Exploring the Beauty of Saint Martin in Bangladesh

in hive-129948 •  11 months ago  (edited)

যানেন ত বাঙালির কোথাও যাওয়ার পূর্ব প্রস্তুতি হলো ব্যাগ বা সুটকেস ধার করা। নিজেদের যতই ভালো ব্যাগ থাকুক অন্যের কাছ থেকে ধার করতেই হবে। এটাই পরম্পরা আর সেই পরম্পরা ভাঙার কারনে মা এর থেকে এক গাদা কথা শুনতে হলো।

Introvert হওয়ার কারনে বাহিরে বের হওয়ার জন্যও আলাদা করে "কারন" খুঁজতে হয়। যেমন বিশেষ কোন "কারন" না হলে বাহিরে পা দেয়া যাবে না। এ যেন আমার মস্তিষ্কের পরম্পরা। কি এক অসহ্য ঝামেলা,
তারপরেও একটু সাহস করে বাসায় বলেই ফেললাম,
ঘুরতে যাচ্ছি!!, কথাটা শুনে সবার চোখ কপাল এ উঠলো। আমার জন্য এ যেনো আকাশ ছোয়ার ব্যাপার.
আর এখানেই Saint Martin দ্বীপ এর সাথে আমার প্রথম Adventure ।

IMG20230121111130.jpg

Saint Martin কে বাংলায় "নারিকেল জিনজিরা" বলা হয়, , যার অর্থ হলো 'নারকেল দ্বীপ' এবং এটিই বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীর দ্বীপ।

নীল জল সহ সুন্দর বালুকাময় সৈকত, প্রচুর নারকেল গাছ এবং বিশাল প্রাকৃতিক সৌন্দর্য যা চোখ জুড়ানো ব্যাপার।

IMG20230121100455.jpg

IMG20230121113344.jpg

মানসিক শান্তি এমন এক অনুভূতি যা আমরা সকলেই খুঁজে বেড়ানোর চেষ্টা করি, বাংলাদেশের সেন্ট মার্টিন সেই প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা।

মৃদু সমুদ্রের ঢেউ এবং প্রকৃতির প্রশান্তিময় শব্দগুলি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে যা আপনাকে পুনরুজ্জীবিত করার হ্মমতা রাখে ।

সন্ধ্যাকালীন Saint martin এ এক অন্য রকম সৌন্দর্য অনুভব করা যায়। চারিদিক একদম নিস্তব্ধ, মৃদু হাওয়া, সমুদ্রের প্রবল ঢেউ আর সেই সাথে নিজের ভিতরের "আমি" টা যেন সামনে এসে দাড়ায়। আমরা যারা নিজের সাথে সময় কাটাতে পছন্দ করি তাদের জন্য এই সন্ধ্যাকালীন সময়টা দারুণ । Martin সূর্যাস্তের সৌন্দর্য আপনাকে বিস্মিত করবে এ যেন কমলা, লাল,বেগুনি রঙ দিয়ে আকাশকে জড়িয়ে ধরে।

WhatsApp Image 2024-03-19 at 20.34.13_f5934832.jpg

বাংলাদেশের সেন্ট মার্টিনে যখন খাবারের কথা আসে, তখন আপনি বিভিন্ন ধরনের সুস্বাদু স্থানীয় খাবার এর কথা ভাবলেই জিভে জল চলে আসে। এখানের একটি জনপ্রিয় খাবার হল "শুটকি মাচ", এবং "চিংরি মালাই কারি," চিংড়ি তরকারি যা নারকেলের দুধ এবং মশলা দিয়ে রান্না করা হয়।

তবে Saint martin এ আমার সব থেকে পছন্দের খাবার ছিলো গরম ভাত এর সাথে "আলু ভর্তা" আর "বেগুন ভাজা" কি দারুণ স্বাদ,খেয়ে মনে হয়েছে এই প্রথম খাচ্ছি এখান থেকে চলে গেলে এরকম স্বাদের ভর্তা জীবনে আর পাব না। এই ভেবে ৭/৮ টা গোলা নিজেই নিয়ে নিলাম, বাকি tourist রাদিকে এমন নজর এ তাকিয়ে ছিলো মহা অপরাধ করে ফেলছি যা এক হাস্যকর পরিস্থিতি।

আর এখানে আলু ভর্তার সাথে প্রচুর পরিমাণে তাজা সামুদ্রিক মাছ যেমন গ্রিলড মাছ, কাঁকড়া এবং চিংড়ি মাছের স্বাদ সব কিছু মিলিয়ে অসাধারণ

IMG-20230120-WA0027(2).jpg

IMG_20230122_145956.jpg

IMG_20230123_233626.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...