"ভাইজান খবর একখান,খবর একখান,দেরি হইয়া য়ায়।,,,,,,,একটা হলো রমজানের ঈদ আর একটা কোরবান"- আরসি কোলার এই বিজ্ঞাপনটি টিভিতে দেখলেই মনে হয় যে ঈদ এসেছে।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির কতৃপক্ষ,সদস্য ও স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো,তাই না? আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।
আসছে আগামী ১০ জিলহজ্ব, ১৪৪২ হিজরী, ৬ শ্রাবণ,১৪২৮ বঙ্গাব্দ, ২১/০৭/২০২১ ইং রোজ বুধবার বাংলাদেশের মুসলিম উম্মার জন্য আনন্দের দিন পবিত্র ঈদ-উল-আযহার দিন পশু কুরবাণীর দিন।
বেশ কয়েকদিন থেকে মুসলমানরা অনেক ব্যস্ত পশু কেনা কাটার জন্য, হাজার হলেও ঈদ বলে কথা।
ঈদ সম্পর্কে ছোট্টকালের অনুভূতির কথা একটু বলি-
ঈদের পূর্বের রাতটি কথা বলি-এই রাতটি আর শেষ হয় না, ভোর আর আসে না, মুয়াজ্জিন ফজরের আযান আর দেয় না,সারারাত ঘুম হয় না, রাত আর পোহায় না।
কখন যে রাত শেষ হবে,আর কখন ঈদের পোষাক দেখাদেখির চলবে।
সকালে ঈদের পোষাক বন্ধু বান্ধবদের দেখাব, কার কতো ভালো পোষাক,কাকে কতো ঈদের পোষাকে স্মার্ট দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি।
আর ঈদুল আযহার নামাজের পর যখন কুরবাণীর গরু জবাই করে ,গরুর পেটের ভিতরের পর্দাগুলো দিয়ে ভাঙ্গা মাটির পাতিলের মাথায় বসিয়ে দিয়ে রোদে শুকিয়ে ঢোল বানানো যেত, যা বাজিয়ে ঈদের দিনে আনন্দ প্রমোদ করা হতো।
ঈদের দিনের গরুর মাংস দিয়ে খেয়ে দেয়ে প্রতিবেশি বন্ধুরা সবাই মাঠে গিয়ে পয়সা দিয়ে "লই লই" খেলতাম।
তখন সর্বনিম্ন কয়েনের মুদ্রা ছিল লাল ভারি পাঁচ পয়সা এবং লাল খাঁচকাটা দশ পয়সা।
সাধারনত দশ পয়সার লাল ভারি কয়েনগুলো দিয়ে লই লই খেলতাম।
লই লই খেলাটি হলো-
একজন পয়সাটি মাটিতে একটি নিদিষ্ট জায়গায় নিক্ষেপ করে, একই স্থান থেকে প্রতিপক্ষ আর একটি কয়েন দিয়ে ঐ কয়েনের উপর ফেলাতে পারলে, প্রতিপক্ষ বাজিতে জিতে যাবে।
আর কয়েনের উপর না ফেলাতে পারলে হেরে যাবে।
তখন তাকে ঐরুপ আর একটি কয়েন বা কাগজের মুদ্রা দিতে হবে।
ঐ খেলাতে হাতের মুষ্টিতে বাজি অংক ধরা হয়।তখনকার সময় আমরা মুষ্টি বাজিতে সর্বোচ্চ পঁচিশ পয়সা বা মুদ্রা বা কয়েন ধরা হতো।
বাজিতে যে বেশি পয়সা কামাতে পারবে,সে সবাইকে বাদাম বা চকলেট বা লেবু সুইট বল খাওয়াতো।
এভাবে শৈশব কালের ঈদের দিন বেশ আনন্দে অতিবাহিত হতো।
আপনাদের এরকম অনুভুতি ছোটবেলায় হতো কি না জানি না বা স্মরণ আছে কি না জানি না।
তবে আমার পুরা স্মৃতিগুলো এখনো মনে আছে।
তো বন্ধুরা এতোক্ষণ ধৈর্য্য ধরে থেকে আমার ছোটবেলার অনুভূতিগুলো সঙ্গে আপনাদের অনুভুতিগুলো মিলানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আলোকচিত্র সংগ্রহ
আলোকচিত্র | এন্ড্রোয়েড ফোন ক্যামেরা |
---|---|
ফোনের নাম ও মডেল | সিম্ফনি আই টেন |
লোকেশন | পীরের হাট মাদ্রাসা মাঠ,পীরগঞ্জ, রংপুর,বাংলাদেশ |
তারিখ | ১৭/০৭/২০২১ |
সময় | বিকাল ৪ ঘটিকায় |
ধন্যবাদান্তে
@doctorstrips