"প্রিয় মাতৃভূমি" (dear motherland- 23/05/2024)
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমার
তুমি সৌন্দর্যের রাজধানী।
তুমি পৃথিবীর বুকে এক টুকরো রত্ম
যার তুলনা তুমি নিজেই।
বাংলার গ্রামীণ জনপদগুলো
তোমায় করেছে সৌন্দর্যমণ্ডিত।
গ্রাম বাংলার ফসলি মাঠগুলো
তোমায় নাম দিয়েছে নববধূ।
পল্লীগ্রামের সহজসরল মানুষজন
হৃদয় দিয়ে তোমার নামে গল্প করে।
গল্পগুলোর মনোমুগ্ধকর কল্পকাহিনি
যুগ থেকে যুগান্তর স্মৃতি হয়ে রয়েছে।
তুমি সূর্যের আলোয় উজ্জ্বলিত হও
প্রকৃতিও সে উজ্জ্বলতায় দৃষ্টি পায়।
তুমি রাতের আকাশে চাঁদের দ্বারা,
সুশীতল নীরবতার চাদরে ঘুমাও।
তোমার বিস্তৃত মাঠে ফসল ফলিয়ে
বাংলার কৃষক আনন্দে উদ্বেলিত হয়।
তোমার পাহাড়ি ঝর্ণার দৃশ্য দেখে
প্রকৃতিপ্রেমী মনগুলো আন্দোলিত হয়।
তোমার সুখ্যাতি পুরো জগৎ জুড়ে
যা শুনে আমি গর্বিত বোধ করি।
তোমার স্বাধীনতা হোক চিরস্থায়ী।