আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সমাজের অরাজকতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মানুষ বহুকাল থেকে এক জায়গায় বসবাস করে আসছে এবং এই একই জায়গায় বসবাস করার ফলে তারা বিভিন্ন ধরনের সমাজ গড়ে তুলছে। আসলে এই সমাজগুলো অনেকগুলো পরিবারের সমন্বয়ে গঠিত হয়। আর সমাজের মাঝে যারা বসবাস করে তারা সবসময় একে অন্যের সাহায্যে এগিয়ে আসে এবং একে অন্যকে ভালোবাসে। কিন্তু যত দিন যাচ্ছে ততই মানুষ সমাজ থেকে বেরিয়ে আসছে এবং সমাজের কোন আচার আচরণ মেনে চলছেনা। আসলে সমাজ এতটা উন্নত না হলেও সমাজের লোক গুলোর মাঝে যে সংস্কৃতি রয়েছে তা কিন্তু বর্তমানের আধুনিক সমাজ অপেক্ষা অনেক বেশি ভালো। আসলে আমরা গ্রামের সমাজ গুলোতে দেখতে পাই যে সেই সব মানুষেরা এখনো কিন্তু সেই পূর্বের যুগে পড়ে আছে এবং একে অন্যের মিলেমিশে আনন্দে সহিত বসবাস করছে।
আসলে আমার মনে হয় এই আধুনিক যুগের মানুষেরা এই সমাজব্যবস্থাকে মোটেও গ্রহণ করতে পারে না। কেননা তারা নিজেকে অনেক বেশি আপডেট মনে করে। আসলে যারা পূর্বের সংস্কৃতিকে ভুলে গিয়ে নিজেদের আপডেট মনে করে তারা কখনোই বেশি আধুনিক হতে পারে না। আসলে আধুনিক মানুষগুলো কিন্তু তাদের পুরনো ঐতিহ্যগুলোকে সবসময় ধরে রাখে। এছাড়াও তারা সবসময় পূর্বের সংস্কৃতিকে সম্মান করে এবং সেই সংস্কৃতি অনুযায়ী চলার চেষ্টা করে। আর বর্তমান সময়ের সংস্কৃতি তো আমরা চোখের সামনে সবাই দেখতে পাচ্ছি। আসলে এখনো সংস্কৃতি বলতে অপসংস্কৃতি টাকেই বেশি বোঝানো হয়। আসলে সংস্কৃতির মূল অর্থ গুলো এখনকার মানুষ আর কখনো জানে না। আর এসব কারণে সমাজে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের অরাজকতা।
আমার মনে হয় যে সমাজের এই অরজগতার পিছনে দায়ী কিছু আধুনিক সমাজের লোক। আসলে সমাজের এই সহজ সরল মানুষদেরকে যখন আধুনিক সমাজের বিভিন্ন দিক সম্পর্কে বোঝানো হয় তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকে যায়। আসলে বর্তমান সমাজ অপেক্ষা আমার কাছে পূর্বের সমাজটা অনেক গুণ বেশি ভালো ছিল। আর ভালো লাগার প্রধান কারণ হলো তারা একে অপরকে ভালোবাসতো এবং সব সময় একে অপরের সাহায্যে এগিয়ে আসতো। আর সমাজের যদি কোন লোক কোন ধরনের খারাপ কাজ করে বসতো তখন সমাজের বাকি লোকগুলো এসে সেই লোককে সে খারাপ কাজের অপকারিতা বোঝাত এবং তাকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করত। আসলে এটাকেই বলে একটা প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসায় মানুষটা খারাপ হলেও তাকে খারাপ থেকে নিয়ে ভালোতে রূপান্তরিত করা যায়।
কিন্তু আধুনিক সমাজে মানুষ একটাই বোঝে যে কেউ যদি সমাজে কোন প্রকার খারাপ কর্মকাণ্ড করে তাকে সমাজ থেকে বাদ দিতে হবে অথবা তাকে সেই খারাপ কর্মকান্ডের জন্য সমাজের লোকেরা তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকে। আসলে একটা লোককে যখন খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হয় তখন কিন্তু সে আরো অনেক বেশি খারাপের দিকে চলে যায়। আসলে মানুষকে যদি ভালবেসে তাকে শাস্তি না দিয়ে আবার পুনরায় সমাজে নিয়ে এসে ভালোভাবে বোঝানো যায় হয়তোবা এতে তারা অনেকটা বেশি বুঝতে পারবে এবং খারাপ কর্মকাণ্ড থেকে সারা জীবনের জন্য সরে আসতে পারে। আর এজন্য সমাজের এই অরাজকতা দূর করার জন্য মানুষকে কখনো শাস্তি নয় বরং ভালোবেসে তাদেরকে কাছে টেনে নিতে হবে। আর এভাবে যদি কাছে টেনে নেওয়া যায় তাহলে সমাজে অরাজকতা বলতে কিছুই থাকবে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
厉害
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"যারা এই পোস্টের খুব ভালোটা লগছেন তাদের জন্য নিজেকে শাস্তি থেকে রক্ষা করার আরো খারাপটা হবে না 🙅♂️। ভালোবেসে শিক্ষা দেওয়া যেন তাই মানুষের জন্য! 👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit