মৃত্যু এমন একটি সত্য, যে সত্য থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। যে এইসব জীবজন্তু কিংবা প্রাণী কুলে যত প্রাণী রয়েছে সবাইকে কোন না কোনদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজের যে চিত্র রয়েছে এতে করে মৃত্যুর ভয় কারো চোখেই দেখা যায় না। তারা শুধুমাত্র মনে করে এই জীবনটাই হয়তো সবকিছু। এর পরে হয়তো কিছুই নেই। তবে এই বিষয়গুলো আমাকে অনেক বেশি ভাবায় যদি। আমরা সকলেই মৃত্যুর কথা চিন্তা করতাম তাহলে আমরা কেউ আর খারাপ কাজ করতে পারতাম না।
জীবন আমরা যাই করি না কেন আমাদের সব সময় মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আমরা কি কাজ করছি সমাজে আমাদের কিরকম ইমেজ রয়েছে এই সব কিছু বিষয়ে আমাদেরকে কল্পনা করতে হবে। একটি বিষয় চিন্তা করে দেখুন তো আপনার কাছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু যদি আপনাকে মানুষ ভালো না বলে সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? বিষয়টা ঠিক এরকম। অর্থের সকলের প্রয়োজন আছে তবে সেই অর্থটা যেন মানুষ ঠকিয়ে ইনকাম করা না হয়। আপনার সৎপথের ইনকাম হয়। এই বিষয় সবসময় বেশি নজর রাখতে হবে। আমিও ব্যক্তিগতভাবে সেই বিষয়টা খুব বেশি নজরে রাখি। হারামের বিষয়গুলো সব সময় এভোয়েড করার চেষ্টা করি।
এই জীবনে বেঁচে থাকতে হলে মানুষের সাহায্য করতে হবে। আপনার নাম যেন আপনার মৃত্যুর পরও মানুষের নেয় এবং ভালো নামে স্বরন করে সেই বিষয়টাও আমরা সকলেই নিশ্চয়তা করার চেষ্টা করব। একটু বিষয় চিন্তা করে দেখুন মৃত্যুর পরে কিন্তু কোন অর্থ কিংবা কোন কিছুই আমাদের সাথে যাবে না। বরঞ্চ আমাদের ভালো কাজগুলোই আমাদের সাথে যাবে। তাই ভালোভাবে বাচার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।