আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
PUSS Listing নিয়ে এখন অনেক অনেক অনেক আলোচনা হচ্ছে। আসলে আলোচনা বা অনেক লেখার একটা মাত্র কারণ হলো। প্রায় প্রতি মুহূর্তে একবার করে বিভিন্ন সাইট refresh করছি। আর আমাদের puss লিস্টিং এর কথা দেখছি। যেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের।তাই এই ব্যাপারটি নিয়ে লেখালেখি করা থেকে নিজেকে একটুও আটকাতে পারছি না। কারণ এই বিষয়ে ইতিমধ্যেই আমি অনেক লেখালেখি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি।
কিন্তু তাও আজকে আবার ও লেখালেখি শেয়ার করতে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। puss লিস্টিং নিয়ে আসলে একটা কথাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং সেটা হলো একটি সতর্কতামূলক কথা। যেকোনো কয়েন লিস্টিং হওয়ার পরে স্বাভাবিকভাবে কয়েক গুন দাম বৃদ্ধি পায়। এখন আমাদের সেই জায়গাটিতেই একটি সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেটা হল আমরা কেও যেনো একেবারে পেনিক খেয়ে আমাদের কয়েন গুলো সেল করে না দেই।
যেহেতু puss আমাদের নিজেদের কয়েন। সে ক্ষেত্রে আসলে এই কয়েনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একটি নৈতিক দায়িত্ব। আর তাই আমরা টিম মেম্বার হয়ে যদি আমাদের নিজেদের coin বাঁচিয়ে রাখার মতোন সাহসিকতা এবং ধৈর্য না রাখি। তাহলে কিন্তু কিছু করার নেই। কারণ একটা কথায় আছে যে, সোনার ডিম পারা হাঁসকে আপনি একদিনে মেরে ফেললে চলবে না। অর্থাৎ এই হাঁসকে আপনার যত্ন করতে হবে ঠিক তাই আমাদের কিন্তু আমাদের puss কে যত্ন করতে হবে। কারণ এটা আমাদের নিজেদের টোকেন, আমাদের নিজেদের দায়িত্ব।
আসলে আজকে লিস্টিং নিয়ে বলা চলে যে, আমি সতর্কতামূলক পোস্ট ই আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আসলে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে। যারা কয়েন এর প্রাইজ অল্প কিছু বৃদ্ধি পেলেই পেনিক করে বিক্রি করে দেওয়ার চিন্তা করে। আর এটা আমাদের নিজেদের কয়েন। তাই এটা কিন্তু কোনো ভাবেই করা যাবে না। কারণ এই কয়েন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে।
$PUSS লিস্টিং সম্পর্কে আজকে আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। যাহোক আমাদেরকে অবশ্যই আমাদের নিজস্ব টোকেনকে যত্ন করতে হবে এবং ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে। কারণ এটা নিঃসন্দেহে সত্য কথা যে $PUSS টোকেনের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সতর্কতামূলক একটি পোস্ট। আপনি ঠিকই বলেছেন পুশ যেহেতু আমাদের নিজস্ব কয়েন তাই আমাদের এই কয়েনের সর্বদা ভালো দিকটাই ভাবা শ্রেয় হবে বলে মনে করছি। কোনভাবেই সেল দেওয়ার চিন্তা করা যাবে না। সে দাম বাড়ুক আর কমুক যাই হয় হোক। আমি মনে করি কমিউনিটির একজন সক্রিয় ইউজার হওয়া সত্ত্বেও যারা পুশ সেল দিবে তারা নিজের চিন্তাটাই আগে করে কমিউনিটির চিন্তা নয়। এরকম মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit