ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা | শিরোপা জয়ের পর উদ্যাপনের সেই মুহূর্তগুলোর নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন
শিরোপা জয়ের মুহূর্তে নানারূপে ফ্রেমবন্দী হলেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা |
শক্তিশালী ভারতের বিপক্ষে ২০০ রানের নিচে তুলে কি জয়ের কথা ভাবতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম? শিরোপা জয়ের পর পুরস্কার মঞ্চে তিনি বলেছেন, তাঁর আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ জিতবে। বোলারদের ওপর বিশ্বাসী ছিল আজিজুল হাকিমের।
ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি।’ আজিজুল এরপর যোগ করেন, ‘অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’
ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা আসলে কী ছিল বাংলাদেশের অধিনায়কের—এমন প্রশ্নের উত্তরে আজিজুল হাকিম বলেছেন, ‘ভারতের ব্যাটসম্যানরা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’
আনন্দের এই দিনে দেশের মানুষের উদ্দেশে, বিশেষ করে দুবাইয়ে মাঠে গিয়ে যারা দলকে সমর্থন করেছেন; তাদের উদ্দেশে কী বলবেন—এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.prothomalo.com/sports/cricket/oeyu79xe0g
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit