আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে তা @abb-school এর শিক্ষকগণ লেভেল ওয়ান এর ক্লাস এ অত্যন্ত সুন্দরভাবে এবং গুছিয়ে শিক্ষা দিয়েছেন।তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমি এখান থেকে যা কিছু শিখতে পেরেছি।তা নিচে বর্ননা করা হলো।
study level -01 থেকে আমার অর্জন:-
. প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?
উত্তরঃপ্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ।
· তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তরঃতিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো-
*https://pixabay.com
*https://www.pexels.com/
*https://www.freeimages.com
· একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তরঃএকটি ছবি এবং ১০০ ওয়ার্ডের কম যেকোনো ধরনের পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হবে।
· ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তরঃফটো কপিরাইট সম্পর্কে বলতে পারি ,যখন মানুষ তার নিজের মেধা দিয়ে কিছু তৈরি করে এবং যদি অন্য একজন সেটা তার অনুমতি না নিয়েব্যবহার করে সেটা কপিরাইটের মধ্যে পড়ে।বিভিন্ন সময় কোন পোস্ট ফুটিয়ে তুলতে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ছবি নিতে হয় ফটোকপিরাইট ফ্রি না হলে সেটা নেওয়া যাবে না।
· পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তরঃট্যাগএকটি কিওয়ার্ড। এটা দ্বারা আমরা সহজেই কোন একটা কনটেন্টকে খুঁজে পেতে পারি। যদিকনটেন্টে ট্যাগ ব্যবহার করি তাহলে ওই রিলেটেড যত পোস্ট থাকে সব পোস্ট এক জায়গায় জমা পড়বে ফলে সহজেই কনটেন্টে খুজে পাওয়া যায় । আমরা পোস্টের ভিত্তিতে ট্যাগ ব্যবহার করে থাকি পোস্টে যে বিষয় নিয়ে লেখা সেই বিষয়ের উপর ট্যাগ ব্যাবহার করতে হবে।
· আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তরঃআমার বাংলা ব্লগে বিভিন্ন ধরনের পোস্ট লেখা যাবে না যেমন - নারীদের সম্মান ক্ষুন্ন হয় এমন ধরনের লেখা, সামাজিক বর্ণবৈষম্য সমর্থন মূলক কোন পোস্ট,কোন ধর্ম ব্যক্তিত্ব জাতিসত্তার বিরুদ্ধে খারাপ আচরণ মূলক এবং হেয় প্রতিপন্ন করে এমন কোন পোস্ট ,পশু পাখি নির্যাতন মূলক ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না, মিথ্যা গুজ, ধর্মীয় কুসংস্কার,nsfw ট্যাগ ছাড়া যেকোনো অশ্লীল ভিডিও,শিশু পর্ণোগ্রাফিক ইত্যাদি।
· প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি। অন্যের লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে যদি লিখতে চাই তাহলে অবশ্যই ৭০ শতাংশের বেশি নিজের হতে হবে এবং অন্যের থেকে ৩০% লেখা হয়তোবা নিতে পারব এবং সেটিও কিছু নিয়ম-নীতির মাধ্যমে।
· Re-write আর্টিকেল কাকে বলে?
উত্তরঃবিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে নিজের মতো করে গুছিয়ে লেখাকে রিরাইট আর্টিকেল বলা যায়।
· ব্লগ লেখার সময় re-write আর্টিকেলের কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তরঃ re-writeআর্টিকেলের ক্ষেত্রে নিজের লেখা হতে হবে অন্তত ৭৫ শতাংশ। বাকিটুকু যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার উপযুক্ত সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে। রেফারেন্স সোর্স গুলো অবশ্যই উল্লেখ করতে হবে।যেসব তথ্য কালেক্ট করেছি অন্য জায়গা থেকে সেগুলো ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কালেক্টর কপিরাইট ফ্রি ইমেজগুলি সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
· কোন ধরনের এক্টিভিটিটিজ স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তরঃঅপ্রাসঙ্গিক বিষয় এবং অবাঞ্ছিত বিষয় যদি বারবার করা হয় তাহলে সেটা স্প্যামিং এর মধ্যে যাবে। স্প্যামিং অনেক ধরনের হতে পারে। একটি পোস্ট বারবার করা ঘুরিয়ে পেঁচিয়ে, সেটি এক ধরনের স্প্যামিং।নিজের পোস্টে বিরক্তিকরভাবে কোন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন দিলে এবং এটি হচ্ছে স্প্যামিং এর সবথেকে খারাপ দিক।কমেন্টের মাধ্যমেও স্প্যামিং হতে পারে। যেমন -অন্য কারো পোস্টে কমেন্ট করতে গিয়ে নিজের পোস্টের লিংক দেওয়া এবং ভোট চাওয়া।অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা হলেও স্প্যামিং এর মধ্যে পড়তে পারেন।যেমন- আপনার পোস্টের সাথে রিলেটেড কোন ট্যাগ ব্যবহার করলেন না।
"আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট থেকে আমার অর্জন-
· শুধুমাত্র বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এখানে লেখা যাবে না
· রোমান হরফে বাংলা লেখা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
· একই পোস্ট একাধিকবার এখানে শেয়ার করা যাবে না ।
· বাংলা বানানের প্রতি খুবই যত্নশীল হতে হবে । ২৫০ শব্দের একটি লেখায় সর্বোচ্চ ৫ টি বানান ভুল tolerate করা হবে । অত্যধিক ভুল বানান সম্বলিত লেখা curation এর জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
· শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
· এখানে শেয়ার করা যাবে প্রায় সব কিছু । যেমন: বাংলা যে কোনো আর্টিকেল, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও, আর্ট, মিউজিক ইত্যাদি
· এখানে শেয়ার করা যাবে না :
১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা । ২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট । ৩. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট । ৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট । ৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট। ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট । ৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট । ৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ । ৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না । ১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট । ১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট । ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।
· ট্রাভেল পোস্ট শেয়ার করার কিছু নিয়ম :
১. যে স্থানে আপনি ভ্রমণ করেছেন সেই স্থানের নাম ও
ভৌগোলিক অবস্থান অবশ্যই উল্লেখ করবেন। ২. জার্নির একটা সংক্ষিপ্ত বর্ণনা থাকবে, ৩. বেড়ানোর জায়গার অন্তত ৩টি ছবি দিতে হবে, ১ টি অবশ্যই সেলফি অথবা নিজের ছবি বেড়ানোর জায়গার সাথে, ৪. মিনিমাম ২৫০ শব্দে আপনি আপনার ভ্রমণ কাহিনী ব্যক্ত করবেন ।
This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/somland/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবসময় একটা কথা বলে থাকি অর্জিত কোনো কিছু হয় না বর্জন। কারণ লেভেল ওয়ান থেকে আপনি যা অর্জন করতে পেরেছেন সেটা আপনার জন্যই থেকে যাবে। যার কারণে বাকি লেবেল গুলো যথাযথভাবে ক্লাসের মাধ্যমে শেষ করে নিবেন, এবং নিজেকে আমার বাংলা ব্লগে অ্যাক্টিভ একজন সদস্য হিসেবে রূপান্তরিত করবেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত ধন্যবাদ আপনাকে। ব্যক্তি জীবনে যা কিছু অর্জন আছে সেটা সঠিক সময়ে কাজে লাগানোর টাইম উত্তম ব্যাপার। আর কাজে লাগানোর ক্ষেত্রে অনেক কিছু ধারনা সঠিক জ্ঞান আমাদের অর্জন হয়।যা কখনোই ভুলা যায় না। সবসময় একটা জিনিস ভাবি,আমি যেনো সঠিকভাবে কাজে লাগাতে পারি আমার অর্জিত সব ভালো গুণগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই সেটাই হওয়া উচিত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit