সেই সাথে সম্মানের উচ্চতর আসনে বসিয়ে শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের নয়ন মনি ও গুরুজন শ্রদ্ধেয় দাদাকে। যিনি এই প্লাটফর্মে মনের ভাবগুলো প্রকাশ করার সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে করে দিয়েছেন। সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি এডমিন ও মডারেটর প্যানেলের সকল ভাই ও বোনদের প্রতি।
আজকে আমি আমার মনের আঙ্গিকে স্বরচিত একটি কবিতা আপনাদের সামনে লিখতে চলেছি।
যদিও আমি কবি নই, তারপরেও কোবির দৈবিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন একটা পরিসরে মনের ভাষায় একটি কবিতা আপনাদের সবার মাঝে শেয়ার করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
কবিতাটির নাম দিয়েছি
নৌকা তুমি একা কেন?
আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, নিজের স্বরচিত কবিতা মনের আঙ্গিকে লিপিবদ্ধ করার ক্ষুদ্র প্রচেষ্টা.......
কে দিয়েছে বাধা।
কত স্বপ্ন ছিল তোমার,
কে করেছে আধা।
তোমার কোলে পাড়ি দিয়ে,
বেঁধেছিল যে ঘর।
তোমার কল খালি করে,
কে তোমায় করেছে পর।
নৌকা তুমি একা কেন?
সঙ্গী কোথায় আজ,
কত স্বপ্ন বেঁধে ছিলে মনে!
কতইনা সেজেছিলে সজ্জিত সাজ।
নৌকা তুমি একা কেন?
চুপ করে রয়েছো কেন?
দিচ্ছনা কেন পাড়ি,
কত অজানা পথ।
নৌকা তুমি একা কেন?
কি হয়েছে তোমার?
মনের মধ্যে কেন ব্যথা?
কে করেছে শূন্য তোমায়,
কে দিয়েছে বাঁধা?
কি নিয়েছে কেড়ে তোমার,
কি ভাবছো আজ।
সবকিছু আজ ছিন্ন করে।
রয়েছো দূর পানে?
কে করেছে তোমায় বাঁধনহারা,
তাতে কি পেয়েছে সুখ।
তোমার বাঁধন ছিন্ন করে,
সে কি পাবে তার বাঁধন ফিরে?
তোমায় নিয়ে কতজন দিয়েছে পাড়ি,
তুমি দেখিয়েছো কত অজানা পথ।
তোমার পথ শূন্য করে,
সেও একদিন ভুলবে তার পথ।
সবকিছুর সময় আছে,
বুঝবে সময় হলে।
কি হয়েছে নৌকা তোমার?
আজ থাকোনা চুপ করে।
মন্তব্য: লেখক কবিতাটি লিখেছে তার নিজের মনের ভাষায় এবং যতোটুকু সম্ভব নৌকার একাকীত্ব ও অসহায়ত্ব ফুটিয়ে ওঠার চেষ্টা করেছে।
নৌকার মতো মানুষের জীবনটাও সব জায়গায় বিরাজমান। একসময় নৌকার মতো পরের উপকার সাধন ও যৌবনের প্রবল উচ্ছ্বাসে নিজের সবটুকু বিসর্জন দিয়ে নৌকার মতো মানুষ পাড়ি জমায় এক দেশ থেকে আরেক দেশ। সমস্ত জীবনে কত না জায়গায় পাড়ি দিতে হয়েছে।
শেষ পর্যন্ত নৌকা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যার অস্তিত্ব খুবই নগণ্য। তাই নৌকার মতো বহমান জীবনের চলমান পরিস্থিতির উপর মানুষ তার সাধারণ কার্য পরিচালনা করে থাকে। মানুষের জীবনকে এ সময় নৌকার মতো অন্তিম পর্যায়ে পৌঁছানোর আগে। নিজের কর্মগুলোকে এখনই কাজে লাগার সব থেকে উপযুক্ত সময়। তাই সময়কে কাজে লাগান। তাহলে ভবিষ্যৎ অতি উজ্জ্বল এবং পীড়াদায়ক জীবনের অন্তিম মুহূর্তগুলো অবশ্যই সুদিন দেখবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা ও এই প্লাটফর্মের সবার জন্য অনেক ভালোবাসা।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনি বলেছেন যে আপনি কোন কবি নয় তবে আমি মনে করি আপনি এত চমৎকার একটি কবিতা লিখেছেন যে এরকম ভাবে যদি প্রতিনিয়ত কবিতা লিখতে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনি কবি হয়ে যাবেন। নৌকাকে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন এই কবিতাটি পড়ে বুঝতে পারলাম নিজের স্বাধীনতা এখানে প্রকাশ পেয়েছে। মানুষ একাকীত্ব উপভোগ করে নিজের স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য নৌকাটি এখানে একাকিত্বের স্বাধীনতায় বিরাজমান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুবাদ ভাইয়া আপনার এত সুন্দর প্রশংসনীয় মন্তব্যের জন্য। মন্তব্যটি অত্যন্ত সুন্দর ও রুচিশীলতায় ভরপুর ছিল। আপনার মন্তব্য আসলেই প্রশংসনীয়। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের সম্পূর্ণ জীবনকে একটি নৌকার সাথে তুলনা করে চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইন অনেক গভীর অর্থ বহন করে। ঠিকই বলেছেন আপনি নিজের কর্মগুলোকে আমাদের এখনই কাজে লাগানো উচিত। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার এবং বাস্তবমুখী একটি কবিতা শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর মন্তব্যের জন্য। মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি নিজেকে কবি দাবি না করলেও আমার কাছে আপনি সৃষ্ট একজন কবি, আপনার কবিতাটি যতই পড়লাম ততই পড়তে আরো ইচ্ছে করছে সুন্দর এবং ছন্দ গুলো মিলিয়ে এত সজ্জিত ভাবে কবিতাটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে প্রশংসা না করে থাকতে পারছি না। আমার মনের অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার ভালোবাসা ও শ্রদ্ধা ভরে ভক্তির সাথে সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্যটি আমাকে অনেক ভালো লেগেছে। আপনার জন্য ভালোবাসা ও এই প্লাটফর্মে আপনার অস্তিত্বকে যেন আজীবন ধরে রাখতে পারেন সেই সাথে এখান থেকে আপনার জীবন সুন্দর ও সাছন্দ্যময় হয় এই কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর করে নৌকা তুমি একা কেন কবিতা লেগেছেন। সত্যি একদম অসাধারণ। মানুষের সাথে নৌকার মিল রেখে খুব সুন্দর করে কবিতা লিখেছেন আপনি। নোকা নিয়ে কবিতা লিখেছেন তা মানুষের বাস্তবের সাথে অনেক মিল। আপনি অনেক অসাধারণ ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার সুন্দর মন্তব্যর মাধ্যমে আপনার সুন্দর পরিচয় ও সুন্দর মন মানসিকতার চিত্র আপনার মন্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। আসলে মন্তব্য এত সুন্দর করে করা যায় আপনার মন্তব্যে পড়ে বুঝতে পারলাম। এত সুন্দর মন্তব্য করেছেন যা আমার হৃদয়কে স্পর্শ করল। সুন্দর এবং হৃদয় স্পর্শী মন্তব্য করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit