আশা করি স্টিমিট পরিবারের সবাই ভাল আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায়। আমি ও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে আজকের দিনটা আমার কেমন কেটেছে তা শেয়ার করবো
আশা করি সবাই ভালো আছেন।আর দেরি না করে শুরু করা যাক।
সকাল ৮ ঘটিকায় ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলাম কারণ আজকে আমার ক্লাস ছিল। সাধারণত আমার রবিবারে এবং বুধবার ক্লাস থেকে থাকে মাঝে মাঝে অন্য দিন এক্সট্রা ক্লাস বা মেকআপ ক্লাস থাকে। আমি এবং আমার আরাফাত হাসান সৌনক সব সময় একসাথে ভার্সিটি যাই । তাই সকালে আমি রেডি হয়ে বন্ধুকে কল দিলাম একসাথে যাওয়ার জন্য। আনুমানিক ১১ টায় আমরা ভার্সিটি পৌছালাম রাস্তায় অনেক যানজট ছিল। কারণ রবিবার বাংলাদেশের সকল অফিস আদালত এবং সরকারি-বেসরকারি অফিস খোলা থাকে। ব্যস্ততম নগরীর বনানী ওভার ব্রিজ থেকে একটি ছবি নিলাম।
যা আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকে আমার দুইটা বিষয়ের উপর পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা টি ছিল পদার্থবিজ্ঞান এবং দ্বিতীয় পরীক্ষা টি ছিল ম্যাথমেটিক্স এর উপর।
আমার প্রথম ক্লাস ছিল সকাল ১১:১০ মিনিটে এবং বিষয় ছিল পদার্থবিজ্ঞান । সেদিন আবার আমার তৃতীয় সেমিস্টারের প্রথম সিটি পরীক্ষা ছিল এ বিষয়ের উপর। ম্যাম আমাদের ২০ নম্বরের উপর একটি পরীক্ষা নিলেন যার সময় ছিল 40 মিনিট।পরীক্ষাটি মোটামুটি ভালো-খারাপের উপর গেল।
দ্বিতীয় পরীক্ষাটি আমার ১২:৪০ এ শুরু হয়। ম্যাথ এর উপর সিটি আমার খুবই ভালো হয়।মোটামুটি স্যার যে বিষয়গুলো পড়িয়েছিলেন ক্লাসের মধ্যে সেগুলো মধ্যে
প্রশ্ন করেছিল তাই উওর করতে আমার আর বেশি সময় লাগলো না।আমার ক্লাস শেষ হয় ১.৫০ এর দিকে কেন্টিন এ এসে দেখলাম
আমার বন্ধু শাহাদ এর সাথে দেখা হয়। আমরা দুজনে ভার্সিটির সামনে ক্যাফে নেপচুনে এসে সিঙ্গারা খেলাম। ক্যাম্পাসে ফিরে এসে আমরা গ্যলারি অর্থাৎ প্রথম ফ্লোরে বসে দুইজনে কিছুসময় অনলাইন গেম খেললাম।তারপর আমার ৩:১০ থেকে ইলেকট্রিক্যাল সার্কিট ক্লাস ছিল যা আমি করতে যায়।
আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেডইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর
একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবংনতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।
ক্লাস চলাকালীন সময় থেকে মাঠ থেকে অনেক শব্দ আসছিলো তখন দেখলাম মাঠে খেলা চলছিল।ম্যাচ টা মূলত আন্ত ভার্সিটির মধ্যে ছিল। প্রতিপক্ষ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । তাদের টিম টা তেমন ভালো ছিলো না ডিফেন্স ছিল অনেক সহজ ভেদ্য। তাই স্কের ছিল ৩-৬ তিন গোলের ব্যাবধানে আমাদের
ভার্সিটির টিম বিজয় ছিনিয়ে আনে আমরা সকলে অনেক খুশি ছিলাম।আপনাদের সাথে খেলা চলাকালীন কিছু ছবি শেয়ার করলাম।
(
খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তাই আমরা সব বন্ধুরা মিলে বাড়ির দিকে রওনা দিলাম অটো তে করে।
Very important- নমিনেশন চালু রাখতে যা কিছু করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit