স্ব-রচিত কবিতা"প্রকৃতির স্বভাব"|১০% লাজুক-খ্যাঁকের জন্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

IMG_20211025_091130.jpg

আসসালামু আলাইকুম।

একমাত্র বাংলায় ব্লগিং করার কমিউনিটি "আমার বাংলা ব্লগ" এর সুপ্রিয় এডমিনবৃন্দ,মডারেটরবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশাকরি আপনারা অনেক ভালো আছেন সুন্দর জীবনযাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে যা ভাগ করে নিতে যাচ্ছি, তা হলো-

স্ব-রচিত কবিতা"প্রকৃতির স্বভাব"|১০% লাজুক-খ্যাঁকের জন্য বরাদ্দ।

তো আরম্ভ করে দেয়া যাক-

IMG_20211025_091158.jpg

প্রকৃতির স্বভাব

দিন যায় ক্ষন যায়,
বেগে যায়,
নাই রয় দাঁড়িয়ে
প্রকৃতি কারো নয়,
ধেয়ে চলে দ্রুত চলে,
যুগে যুগে বছর সালে।

============

আগেকার প্রকৃতির খেলা,
ছিল শান্ত শিষ্ট,নম্র ভদ্র,
ছিল বন্যা,ছিল খরা,
ছিল শীত,ছিল গরম,
ছিল কাদা,ছিল ঘন বর্ষা,
ছিল কুয়াশার চরম মেলা।

==============

তখনকার দিনে প্রকুতির তৈরি,
খাদ্যে ছিল না কোন ভেজাল,
ছিল একদম খাটি ও নির্ভেজাল,
ছিল না খাদ্যে কোন ক্যামিকেল,
ছিল না খাদ্যে রাসায়নিক প্রভাব,
ছিল না বিশুদ্ধতার অভাব।

==============

মাঠভরা ফসল ছিল জল ভরা নদী পুকুর,
ফলে ফলে ভরা ছিল বৃক্ষোরাজি,
গোয়াল ভরা গরু ছিল,দীঘি ভরা মাছ,
নদী পুকুরে মাছ ধরতাম খালি হাতে,
সেই মাছ রান্না করে মজা করে খাইতাম,
কই,চোপড়া,বালিয়া,খাঁকল্যা আর বাইম।

==================

নেই আর আগের মতো বিশুদ্ধ বায়ু,
নেই তো ভেজালমুক্ত শস্য,
নেই কো খাটি ফলমুল,
নেই খাটি গাভীর দুগ্ধ,
নেই যে খাটি গবাদি মাংস,
নেই তো খাটি মৎস্যকুল।

===================

কিন্তু বর্তমান যা পাচ্ছি যা খাচ্ছি সবি মেকী,
সবিই তো এখন রাসায়নিক যুক্ত,
সবেই ভরা ক্যামিকেল যুক্ত খাদ্য,
সব তো প্রকৃতির চালচলন,
প্রকৃতির চলমান প্রভাব,
এসবিই তো প্রকৃতির স্বভাব।।

IMG_20211025_091044.jpg

আলোকচিত্রের বর্ণনা-

ধারণকৃত ডিভাইসএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকবিতা
ফটোগ্রাফার@doctorstrips
লোকেশনভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words addresshttps://w3w.co/sufferer.backfiring.trailers

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই কন্টেন্টটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই কি বলবো আপনার কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ও চমৎকার ছিল। কবিতাটি যদি আবৃত্তি করে আমাদের একটু শোনাতেন তবে মনে হয় বিষয়টা আরেকটা মাত্রা যোগ হত। তারপরে বলবো অনেক সুন্দর হয়েছে। শুভকামনা আপনার জন্য

অনেক সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার কবিতার প্রতিটি লাইনি মনোমুগ্ধকর। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কবিতাটি।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মুল্যবান মতামত দেয়ার জন্য।

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ,ভাই। কবিতার প্রতিটি লাইনি মনোমুগ্ধকর। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কবিতাটি।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।

ভাইয়া আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে।

আগেকার প্রকৃতির খেলা,
ছিল শান্ত শিষ্ট,নম্র ভদ্র,
ছিল বন্যা,ছিল খরা,
ছিল শীত,ছিল গরম,
ছিল কাদা,ছিল ঘন বর্ষা,
ছিল কুয়াশার চরম মেলা।

কবিতার এই জায়গাটা খুব ভালো লেগেছে।
এখন যেনও কিছুই নেই,
ছয় ঋতুর দেশ বাংলাদেশ এখন তা মনেই হয় না।

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু মুল্যবান মন্তব্য করার জন্য।

আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন দেখছি। আপনারা লেখা সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ

অসম্ভব সুন্দর ছিলো, শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

প্রকৃতির স্বভাব নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।

দিন যায় ক্ষন যায়,
বেগে যায়,
নাই রয় দাঁড়িয়ে
প্রকৃতি কারো নয়,
ধেয়ে চলে দ্রুত চলে,
যুগে যুগে বছর সালে।

আপনার কবিতার প্রথম অংশ টুকু বেশি ভালো লেগেছে। সময়ের সাথে সাথে সবকিছু তাল মিলিয়ে চলছে।পৃথিবীও তার কক্ষ পথে ঘূর্ণনায়মান অবস্থায় বিরাজমান। তাই পৃথিবীর সবকিছু আপেক্ষিক ভাবে গতিশীল। খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি। শুভকামনা রইল আপনার জন্য।

খুব সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

নেই আর আগের মতো বিশুদ্ধ বায়ু,
নেই তো ভেজালমুক্ত শস্য,
নেই কো খাটি ফলমুল

আসলেই আগের মতোই কিছুই নেই। আগে সবকিছু কতো সুন্দর বিশুদ্ধ ছিলো, টাটকা ছিলো কিন্তু যতদিন যাচ্ছে ততই সবকিছু খারাপের দিকে যাচ্ছে৷ খুব বেশি যৌক্তিক কবিতা লিখেছেন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

প্রকৃতিকে নিয়ে আপনার লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে। বাস্তব সব চিত্র আপনার কবিতার মাঝে ফুটে উঠেছে।

নেই আর আগের মতো বিশুদ্ধ বায়ু, নেই তো ভেজালমুক্ত শস্য, নেই কো খাটি ফলমুল, নেই খাটি গাভীর দুগ্ধ, নেই যে খাটি গবাদি মাংস, নেই তো খাটি মৎস্যকুল।

এই লাইন গুলো একদম বাস্তব বা চিরন্তন সত্যও বলা যায়।

এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য

প্রকৃতির স্বভাব নিয়ে খুবই চমৎকার একটি বাস্তব ভিত্তিক কবিতা লিখেছেন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে শুভকামনা আপনার জন্য♥!♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার মুখে সোনা ফলুক আপু।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার স্বরচিত কবিতা আমার খুব ভালো লেগেছে। আসলেই একটা সময় প্রকৃতি কত সুন্দর ছিল। ঋতুর নিয়মানুবর্তিতা হতো। কিন্তুপৃথিবীর অবস্থা করুন। আমাদের মুক্ত বাতাসেও আজকাল বিষাক্ততার ছড়াছড়ি। বাস্তব সম্মত একটি কবিতা লিখেছেন।

অনেক সুন্দর ও মুল্যবান কমেন্টস করার জন্য ধন্যবাদ আপু।

আপনার কবিতায় প্রকৃতির চরম বাস্তবতা তুলে ধরেছেন। আনাদের জন্যই প্রকৃতি ক্ষতির মুখে পরেছে।আমরা নানা কারনে অকারনে প্রকৃতি নষ্ট করছি।ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য।