আপনারা ছোটবেলায় কি আকাশের দিকে কেউ তাকিয়েছেন? এটা সবাই তাকিয়েছিলেন আমরা সকলেই জানি। কিন্তু রাতের আকাশে কখনো লম্বা একটি সাদা লাইন দেখতে পেয়েছেন? মনে হয় অনেকগুলো ছোট ছোট বিন্দু মিলে একটা লম্বা লাইন তৈরি করেছে। সেটাই কিন্তু আমাদের আকাশগঙ্গা ছায়াপথ কিংবা মিল্কিওয়ে গ্যালাক্সি।
আমরা যে সৌরজগতের বসবাস করছি সেই সৌরজগত কিন্তু মিল্কিওয়ে গ্যালাক্সি একটি ছোট্ট অংশ বিশেষ এবং এই ছোট্ট অংশবিশেষকেই আমাদের কাছে অনেক বড় বলে মনে হয় তাহলে মিল্কিওয়ে গ্যালাক্সির সম্পূর্ণ বেস যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এই সম্পূর্ণ মিল্কিওয়ে গ্যালাক্সির এক মাথা থেকে অন্য মাথায় যেতে প্রায় এক লক্ষ আলোকবর্ষ সময় লেগবে।
আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি। আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয় এবং আলো সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার ট্রাভেল করতে পারে। মানব সৃষ্ট সবথেকে গতিশীল বস্তু হচ্ছে পার্কার সোলার প্রুোভ। যেটা সূর্যকে প্রতিক্ষণ করছে এবং সেটা প্রায় সেকেন্ডে ২০০ কিলোমিটার যেতে পারে। কিন্তু আপনি চিন্তা করে দেখুন তাহলে আলোর গতি কত বেশি এবং তার থেকে বড় এক আলোকবর্ষ জায়গা কতটুকু বড় হবে ও আমাদের গ্যালাক্সি ১ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত তাহলে সেটা কত বড়! সেটা একটু কল্পনা করে দেখুন।
আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে কিন্তু রাক্ষসী গ্যালাক্সি বলা হয়। এর বেশ কিছু কারণ রয়েছে। কারণ মিল্কিওয়ে গ্যালাক্সির আশেপাশে থাকা ছোট ছোট গ্যালাক্সি গুলোকে এই মিল্কিওয়ে গ্যালাক্সি গ্রাস করে ফেলেছে। খুব তাড়াতাড়ি হয়তো এন্ডরোমেডা গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সি থেকেও প্রায় দেড় গুণ বড় এই গ্যালাক্সির সাথে মিল্কিওয়ে গ্যালাক্সি সর্ঘষে লিপ্ত হবে। যদিও এটা আমরা আমাদের জীবনকালে দেখে যেতে পারবো না। আরো কয়েক লক্ষ বছর পরে হয়তো এটা সংঘটিত হবে কিন্তু তারপরও তারা একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে প্রায় ১২০ কিলোমিটার পার সেকেন্ড গতিতে।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে আমাদের সৌরজগতের মতো কোটি কোটি নক্ষত্র এবং তাদেরও বিভিন্ন জায়গায় বিভক্ত করা রয়েছে। আমাদের এই মিল্কিও এই গ্যালাক্সির সেন্টার রয়েছে সুপার মেসিভ ব্ল্যাক হোল। যার নাম আলফা সেঞ্চুরি। যাই হোক আজকের মত এসব বিষয়ে আর কিছু বলছি না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।