নমস্কার সবাইকে।
লোকের ভীড়ে জীবনের কোলাহলে
কখনো কি নিজেকে খুঁজে দেখি আমরা
কখনো কি নিজস্বতা নিয়ে ভাবতে পারি ?
প্রতিদিনের ছুটে চলা, নিয়ম মেনে জীবন চলা
এগুলোর মাঝে আমারা নিজেকেই হারিয়ে ফেলি ।
আমাদের পারিপার্শ্বিকতাও আমাদেরকে সুযোগ দেয় না
তবুও যারা অপরের লাঞ্ছনা, বঞ্চনা উপেক্ষা করে
নিজেকে খুঁজে বেড়ায় তারাই হয়ে যায়
আমাদের সমাজের কাছে নিকৃষ্ট স্বার্থপর ।
কিন্তু আমাদেরতো ঘুরে দাড়াতে হবে
গদবাধা ধারায় গাঁ ভাসিয়ে দিয়ে নিজেকে
মেরে ফেললে তো চলবে না।
আমাদের হতে হবে স্পষ্টভাষী, প্রতিবাদী এবং উদ্যম
আমাদের দুর্বলতাগুলোকে রুপান্তরিত
করতে হবে আমাদের শক্তিতে
নিয়ম ভেঙ্গে গড়তে হবে নতুন দৃষ্টান্ত
সৃষ্টি করতে হবে নতুন উদাহরণ
আমারাই পাড়ব নিজেদের নিজস্বতা ফিরিয়ে এনে
সমাজে আপন ধারায় চলতে।
আমারাই পারব একদিন সব প্রতিকূলতা উপেক্ষা করে
নিজস্বতা ফিরিয়ে আনতে এবং সাহস যোগাতে
শুধু প্রয়োজন নিজেদের প্রত্যয়,প্রবল আকাঙ্খা
আর এটাই পারে আমার আমিকে ফিরিয়ে দিয়ে
নিজস্বতা ফিরিয়ে আনতে।।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸
অভিবাদন্তে: @cmchandrika
আমি মনেকরি বাহিরের আবহাওয়ার উপর কবিতার ধরন নির্ভর করে। যখন আবহাওয়া শান্ত থাকে আমার কাছেও তখন কবি কবি ভাব লাগে কত কথাই মনে পড়ে। যাইহোক আপনার কবিতাটিতে প্রতিবাদী ও আত্মনির্ভরশীলতার চিত্র ফুটে উঠেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটির মাঝে আমাদের সমাজের কিছু সভ্যতা অনেক সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। বাস্তবতার সবকিছু তুলে ধরার পাশাপাশি কবিতাটি অনেক সুন্দরভাবে একটি লাইন অপরটির সঙ্গে জুড়িয়ে দিয়েছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit