আমার দেখা ভিন্ন জগৎ-(ষষ্ঠ পর্ব)🥺 -by @dmaherban|| ১০%shy-fox এর জন্য।

in hive-129948 •  2 years ago  (edited)
সম্মানিত ফাউন্ডার আমাদের সবার প্রিয় দাদা এবং সকল এডমিন প্যানেল ও সর্বস্তরের ব্লগার ভাই ও বোনদেরকে ২০ ও ২১ তম ব্যাচ এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।💞
আপনারা বিশেষভাবে অবগত যে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা সদ্য ২০ এবং ২১ তম ব্যাচ স্কুল লেভেল এর সব শৃঙ্খল ভেঙে নিজেদের যোগ্যতা প্রমাণ করে, আমরা সবেমাত্র ভেরিফাইড মেম্বার হয়েছি। এজন্য আমি, অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্কুল জীবনের প্রথম প্রফেসর @ayrinbd আপুকে কারণ তিনি আমাদের স্কুল জীবনের প্রথম পদ প্রদর্শক। তিনি আমাদের প্রথম লেভেলের আনুষঙ্গিক কার্যক্রম গুলো, খুব সুন্দর ভাবে এবং অত্যন্ত স্নেহশীলতার সাথে, আমাদের সকলকে সামনের পথ দেখিয়েছিলেন। এরপরের থেকে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে সকল লেভেলের প্রফেসরগণ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের ক্লাস গুলো নিয়েছিলেন এবং এতটাই সহজবদ্ধ ভাবে উপস্থাপন করেছিলেন যাতে আমরা সকলেই অনুধাবন করতে পারি। এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল।❤️❤️

আমাদের অভিভাবক হিসেবে, আমাদের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিয়েছেন এবং শিখিয়েছেন। তাই এতদিনে, আমাদের কোন ভুল হলে তা স্কুল জীবনে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। কিন্তু আমি এখনো আশা করব, আপনাদের সুদৃষ্টি সর্বক্ষণিক এখনও আমাদের উপর থাকবে। আপনারা ছিলেন আমাদের জীবনে চলিত পথের পথ প্রদর্শক। আমি আশাবাদী এখন এই সুবিসাল সমুদ্রে আমরা সকলেই ছোট্ট তরী বেয়ে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করব। তবে আপনারা আমাদের প্রফেসর হিসেবে আমাদের এই ছোট্ট তরী, যেন সুবিশাল সমুদ্রে ডুবে না যায়, সেদিকে আমাদের অভিভাবক হিসেবে লক্ষ্য রাখবেন।

আজকে আমার দেখা ভিন্ন জগৎ এর পর্যায়ক্রমে চলমান কার্যক্রম এর ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে আজকে একটু মনে বিষন্নতা কাজ করছে। কারণ আমি ভেরিফাইড হলাম, তাই সামান্য ভুল ত্রুটিও আপনাদের চোখে আমার করা এই পোস্টটিকে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

যাই হোক আপনাদের দেওয়া শিক্ষার আলোকে, কাজে লাগিয়ে ভেরিফাইড হওয়ার পরে আমার প্রথম পোস্ট আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা।

ভিন্ন জগতের এই বিনোদন ও পর্যটন কেন্দ্রটি বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত। আমি ভিন্ন জগৎ সম্পর্কে এবং ভিন্ন জগতের ভিন্ন রকম অনুভূতি নিয়ে বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা চাইলে পূর্বের পোস্টগুলো দেখে ভিন্ন জগৎ সম্পর্কে বিভিন্ন রকম অনুভূতি, অনুধাবন করতে পারেন।📍

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(দ্বিতীয় পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(তৃতীয় পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ-(চতুর্থ পর্ব)

👉 আমার দেখা ভিন্ন জগৎ (পঞ্চম পর্ব)

আমি আপনাদের সামনে আমার দেখা ভিন্ন জগৎ এর পর্যায়ক্রমে চলমান পোস্ট গুলিতে আলোচনা করেছি। ১০০ একর জমির মধ্য বৃহদায়তন জায়গা জুড়ে, বিসৃত এই পর্যটন শিল্প, এখানে রয়েছে দেখার মত কৃত্রিম ভাবে তৈরি কিছু অদ্ভুত নিদর্শন। এর মধ্যে, বহুল পরিচিত ও আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ভৌতিক এ জগত যা ভূতের জগত হিসেবে পরিচিত।
বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এবং বহির বিশ্বে যুদ্ধ বিধ্বস্ততার কারণে দেশের অভ্যন্তরে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে, বিনোদন কেন্দ্রগুলোতে আগের মত বিনোদনপ্রেমী মানুষজন কমে গেছে। এমতাবস্থায় লোডশেডিং এবং এসব কার্যক্রম চালু রেখে ভিন্ন জগতের মালিকপক্ষের সাধারণ ব্যয় ওঠাতে হিমশিম। এমতা অবস্থায় ভূতের জগতে অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রয়েছে। আমি শুধু বাহির থেকে পর্যবেক্ষণ করলাম এবং দৃষ্টিনন্দন দৃশ্যটি আপনাদের চোখের সামনে উদ্ভাসিত করলাম।

IMG_20220902_000112.jpg
Device : Redmi Note 8
what 3words Location

অদ্ভুতভাবে প্রদর্শিত ভুতের জগতের ভিতরে দেখার মত, ভৌতিক অনেক কার্যক্রম বিদ্যামান। ভূতের জগতের সমস্ত কার্যক্রম বন্ধ থাকার কারণে আপনাদের সামনে ভেতরের দৃশ্য ধারণ করতে পারলাম না।

IMG_20220902_000323.jpg
Device : Redmi Note 8
what 3words Location

অনেক দূর থেকে অদ্ভুতভাবে তৈরিকৃত ভূতের মাথাটি যেন মাটি ফেটে বের হয়েছে।

IMG_20220902_000147.jpg
Device : Redmi Note 8
what 3words Location

একটু দূর থেকে দেখতে প্রাকৃতিক দৃশ্যর সাথে ভূতের এই মস্তক এবং ভৌতিক কার্যক্রম সকলের সামনে অদ্ভুতভাবে প্রদর্শিত হচ্ছে, বহু বছর ধরে।

IMG_20220902_000323.jpg
Device : Redmi Note 8
what 3words Location

আমি প্রথমবার যখন ভিন্ন জগৎ এসেছিলাম তখন এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারিনি। কারণ সে সময় আমি ছাড়া, কাউকে দেখানোর মত কোন প্লাটফর্ম ছিল না। আজকে আপনাদের সামনে এসব বিষয়ে শেয়ার করব বলে সম্পূর্ণ ভিন্ন জগৎ একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। সেই সাথে প্রতিটি কার্যক্রমের সঙ্গে নিজেকে অন্তর্ভুক্ত করলাম

IMG_20220902_111956.jpg
Device : Redmi Note 8
what 3words Location

অদ্ভুত এই ভূতের ভৌতিক কার্যক্রম দেখার জন্য, দূর দূরান্ত থেকে আশা অনেক দর্শনার্থী, যে গেট অতিক্রম করে। সেই গেটের সামনে রয়েছে বিশাল আকৃতির দুইটা বাঘের কৃত্রিম ভাবে তৈরি কৃত প্রতিচ্ছবি যা অদ্ভুতভাবে প্রদর্শিত।

IMG_20220902_000206.jpg
Device : Redmi Note 8
what 3words Location

বহুদূর থেকে আসা দর্শনার্থীদের ভিন্ন জগৎ- এর প্রতিটি বিষয় এখানকার উপস্থিত দৃশ্যমান কৃত্রিমভাবে তৈরিকৃত ও প্রদর্শিত সবকিছুই যেন এক অপরূপ সৌন্দর্য ও অনুভূতির আদলে মনকে প্রভাবিত করে।

IMG_20220902_000227.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000535.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000455.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000430.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000354.jpg
Device : Redmi Note 8
what 3words Location

১০০ একর জায়গার উপর নির্মিত বিশাল আয়তনের এই ভিন্ন জগৎ-এ চলিত পথে, আপনাদের চোখের সামনে প্রদর্শিত হবে একের পর এক, সৌন্দর্যমন্ডিত এক এক ধরনের, কৃত্রিমভাবে প্রদর্শিত সৌন্দর্য। ঠিক তেমনিভাবে চলিত পথে দেখতে পেলাম দৃষ্টিনন্দন এই সুইমিং পুল। যদিও কয়েক বছর আগে এই সুইমিং পুলগুলোকে ঝরনা দিয়ে অনেক সুন্দর ভাবে প্রদর্শন করা হতো। এখন এখানে রয়েছে বিভিন্ন ধরনের, বেশ কয়েকটি রঙিন মাছ। যার চিত্র আপনাদের সামনে প্রদর্শন করলাম।

IMG_20220902_000626.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000609.jpg
Device : Redmi Note 8
what 3words Location

IMG_20220902_000257.jpg
Device : Redmi Note 8
what 3words Location

বর্তমানে ভিন্ন জগৎ দেখার জন্য অনেক দর্শনার্থী বিলুপ্ত হয়ে গেছে হয়তোবা সে কারণেই ভিন্ন জগতের, বিভিন্ন ভাবে আনন্দ দেওয়ার জন্য তৈরি কৃত এইসব দোলনা গুলোর মন খারাপ মনে হচ্ছে।

IMG_20220902_000700.jpg
Device : Redmi Note 8
what 3words Location

যাইহোক আমার ক্ষুদ্র মস্তিষ্ককে ব্যবহার করে, আমার অনুভূতিগুলো আপনাদের সামনে ভিন্ন জগতের ভিন্ন রকম অনুভূতিগুলো উন্মুক্ত করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি মাত্র। আজ এ পর্যন্তই, আপনারা সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে, আমার দেখা ভিন্ন জগৎ-এর সপ্তম পর্বে।

ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

20220828_214204.png
20220828_230433.png

আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

WhatsApp Image 2022-08-24 at 1.30.17 PM.jpeg

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

294693058_579947456903579_8904683423567108283_n.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ভিন্নজগতে অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগছে। সত্যিই ভিন্নজগতের ভিতরে পরিবেশ অনেক সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ভাস্কর্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম শুভকামনা রইল।

জ্বী ভাইয়া ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।

ভিন্ন জগতে আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রথম ফটোগ্রাফি টা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। হঠাৎ করে কোন জিনিস দেখলে আসলে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ঠিক তেমনি আমার মাঝে সৃষ্টি হয়েছিল। যখন ভিতরে ঢুকলাম তখন সেটা একেবারেই কেটে গেল। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া তার সাথে সুন্দর সময় কাটিয়েছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনার কমেন্টে প্রথম প্রথম আমিও আতঙ্কিত হয়ে গেলাম ভাবলাম সত্য সত্যই কি ভয়টা কাটছে কিনা। দুই তিন লাইন পড়ার পরে যখন আপনার আতঙ্ক কেটে গেল তখন আমিও আশ্বস্ত হলাম। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আপনার মন্তব্যটি আমাকে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আসলে জায়গায় টা অনেক সুন্দর। আর সুন্দর করে ফুটিয়ে তুলছেন আপনার ফটোগ্রাফি মাধ্যমে জায়গা অপরুপ সৌন্দর্যকে। ধন্যবাদ এত সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে জায়গায় টা অনেক সুন্দর। আর সুন্দর করে ফুটিয়ে তুলছেন আপনার ফটোগ্রাফি মাধ্যমে জায়গা অপরুপ সৌন্দর্যকে।

ধন্যবাদ আপু আপনার মনমুগ্ধকর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।