লেভেল ২ হতে আমার অর্জন-by @cmchandrika।। ১০% বেনেফিশিয়ারি @shy-fox এবং ৫% বেনেফিশিয়ারি @abb-school কে।।

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার সবাইকে,

আশা করি সবাই ভাল আসেন। আজ আমি “আমার বাংলা ব্লগ “এর লেভেল টু এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। আশা করি ভাল ভাবে লেভেল ২ এর বিষয়গুলো উপস্থাপন করতে সমর্থ হবো। @abb-school কে অনেক ধন্যবাদ আমাদের কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য কারণ লেভেল ২ এ আমরা অ্যাকাউন্টের ওয়ালেট সম্পর্কে সকল সিকিউরিটি মূলক তথ্য জেনে থাকি।
আমি @abb-school এ ক্লাস করে যেই বিষয় গুলো শিখতে পেরেছি সেই সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

WhatsApp Image 2022-08-05 at 2.20.58 AM.jpeg

লেভেল-২ এর লিখিত পরীক্ষা-

পোস্টিং কী এর কাজ কি?

পোস্টিং কী মূলত সোশ্যাল এক্টিভিটির জন্য ব্যবহার করতে হয়।

এই কী এর কাজ গুলো নিচে তুলে ধরা হলঃ
• পোস্ট ও কমেন্ট করা।
• পোস্ট ও কমেন্ট এডিট করা।
• আপভোট ও ডাউনভোট দেওয়া।
• কাউকে ফলো ও আন ফলো করা
• কোন পোস্ট রিস্টিম করা।
• কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।
অর্থাৎ এই কী দিয়ে এর বাইরে কোন কাজ করা সম্ভব নয় অর্থাৎ অন্যান্য কীগুলোর মধ্যে এই কী সব থেকে কম সেনসিটিভ কী।

অ্যাক্টিভ কী এর কাজ কি?

এই কী দিয়ে প্রোফাইল এর সকল আর্থিক কাজগুলো অর্থাৎ ওয়ালেট এর সকল কাজ করা যায়।
এই কী এর কাজ গুলো নিচে তুলে ধরা হলঃ
• পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
• SBD Steem কনভার্সন।
• উইটনেস ভোট দেওয়া।
• কোন এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া।
• প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন।
• নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

উনার কীএর কাজ কি?

এটি মূলত মালিকানা সংক্রান্ত কী।এই কী দিয়ে ব্লকচেইনে মালিকানা প্রমাণ করা যায়।
এই কী এর কাজ গুলো নিচে তুলে ধরা হলঃ
• উনার একাউন্ট ও পোস্টিংকী রিসেট দিতে পারবেন।
• একাউন্ট রিকভার করতে পারবেন।
• ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

মেমো কী এর কাজ কি?

কাউকে প্রাইভেট মেসেজ পাঠাতে এই কী ব্যবহার করা হয়।
এই কী এর কাজ গুলো নিচে তুলে ধরা হলঃ
• এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
• এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?

একাউন্ট খোলার সময় বড় সংখ্যার যে পাসওয়ার্ড জেনারেট করি সেটি মাস্টার পাসওয়ার্ড হিসেবে পরিচিত। মাস্টার পাসওয়ার্ড সব থেকে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ । পোস্টিং কী, অ্যাক্টিভ কী, উনার কী এবং মেমো কী এই সবগুলো কী মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। মাস্টার পাসওয়ার্ড দিয়ে সকল কি উদ্ধার এবং একাউন্ট রিকভার করতে চাইলে মাস্টার পাসওয়ার্ড খুবই জরুরী।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান-
• খাতায় ও ডাইরিতে লিখে রাখব।
• কি এর পিডিএফ ফাইল সুরক্ষিত জায়গায় রেখে দিব
• পাসওয়ার্ডগুলো প্রিন্ট আউট করে একটা ফাইলে রেখে দিব
• গুগল ড্রাইভে এনক্রিপ্ট করে রেখে দিব এবং নিজের অ্যাক্টিভ জিমেইলে ইমেইল করে রাখব ।
• পেনড্রাইভে রেখে দিব
• মাস্টার পাসওয়ার্ডটির একটি স্ক্রিনশট নিয়ে ফোনের কোনো একটি অ্যাপসলক দিয়ে রেখে দিব।

পাওয়ার আপ কেন জরুরী?

পাওয়ার আপ অর্থ নিজের শক্তি বৃ্দ্ধি করা। পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব কিছু শক্তি অর্জন করে যেগুলো দিয়ে নিজেই ভোটিং সাপোর্ট দিয়ে কিউরেশন রিওয়ার্ড অর্জন সম্ভব। সম্ভব। পাওয়ার আপ বলতে স্টিমকে পাওয়ার আপ করে স্টিম কে পাওয়ার এ কনভার্ট করা। এখানে খুব দ্রুত এখানে উন্নতি করতে, দীর্ঘমেয়াদি কাজ করতে এবং নিজের প্রোফাইলের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা জরুরী।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে ওয়ালেটে এক্টিভ কী দিয়ে লগ ইন করতে হবে। এবার স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কিছু অপশন পাওয়া যাবে। যেখানে পাওয়ার আপ বাটন আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এমাউন্ট এর ঘরে এমাউন্ট লিখবো। তারপর পাওয়ার আপে ক্লিক করলে পাওয়ার আপ কমপ্লিট হয়া যাবে। আর এভাবেই পাওয়ার আপ সম্পন্ন করা সম্ভব।

সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেয়ার কতদিন পর ট্রান্সফাইরেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তরঃ ৩ দিন।

মেমোফিল্ড এর কাজ?

কাউকে লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয়,তাকে মেমোফিল্ড বলে। স্টিম উইথড্র করতে চাইলে এক্সচেঞ্জেবল সাইট আমাদেরকে একটি মেমো দেয়। এই মেমো দেখে আমরা তা চেঞ্জ করতে পারি। কোন কারণে স্টিম আদান-প্রদান হচ্ছে তা উল্লেখ করা।এই কাজগুলো হলো মেমো ফিল্ড এর কাজ।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?

উত্তরঃ ৫ দিন পর।

ধরুন আপনি প্রজেক্ট @Heroismএ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরও একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ ৩০০ এস.পি।

আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার লেভেল ২ এর লিখিত পরীক্ষা এই পর্যন্তই। আমার লেখায় কোন ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার লিখিত পরীক্ষা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি লেভেল ২ এর সকল তথ্য সুন্দর ভাবে বুঝতে পেরেছেন , আশা করছি পরবর্তী লেভেল গুলি সাফল্যের সহিত এগিয়ে যাবেন এই কামনাই করছি ।

আপনি লেবেল টু এর সবগুলো বিষয় খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন প্রতিটি প্রশ্নের উত্তর খুব যথার্থভাবে দেয়ার চেষ্টা করেছেন। এভাবে পরবর্তী ধাপগুলো সফলতার সাথে অতিক্রম করেন এই কামনা করছি।

লেভেল ২ এ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা আমাদের জন্য সত্যি কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয়। এর আগে কিন্তু আমরা এত কিছু জানতাম না। ক্লাসগুলো করার পর অনেক কিছুই শিখতে পেরেছিলাম। আপনিও এগিয়ে আসুন, আপনার জন্য শুভকামনা রইল।

আপনি লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছেন। আপনার অর্জিত জ্ঞান খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করলেন ।যেটা দ্বারা অনেকে উপকৃত হবে আপনার জন্য শুভকামনা রইল।

  ·  2 years ago (edited)

লেভেল ০২ এর পরীক্ষার প্রশ্ন গুলোর উত্তর আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন আর প্রতিটা উত্তর নির্ভুল এবং বর্ণনা মুলক ছিল অবশ্য। তবে আপু

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

এই প্রশ্নের উত্তর আপনি পরপর দুই বার দিয়ে ফেলেছে বলেই মনে হচ্ছে। আশা করি এ বিষয়টি একটু ফিরে দেখবেন।

আর একটি কথা না বললেই নয়। যদিও বা এটা কোন ফটোগ্রাফি পোস্ট নয়। তারপরেও থাম্বনেইলে আপনার নিজের ফটোগ্রাফির প্রশংসা না করে পারছি না। অসাধারণ লাগছে আপনাকে।
আগামি দিনের পথ চলা হোক সুন্দর এবং সহজতর।

লেভেল দুই এ আপনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো এবং আশা করি এবিবি স্কুলের সবগুলো ক্লাস কমপ্লিট করে খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হিসেবে যোগদান করবেন ধন্যবাদ।

বাহ্! বেশ ভালো দিয়েছেন পরীক্ষা। কি গুলোর কাজ ও সিকিউরিটির কথা গুলো সবসময় খেয়াল রাখবেন।