বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন||১০% লাজুক-খ্যাঁক

in hive-129948 •  3 years ago 

IMG_20210929_094242.jpgwhat3words location

IMG_20210929_132546.jpgwhat3words location

আসসালামু আলাইকুম

স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশাকরি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে চলেছি, তা হলো-

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন ডোজ||১০% লাজুক-খ্যাঁকের জন্য

আশাকরি আমার পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে।

দেরি না করে আলোচনা শুরু করে দেয়া হলো -

IMG_20210929_094307.jpgwhat3words location

বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃওয়াজেদ মিয়ার সহধর্মীনি,আমাদের রংপুরের পীরগঞ্জের পুত্রবধু শেখ হাসিনা ওয়াজেদ এর ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৭৫ লক্ষের উপরে করোনা ভাইরাস টিকা ডোজ প্রদান করবেন।

man-5708680_640.jpgSource

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর ফরিদপুর জেলায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেই জন্মদিন উপলক্ষে সারাদেশে ৮০ লক্ষ লোকের জন্য করোনা ভাইরাস টিকা ডোজ ক্যাম্পেইনের আয়োজন করেন দেশে ৪৬০০ টি ইউনিয়নে।

IMG_20210929_094253.jpgwhat3words location

গতকাল মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ সারাদেশে এই বিশেষ টিকা প্রদান করা হয়।প্রতিটি ইউনিয়নে গড়ে ১৭৩৯.১৭ টি টিকা পাওয়ার কথা।কিন্তু এতোগুলো টিকা দেয়া হয়নি।

IMG_20210929_094230.jpgwhat3words location

আমাদের ইউনিয়নের মতো একটি বৃহত্তর ইউনিয়ন, সেখানে মাত্র ১৫০০ টিকা পেয়েছেন।তাহলে অন্যান্য ইউনিয়নগুলোতে আরো কম পেয়েছে। এতো অল্প টিকার সংখ্যা দিয়ে কিভাবে সামাল দিবেন জনগণকে।

IMG_20210929_094146.jpgwhat3words location

আমাদের ইউনিয়নে তো প্রচুর লোকের সমাগম।কিন্তু টিকা তো অল্প।আর অনলাইনে রেজিষ্ট্রেশন ছাড়া কাউকে আজকের ডোজ দেয়া হচ্ছে না।কিন্তু এদিকে আবার অনলাইনে রেজিষ্ট্রেশন বন্ধ করা হয়েছে।

IMG_20210929_094115.jpgwhat3words location

টিকা গ্রহণকারিদের লাইন ইউনিয়ন পরিষদ থেকে মেইন রোড পর্যন্ত ৪০০ মিটার দৈর্ঘ্যের দুটি লাইন লোক দাঁড়িয়েছে। আমার মনে হয় সবাইকে দিতে পারবেন না।

IMG_20210929_094134.jpgwhat3words location

লাইনের জনগণকে জিজ্ঞেস করলাম যে তাঁদের কোভিড-১৯ টিকা রেজিস্ট্রার করছেন কি না বা কার্ড আছে কিনা? একবাক্যে সবাই উত্তর দিলেন,হ্যাঁ আছে।

IMG_20210929_094107.jpgwhat3words location

কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন ছিল গতকাল।কিন্তু গতকাল হাটের দিন হেতু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিখ করছে আজকে। অর্থাৎ ২৯ সেপ্টেম্বর, ২০২১ ইং রোজ বুধবার।

IMG_20210929_094214.jpgwhat3words location

কোভিড-১৯ টিকা ডোজ ক্যাম্পেইন উপলক্ষে টিকা প্রদানকারী কর্মকর্তা-কর্মকারী ৮০ হাজার লোক নিয়োগ করেছে সরকার। যেন ঠিকঠাকভাবে টিকা প্রদান করতে পারে।

IMG_20210929_132420.jpgwhat3words location

করোনা ভাইরাস টিকা ডোজ প্রদানকারীদের জিজ্ঞেস করলাম "এটা কয়দিন চলবে বা কয়টা পর্যন্ত চলবে"? উনারা বললেন " এই ক্যাম্পেইন শুধু আজকের জন্য।১৫০০ টিকা যতক্ষন না শেষ হবে,ততক্ষণ অব্যহত থাকবে"।

IMG_20210929_132549.jpgwhat3words location

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
লোকেশন২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ,পীরগঞ্জ,রংপুর,বাংলাদেশ
ক্যাটাগরিকোভিড-১৯ টিকা

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর আপনার আর্টিকেলটি একদম ইউনিক ছিল আপনি নিজের দক্ষতা দিয়ে পরিবেশন করেছেন আপনার জন্য শুভকামনা রইল আরো অনেক ব্যস্ততার মাঝে মনে হচ্ছে মানুষকে টিকা দিচ্ছে

অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

টিকা নিন সুস্থ সুন্দর থাকুন । শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ।