লেভেল ৩ হতে আমার অর্জন By @delwar | 10% Beneficiary @shy-fox & 5% @abb-school

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাই আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি।

8d193d84-6e72-47a3-bc13-da289cca260d.jpg

আজ আমি লেভেল-০৩ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি লেভেল ৩ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মার্কডাউন কি, মার্কডাউন কোড ব্যবহার ,পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন কি ভাবে করবো আমাদের পোস্ট গুলো আকর্ষণী সবার কাছে গ্রহণ যোগ্য করা জন্য মার্কডাউন করা লেভেল ৩ এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আছে ।এবং কিউরেশন সম্পর্কে এই বিষয় গুলোর মাধ্যমে আমরা আমাদের পোস্ট গুলো ভালভাবে ফুটিয়ে তুলতে পারবো ।

১)প্রশ্নঃ মার্কডাউন কি ?
উত্তরঃ

কোন পোস্টকে সুন্দরভাবে উপস্থাপন এবং আকর্ষণীয় করার জন্য আমরা যে কোডগুলো ব্যবহার করি সেই কোডগুলোকে মার্কডাউন বলা হয়।

২)প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ একটি কন্টেন্ট লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ মার্কডাউন কোড থাকে । যেগুলো ঠিকমত না দিলে পোস্টটি তেমন কারো নজরে আসবে না,তাই মার্কডাউন একটি গুরুত্বপূর্ণ বিষয়।

•লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।
• লেখাকে বোল্ড ও ইটালিক করার জন্য।
• লেখা জাষ্টিফাই করার জন্য।
• লেখা দৃশ্যমান করার জন্য।
• লেখাকে কালার করার জন্য।
• লেখার মাঝে ফটো যুক্ত করার জন্য।
• লেখার হেডিং বড় করার জন্য।

৩)লেখাগুলোকে বোল্ট করার সহজ পদ্ধতি কী?

লেখার সামনে এবং পিছনে দুইটি করে স্টার চিহ্ন দিতে হবে এবং স্টার এর পর কোন স্পেস দেওয়া যাবে না ।
Amar Bangla Blog

    **Amar Bangla Blog**

৪)লেখাগুলোকে ইটালিক করার ক্ষেত্রে লেখার সামনে ও পিছনে একটি করে স্টার দিতে হবে ।
Amar Bangla Blog

   *Amar Bangla Blog*

৫)অনেক সময় বোল্ট এবং ইটালিক একসাথে লেখার প্রয়োজন পরে। সেই ক্ষেত্রে লেখার সামনেও পিছনে তিনটি করে স্টার দিলেই হয়ে যাবে ।
Amar Bangla Blog

    ***Amar Bangla Blog***

৬)HTML কোডের মাধ্যমেও আপনি বোল্ট ও ইটালিক করতে পারেন।
বোল্ড করার জন্য।
Amar Bangla Blog

   <b>Text</b>

ইটালিক করার জন্য।

   <i>Text</i>

৭)সুপারস্ক্রিপ্ট টেক্সট ও সাবস্ক্রিপ্ট টেক্সট কিভাবে লিখে?
বিভিন্ন কাজে আমরা সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। সুপারস্ক্রিপ্ট হল, একটি লেখা একই লাইনের একটু উপরের দিকে লেখাটির শো করবে। সাবস্ক্রিপ্ট হলো একই লেখা লাইনের একটু নিচের দিকে শো করবে। এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের সংকেত আমরা লিখতে পারবো। একটি এক্সাম্পল নিচে দেওয়া হল।

   The chemical symbol of water is H<sub>2</sub>O

আউটপুট।

The chemical symbol of water is H2O

৮) প্যারাগ্রাফ লেখার নিয়ম কী?
আপনি একটি প্যারাগ্রাফ লিখেছেন এবং আপনি চাচ্ছেন এই লেখা গুলোকে ২ টি আলাদা প্যারাগ্রাফ এ পরিনত করতে। সেজন্য নিচের কোডগুলো ব্যবহার করতে হবে।

   < p>text</p>< p>text</p>
  <p>The sun rises in the east</p><p>and sets in the  west. </p> 

আউটপুট।

The sun rises in the east

and sets in the west.

৯)টেবিল তৈরী করার নিয়ম কী?
টেবিলের কোডিং গুলো নিচে উপস্থাপন করলাম।

|Level 1 |Level 2|Level 3|
|---|---|---|
|ABB|ABB|ABB|
|ABB|ABB|ABB|
|ABB|ABB|ABB|

আউটপুট।

Level 1 Level 2 Level 3
ABB ABB ABB
ABB ABB ABB
ABB ABB ABB

১০)লেখা সেন্টারে নিয়ে আসার পদ্ধতি লিখো।
মাঝে মাঝে বিভিন্ন কারণবশত লেখাগুলোকে আমরা সেন্টারে নিয়ে আসার প্রয়োজন পরে। সেই কোডটি আমি এখন উপস্থাপন করছি।

      <center>text</center>

১১)প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

#খুবই বড় সাইজ
## বড় সাইজ
###  মিডিয়াম সাইজ
#### ছোট সাইজ
#####খুব ছোট সাইজ
###### টিনি সাইজ

ফলাফলঃ

খুবই বড় সাইজ

বড় সাইজ

মিডিয়াম সাইজ

ছোট সাইজ

খুব ছোট সাইজ
টিনি সাইজ

১২)প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
উত্তর টেক্সট জাস্টিফাই করার কোড নিচে দেয়া হল:

 <div class="text-justify"> text</div>

১৩)সোর্স উল্লেখ করার নিয়ম কী?
বিভিন্ন কারণে আমাদের সোর্স উল্লেখ করতে হতে পারে। এই ফর্মটির মাধ্যমে দুই ধরনের কাজ আমরা করতে পারবো। বিভিন্ন সোর্স উল্লেখ করতে পারব এবং হাইপারলিংক তৈরি করতে পারব।।

 [সোর্স](এখানে লিংক বসাবো)

১৪)প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ কনটেন্ট এর টপিক নির্বাচনের ক্ষেত্রে যে ৩ টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হল:
• জ্ঞান
• অভিজ্ঞতা এবং
• সৃজনশীলতা।

১৫)প্রশ্নঃ কোন টপিকসএর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ কোন একটি বিষয়ের উপর ব্লগ লিখে পোস্ট করতে গেলে সেই বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে। আমার যদি কোন টপিক এ জ্ঞান কম থাকে সেক্ষেত্রে সেই টপিক নিয়ে আমার লেখা শেয়ার করা উচিত না। আমি যদি কোন ভুল তথ্য পোস্ট এ শেয়ার করি তাহলে সেটা মিস গাইড করা হবে। অল্প জ্ঞান সংক্রান্ত তথ্য সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যে বিষয়ে আমাদের সঠিক জ্ঞান রয়েছে আমাদের উচিত সেই বিষয় শেয়ার করা। এছাড়াও কোন বিষয়ের উপর যদি আমার সঠিক জ্ঞান না থাকে, আর তা যদি আমি পাঠকের সাথে শেয়ার করি সে ক্ষেত্রে পাঠক আমার ব্লগ পড়ায় আগ্রহ দেখাবে না।

১৬)প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ $7 এর ভোট থেকে আমি পাব $3.5।স্টিমের মূল্য $0.50 হলে $1 এ পাব 2স্টিম তাইলে $3.5এ পাব (3.5*2)=7 স্টিম।আর যেহেতু কিউরেটর দের sp দেওয়া হয় তাই আমি এই 7স্টিম sp হিসেবে পাব ।

১৭)প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার জন্য পোস্ট দেওয়ার সাথে সাথেই ভোট দেওয়া যাবে না। ৬মিনিট পর ভোট দিতে হবে।আবার ৬দিন ১২ঘন্টার পর ভোট দেওয়া যাবে না।৬মিনিট এর আগে ভোট দিলে আমরা আমাদের রিওয়ার্ড এর একটি নির্দিষ্ট অংশ হারাব যা রিওয়ার্ড পুলে যোগ হবে।

১৮)প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে। কারন আমি নিজে নিজে ভোট দিলে ২,৩ সেন্ট এর ভোট পরবে। যেখানে থেকে আমরা বেশি রিওয়ার্ড পাব না।কিন্তু @Heroism ভাল পোস্ট গুলো খুজে বের করে বেশি পরিমান ভোট দিবে।ফলে আমাদের রিওয়ার্ড ও অনেক বেশি হবে।তাই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আয় হবে।

আমার বাংলা ব্লগের @abb-school স্কুলের সম্মানিত শিক্ষক এবং মডারেটরদের কাছ থেকে আমি যতোটুকু শিখতে এবং জানতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশাকরি লেভেল ৩ এর' লিখিত পরীক্ষা আমি ভালোভাবে দিতে পেরেছি। আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অতএব আমার লেখায় কোন ভুলত্রুটি হয়ে থাকে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সম্মানিত @siam#5482 ভাইকে অনুরোধ করছি আমার পোস্ট টি দেখার জন্য।যদি কোন ভুল ত্রুটি হয় তাইলে দয়া করে দেখিয়ে দেবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এক্টিভিটিস একেবারেই কম। আপনি নিয়মিত পোস্ট করেন না এবং অন্যের পোস্ট পড়েন না। অনুগ্রহ করে আপনার এক্টিভিটিস বৃদ্ধি করুন। এভাবে চলতে থাকলে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে সাপোর্ট পাবেন না ধন্যবাদ।

ভাই এই পরীক্ষায় যতগুলো কোডিং গুলোকে দৃশ্যমান করার কথা বলা হয়েছে আপনি একটিও দৃশ্যমান করতে পারেননি। আপনার টেবিলটি ও সঠিকভাবে হয়নি হেডিং গুলো সঠিক ভাবে উল্লেখ করতে পারেননি, টেক্সট জাস্টিফাই এর কোডিং গুলো আপনি লিখতে পারেন নি। এই সবকিছু ঠিক করে আমাকে জানাবেন।

  ·  2 years ago (edited)

ধন্যবাদ প্রিয় ভাই, আপনার সহযোগিতায় আমি সঠিক ভাবে উপস্থাপন করতে পেরেছি।

লেভেল ৩ এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছেন। যেটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। আপনার অর্জিত জ্ঞান অনেকের উপকারে আসবে।

আপনাদের ভালোবাসা পূর্ণ সহোযোগিতায় ইনশাআল্লাহ ভালোকিছু হবে।

প্রথমে আপনাকে শুভকামনা জানাই। আমার বাংলা ব্লগ থেকে আপনি অনেক কিছুই শিখতে এবং জানতে পারবেন সেই সাথে আপনি লেবেল থ্রি থেকে অনেক কিছু নিজের আয়ত্তে আনতে পেরেছেন ।আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে এভাবে এগিয়ে যান সামনের দিকে সকল নিয়ম কানুন মেনে শুভকামনা রইল।

লেভেল৩ থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন তা কিন্তু আপনার উপস্থাপনা থেকেই বোঝা যাচ্ছে। অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য আপনি যেন খুব তাড়াতাড়ি পরবর্তী লেবেল গুলো পার করতে পারেন।

লেভেল ৩ এর বিষয়বস্তুগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই । এভাবে লেগে থাকুন আশা করি আপনি খুব শীঘ্রই আমাদের মত ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন । আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো ধন্যবাদ আপনাকে।

ভাই আপনি দ্রুত টিকিট কেটে আমার সাথে যোগাযোগ করুন।

লেভেল তিন থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন দেখা যাচ্ছে ৷ অনেক সুন্দর ভাবে লেভেল তিন থেকে অর্জন আপনি তুলে ধরেছেন ৷ আপনার জন্য শুভকামনা রইল ৷ আশা করি আপনি পরে লেভেলে চলে যাবেন ৷ এবং সব শেষে সেরা এক জন ব্লগার হবেন ৷