আমার দেখা ভিন্ন জগৎ-(অষ্টম পর্ব)📱 -by @dmaherban||

in hive-129948 •  2 years ago 
সম্মানিত সকলকে আমার দেখা ভিন্ন জগৎ এর ধারাবাহিক পর্বের শুভেচ্ছা এবং অভিনন্দন🕴️
আজকে আমি বিগত দিনের মতো আপনাদের সামনে ভিন্ন জগৎ এর ক্রিয়েটিভ নিদর্শন এবং আমার কার্যক্রম সম্পাদনের নানা দিক সেই সাথে প্রাকৃতিক ও মনোরম পরিবেশের ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করব।
আপনারা অবগত যে একগাদা সম্পদের চেয়ে একটি সুন্দর নাম অধিকতর গ্রহণযোগ্য মনীষীদের কাছে। তাই নামের সাথে কার্যক্রমে প্রাসঙ্গিকতা অবশ্যই থাকতে হবে। এদিক থেকে বিখ্যাত বিজ্ঞানী ও মনিষী ক্যাভেনন্ডিস বলেছিলেন।

A beautiful name is better than a lot of walth. অর্থাৎ একগাদা সম্পদের চেয়ে একটি সুন্দর নাম অধিকতর ভালো।

ভিন্নভাবে তৈরিকৃত এই জগতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে হৃদয়ের উত্তপ্ততা প্রশান্তিতে পরিণত হবে।

IMG_20220905_155335.jpg

Device : Redmi Note 8

what 3words Location

নিস্তব্ধ প্রকৃতির মাঝে শিথিল জল রাশির এক প্রান্তে পুরনো ছবির কারুকার্য মন্ডিত এই নৌকা দর্শনার্থী বিহীন নিরবে নিস্তব্ধ ও প্রকৃতির মধ্যে একাই সৌন্দর্য ছড়াচ্ছে। যা দেখে আমার চিত্তে প্রশান্তির উজ্জ্বল জলরাশির ছোঁয়া অনুভূত হল।

IMG_20220914_152609.jpg

পৃথিবী কতই না সুন্দর আর এর সৌন্দর্য দেখতে হলে, মনের দৈবিক সৌন্দর্যের সাথে বাহ্যিক সৌন্দর্যকে মিলিয়ে প্রকৃতির রূপকে মনের মধ্যে ধারণ করে অন্তর এবং বাহ্যিক চক্ষু দিয়ে এই প্রকৃতির রূপকে অনুধাবন করলে, আপনারাও দেখতে পাবেন প্রকৃতি তার মধ্যে থাকা যত সুন্দর্য তার সবটুকুই আমাদের মাঝে বিলীন করে দিচ্ছে।

IMG_20220914_152518.jpg

প্রকৃতির মধ্যে এই নিস্তব্ধ জলরাশি আবার এর মাঝখানে জেগে ওঠা দ্বীপপুঞ্জ মনের মধ্যে নতুন নতুন অনুভবের বার্তা মন ও মস্তিষ্কের গভীরে পৌঁছে দিতে বাধ্য করে।

IMG_20220914_152339.jpg

যদিও বা এই লোকসমাজ নিজের মনকে প্রশান্তি এবং সেই সাথে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কৃত্রিমভাবে এই কার্যক্রম গুলো করেছেন তার পরেও প্রকৃতি নিজ গুহভরে অতি উত্তম আঙ্গিকে নিজেকে সাজিয়েছেন।

IMG_20220914_152101.jpg

ভিন্ন জগতের ভিন্ন রকম রূপ পরিদর্শন করতে গিয়ে নিজেকে বারবার নতুন ভাবে এবং বিভিন্ন নতুনত্বের সাথে নিজেকে আবিষ্কার করি। কিছুটা কাল্পনিক, কিছুটা আবার বাল্য স্মৃতি বিজড়িত নতুনত্বের মাঝে, মনে হয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের থাবা আমাকে তারুণ্যের শক্তিতে গ্রাস করছে।

IMG_20220914_153021.jpg

IMG_20220914_152823.jpg

IMG_20220914_152757.jpg

যত গভীরে পদার্পণ করি, মনে হয় এর সৌন্দর্যের পরিধি বেড়েই চলেছে। যতদূর দেখি, হৃদয়ে প্রশান্তি নিয়ে আসা প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখের মধ্যে আনন্দের প্রজ্জ্বলিত সৌন্দর্যের বিচ্ছুরণ অনবরত বিস্ফোরিত করছে। আমি বাকরুদ্ধ অবস্থায় দেখেই চলেছি।

IMG_20220914_153238.jpg

IMG_20220914_153124.jpg

IMG_20220914_153105.jpg

IMG_20220914_153048.jpg

বৃহদায়তন জায়গা জুড়ে বিস্মৃত এবং কৃত্রিম ভাবে তৈরিকৃত মন ও মস্তিষ্কের খোরাক হিসেবে বিনোদনের এই জায়গাগুলো মাঝেমধ্যে অদ্ভুত সৌন্দর্য প্রদর্শন করে থাকে।

IMG_20220914_153211.jpg

IMG_20220914_153105.jpg

IMG_20220914_153143.jpg

প্রকৃতিকে এই লোকসমাজ যেমন প্রাকৃতিক এবং কৃত্রিমের মিশ্রণের ফলে বৈচিত্র্যময় যে সৌন্দর্যের আবির্ভাব তা আসলেই দৃষ্টিনন্দন।

IMG_20220914_153455.jpg

IMG_20220914_153436.jpg

IMG_20220914_153257.jpg

বহুমাত্রিক সৌন্দর্যের আলোকে নিজেকে উজ্জ্বলিত করতে এবং নিজের ধ্যান-ধারণা প্রকৃতির মাঝে বিসর্জন করার ক্ষুদ্র প্রচেষ্টা।

IMG_20220914_153658.jpg

বহমান প্রকৃতির পর্যায়ক্রমিক চলমান এবং আমার দেখা ভিন্ন জগৎ এর বহুমাত্রিক রূপ মনের আবেগ দিয়ে ব্যক্তকৃত ভাব গুলো পুনরায়, আপনাদের স্মৃতিতে ধারণ করতে চাইলে, ঘুরে আসতে পারেন আমার দেখা ভিন্ন জগতের পর্যায়ক্রমিক ধাপগুলোতে।
🧞

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(দ্বিতীয় পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(তৃতীয় পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(চতুর্থ পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ (পঞ্চম পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ (ষষ্ঠ পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ (সপ্তম পর্ব)

আজকে এ পর্যন্তই, দেখা হবে আমার দেখা ভিন্ন জগৎ এর ধারাবাহিক পর্বে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই, ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

20220828_214204.png
20220828_230433.png

আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

WhatsApp Image 2022-08-24 at 1.30.17 PM.jpeg

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

294693058_579947456903579_8904683423567108283_n.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজ আপনার ভিন্ন জগতের পোস্টের ফটোগ্রাফি দেখে আমার অনেক পুরনো কিছু স্মৃতি মনে পড়লো ভাইয়া। আমিও ৪ বছর আগে ভিন্ন জগৎ ঘুরতে গিয়েছিলাম। অনেক আনন্দের একটি জায়গা। অনেক ভালো লাগলো ভাইয়া আজকের পোস্টটি দেখে।

Thanks for everything

জি আপু, সময়ের চলমান গতির সাথে তাল মিলিয়ে, বিনোদন কেন্দ্রগুলোর বর্তমান প্রেক্ষাপটের দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলো পুনরায় আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

আপনার দেখা ভিন্ন জগৎ আসলে অনেক সুন্দর । আমি আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার দেখা ভিন্ন দেখা মত অনেক কিছু আছে। ধন্যবাদ এত সুন্দর জায়গায় ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করাব জন্য।

পৃথিবীর সব থেকে সুন্দর এবং সেরা হচ্ছে মানুষ। আর এই মানুষ এবং প্রকৃতি যখন এক হয়ে কাজ করে তখন সেখানে দেখার মতো অনেক কিছুই উদ্ভাবিত হয়। যা আপনার মন্তব্যের মাধ্যমে প্রস্ফুটিত হলো। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাই আপনার দেখা ভিন্ন জগৎ আসলে অনেক সুন্দর। তারপর আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম ভাই আমাদের বাংলা ভাষা কে সম্মান দিয়ে এই পোষ্টটি সাজিয়েছেন। আপনার এই পোস্টটি পরে এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে, হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়ার জন্য।❤️

আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখের মধ্যে দেখতে পেলাম। আপনি যেমন বলেছেন তেমনি অপরূপ ভিন্ন জগত দেখতে পেলাম। প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে পারলাম। আমার কাছে পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগলো। কিছু কিছু ফটোগ্রাফি তো একদম মুগ্ধ হয়ে গেলাম।

পৃথিবীতে সবাই স্বার্থের জন্য আমাদের ব্যবহার করে। কিন্তু প্রকৃতি আদি থেকে অন্ত পর্যন্ত একই ধারায় বহমান। আর যদি কখনো এই প্রকৃতির নীরব ও স্তব্ধতা অনুধাবন করতে পারেন তাহলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে মনের লালিত সৌন্দর্যের সাথে হুবহু মিলাতে পারবেন। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাই সত্যিই অসাধারণ লিখেছেন আপনার লেখাগুলো পড়লে কেন জানি মন থেকে একটা আবেগ সৃষ্টি হয়। ঠিক তখনই মনটা উড়ে যায় প্রকৃতির সেই অসাধারণ রূপ বৈচিত্রের মাঝে। সেসাথে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই অসাধারণ ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আধুনিক এই সমাজের প্রকৃত সুখ প্রকৃতির মধ্যেই বিরাজমান। অনেক সুন্দর মন্তব্য করে মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

ভিন্ন জগৎ আমি অনেক আগে গিয়েছিলাম। এখন দেখি আরো সব কিছু সুন্দর করেছে। বাঘ 🐯 মামার সাথে আমিও ছবি তুলেছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে

ভিন্ন জগতের ভিন্ন রকম প্রকৃতির মধ্যে নিজেকে একসময় লুকিয়ে থাকা প্রশান্তির ছায়াতলে এনেছিলেন শুনে ভালই লাগলো। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।