২৩ শে জানুয়ারি, ভারতের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আজকের বাংলা তথা ভারতবর্ষে তাঁর আবির্ভাব খুব প্রয়োজনীয়। ঐক্যবধ্য ভারতবর্ষকে শাসনের নামে প্রতিদিন যারা ধর্মকে কেন্দ্র করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজীর মত সত্যিকারের নায়কের খুব প্রয়োজন আজ। জানি না কলি যুগের কোন ‘কল্কি’ অবতারের আবির্ভাব হবে কিনা, যিনি এই শাসক নামক দানবের কবল থেকে অলৌকিক শক্তি দিয়ে রক্ষা করবেন আমাদের মাতৃভূমিকে।
উড়িষ্যার কটক শহরে বসু পরিবারে তাঁর জণ্ম হয়। পিতা জানকী নাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী।স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় অনুপ্রাণিত সুভাষ চন্দ্র বসু ছাত্রাবস্থা থেকে ইংরেজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। ১৯০২ সালের জানুয়ারিতে তিনি কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় বিদ্যালয়ে (বর্তমানে স্টুয়ার্ট উচ্চ বিদ্যালয়) ভর্তি হন। ১৯১৩ সালে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যাল্যের স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ পাশ করেন।
বাবার ইচ্ছায় নেতাজী ইংলণ্ডে গিয়েছিলেন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ গ্রহণ করতে। ইংরাজীতে সর্ব্বোচ্চ নম্বর পেয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার অধিকার করেন। কিন্তু সাহসী সুভাষ, যিনি ছিলেন দেশমাতার একনিষ্ঠ সন্তান, ইংরেজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ১৯২১ সালের এপ্রিল মাসে সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করে ভারতে ফিরে এসে সক্রিয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে অংশগ্রহণ করেন। পরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং যুব শাখার দলের সভাপতি। হিসাবেও নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস ছিল বিশাল সংগঠন। সুভাষ চন্দ্র বসু কংগ্রেসে একজন শক্তিশালী নেতা হয়ে উঠেছিলেন।পর পর দুবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু কংগ্রেসে গান্ধীজীর অহিংস, ন্রমপন্থী মনভাবের সাথে তাঁর মতাদর্শের বিরোধীতা ছিল। ফলে কংগ্রেসের সভাপতিত্ব পদের নির্বাচনে অনেক বেশি ভোটে জয়ী হওয়া সত্ত্বেও ১৯৩৯ সালে কংগ্রেস দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তিনি পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন।
১৯৩৯ সালের ২২ শে জুন সুভাষ চন্দ্র বসু অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি দল সংগঠিত করেছিলেন।
পরবর্তীকালে ১৯৪০ সালে ভারত থেকে পালানোর আগে ব্রিটিশরা নেতাজীকে গৃহবন্দী করে রাখে। ব্রিটিশরা বহুবার নেতাজীকে কারারুদ্ধ করেছিলদ। তিনি ছদ্মবেশে পালিয়ে গিয়ে আফগানিস্তান ও মধ্য–এশিয়া হয়ে প্রথমে সোভিয়েত ইউনিয়ন তারপরে ১৯৪১ সালের ২রা এপ্রিল জার্মানের বার্লিনে পৌঁছেছিলেন। ১৯৪৩ সালের ২রা এপ্রিল জার্মান ত্যাগ করে সাবমেরিনে করে সিঙ্গাপুরে থেকে ১১ মে টোকিও যান। ১৯৪৩ জুলাই মাসে INA(Indian National Army) সংস্থাটির নিয়ন্ত্রন ভার আসে নেতাজীর হাতে। তিনি প্রবাসী ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করেছিলেন। আই.এন.এর একটি পৃথক মহিলা ইউনিট তৈরী
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।
এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য ডিস্করড এ যোগ দিন।চেষ্টা করবেন আপনার স্টিমিট আইডি আর ডিস্করড আইডি যেন একই হয়। ডিস্করড লিংক-
https://discord.gg/FqAugQm7
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
http://banglablog.in/top-news/netaji_subhas_chandra_bose/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit