইলে
• লেখাকে কোট করতে চাইলে
• প্রয়োজন মতো ফটোকে ডানে কিংবা বামে নিতে চাইলে
প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ? |
---|
উত্তরঃ মার্কডাউনের কোডগুলো শুরু করার পূর্বে চারটি স্পেস ব্যবহার করলেই মার্ক ডাউন কোড দৃশ্যমান করে দেখানো যায় । যেমনঃ
# This is an <h1> tag
## This is an <h2> tag
###### This is an <h6> tag
প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন? |
---|
উত্তরঃ নিম্নবর্ণিত কোডগুলো ব্যবহার করে টেবিলটি তৈরি করা হয়েছে:
| User | Post | Steem Power |
|---|---|---|
| user1 | 10 | 500 |
| user2 | 20 | 9000 |
প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ? |
---|
উত্তরঃ সোর্স উল্লেখ করার নিয়ম হচ্ছে প্রথমে থার্ড বন্ধনির ভিতর টেক্সট লিখতে হবে এবং থার্ড বন্ধনি শেষ করার পর প্রথম বন্ধনির মধ্যে লিঙ্ক দিতে হবে উদাহরণস্বরূপ।
[এখানে টেক্সট লিখতে হবে](এখানে সোর্স লিংক লিখতে হবে)
source
বা < a href =www.steemit.com> click me < /a >
প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন। |
---|
উত্তরঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোডগুলো নিম্নরূপ
# খুবই বড়
## বড়
### মধ্যম
#### ছোট
##### খুবই ছোট
###### টিনি সাইজ
প্রতিফলন-
খুবই বড়
বড়
মধ্যম
ছোট
খুবই ছোট
টিনি সাইজ
প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন। |
---|
উত্তরঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি নিম্নরূপ
<div class="text-justify"> এখানে টেক্সট লিখতে হবে</div>
প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত? |
---|
উত্তরঃ কনটেন্টের টপিকস নির্বাচনের ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা এই বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেয়া উচিত।
প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ? |
---|
উত্তরঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী, কারণ আমি যে বিষয় সম্পর্কে জানিনা, সেই বিষয় সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা নেই, তাই আমি সহজ ও ভালোভাবে তা উপস্থাপন করতে পারব না। আর বিশেষ করে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান না থাকলে সেই সেই বিষয় সম্পর্কে ভুল উপস্থাপন হয়ে যেতে পারে এবং পোস্টটি মানসম্মত পোস্ট হিসাবেও গন্য হবে না। সেক্ষেত্রে পাঠক আমার ব্লগ পড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি যে টপিকস এর উপর ব্লগ লিখবো সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী।
প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50। আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $[USD]কিউরেশন রেওয়ার্ড পাবেন ? |
---|
উত্তরঃ পোস্টে $7 ভোট এর অর্ধেক বা $3.5 sbd সমমূল্যের স্টিম পাওয়ার অথবা $3.5÷0.50=7 স্টিম পাওয়ার পাব।
প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি? |
---|
উত্তরঃ সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার জন্য পোস্ট দেওয়ার সাথে সাথেই ভোট দেওয়া যাবে না । সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল হল পোস্ট দেওয়ার প্রথম ৫ মিনিট পর এবং শেষ ১২ ঘণ্টার আগে (অর্থাৎ ৬ দিন ১২ ঘণ্টা ) ভোট দিতে হবে।
প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে? |
---|
উত্তরঃ @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। যদি আমি স্টিম পাওয়ার এর নির্দিষ্ট একটা অংশ @Heroism কে ডেলিগেশন করি আর বড় কোন ভোটের পূর্বে যদি হিরোইজম এর ভোট দেয়া হয় তাহলে আমি কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশন এর কারনে একটু বেশী সুবিধা পাবো।
লেভেল ৩ এর প্রায় সব বিষয়গুলো আপনি সঠিকভাবে উত্তর দাও চেষ্টা করেছেন। তবে টেবিলের কোডিং গুলো আপনি সঠিক ভাবে লিখতে পারেনি। আমি নিচে সঠিক কোডিং গুলো লিখে দিচ্ছি। ঠিক করে আমাকে জানাবেন, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুঃখিত ভাইয়া। আমি আসলে কোড গুলো ঠিকই লিখেছি কিন্তু দৃশ্যমান করে দেখয়নো হয়নি। আমি এখনই ঠিক করছি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি পোস্ট করেন না কেন? আপনি তো অনেক ভালো ভাইভা দিয়ে পাশ করেছেন। আশা করি আপনি নিয়মিত পোস্ট করবেন। নিয়মিত না হলে কোন ভাবেই আমরা আপনাকে সাপোর্ট করতে পারব না। অন্যের পোস্ট পড়তে হবে এবং মন্তব্য করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
level03 অতিক্রম করেছেন আপনার দশ দিন হয়ে গেছে কিন্তু আপনার এক্টিভিটিস একেবারে শূন্য. অনুগ্রহ করে একটিভ হওয়ার চেষ্টা করুন ধন্যবাদ.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর এবং গোছানো ছিল আপনার উপস্থাপনা, আপনি লেভেল ৩ এর বিষয়গুলো ভালভাবে বুঝেছেন বোঝা যাচ্ছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী লেবেলগুলো আপনার জন্য সহজতর হোক সেই কামনাই করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে আপনি লেভেল ৩ অনেক কিছু বুঝেছেন। আশা করি পরবর্তী ধাপ করলে আপনি নিয়মিত এবিপি স্কুলের ক্লাস গুলো করবেন এবং মনোযোগ সহকারে বুঝবেন এভাবেই এগিয়ে যান সামনের দিকে ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করি সামনের ধাপগুলো যেন খুব সহজেই পাশ করে আপনি ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একত্রে কাজ করার সুযোগ পান। বেশ চমৎকার ভাবে আপনি এই লেভেলের পরীক্ষা দিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার পরীক্ষাটি খুব সুন্দর হয়েছে। তবে ভেরিফাইড হওয়ার ক্ষেত্রে এই সমস্ত লেভেলের পড়াগুলো বারবার পড়ে মনে রাখতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন।
সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা।
আপনার জন্য শভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
level-3 লিখিত পরীক্ষা আপনি খুবই সুন্দর ভাবে দিয়েছেন। মনে হচ্ছে আপনি খুবই সুন্দরভাবে লেভেলের পড়াশোনার গুলো আয়ত্ত করতে পেরেছেন। পরবর্তী লেভেল গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর উপস্থাপনা ছিল প্রতিটা টপিক্স ভালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit