Fast Charging নিয়ে কিছু প্রয়োজনীয় কথা, যা আপনার জানা দরকার।

in hive-129948 •  2 years ago 

011.jpg

আমরা সবাই ফাস্ট চার্জিং, ফাস্ট চার্জার এর কথা জানি। এই ফাস্ট চার্জিং নিয়েই কিছু কথা বলবো এসব যদি আপনার অজানা থাকে তাহলে সেটাও আপনি এই পোস্টে জানতে পারবেন। ফাস্ট চার্জিং নিয়ে যাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে তারাও হয়তো এই বিষয়ে কিছু না কিছু জানতে পারবেন বলে আমি মনে করি।

ফাস্ট চার্জিং কি?
ফাস্ট চার্জিং আসলে একটা নাম মাত্র। যখন আপনার ফোনে চার্জ হয় এবং সেটার ভেতরে যে পাওয়ার যায়, পাওয়ার বলতে ভোল্ট এবং এম্পিয়ার। উদাহরণ হিসেবে, আপনি একটি পাইপের মাধ্যমে পানি দিচ্ছেন। পাইপে যতটা চাপ থাকবে সেটা হলো ভোল্টেজ, কত জোরে পানি আসা/যাওয়া করছে সেটা হলো এম্পিয়ার।

এম্পিয়ার আর ভোল্টেজ কে একসাথে করলে বের হয় পাওয়ার, মানে ওয়াট্টেজ তো এম্পিয়ার X ভোল্টেজ = ওয়াট্টেজ ।
আর এই ওয়াট্টেজ থাকে আপনার ফোনের চার্জারে।

এখন পর্যন্ত যতগুলো ফোন ছিলো যেগুলো তে ফাস্ট চার্জিং হয়না সেগুলো ৫ ওয়াটস পর্যন্ত চার্জ হতো ধীরে ধীরে। কিন্তু গত ২-৩ বছর ধরে মার্কেট বিভিন্ন কোম্পানি থেকে ফাস্ট চার্জিং, ফাস্ট চার্জার চলে এসেছে।

012.jpg

এরকম বিভিন্ন ধরনের ফাস্ট চার্জিং বা কুইক চার্জিং চলে এসেছে। কিন্তু তবুও ড্যাশ চার্জিং সবচেয়ে বেশি ফাস্ট চার্জিং করে। ফাস্ট করে কিভাবে ? আগেকার ফোনে যেভাবে চার্জ হতো সেটা মূলত ৫ ওয়াটস পর্যন্ত। কিন্তু এখনাকার যে চার্জার আছে সেগুলো ২০ ওয়াটস এর বেশি পর্যন্ত চার্জ করে।

013.jpg

কিন্তু যদি আপনি ভাবেন যে, আপনি যদি এই সব ফাস্ট চার্জার দিয়ে আপনার পুরোনো ফোনকে চার্জ করলে সেটাতে ফাস্ট চার্জিং হবে। এরকমটা হবে না। যেসব পুরোনো ফোনে ফাস্ট চার্জিং/কুইক চার্জিং সাপোর্ট করে না- ব্যাটারিতে যখন চার্জ হয়, সেটাতে একটা কন্ট্রোলার চিপ থাকে। আর এটা কতটা কারেন্ট আসলো সেটা নিয়ন্ত্রণ করে।

মানে আপনার ফোনে যদি ৫ ওয়াটস পর্যন্ত চার্জিং সাপোর্ট করে তাহলে ততটাই হবে। আপনি যত‌ই সেটাতে ফাস্ট চার্জিং করার চেষ্টা করেন না কেন ৫ ওয়াটস পর্যন্ত‌ই চার্জ হবে। আপনার ৫ ওয়াটের চার্জারের ফোনে যদি ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে আপনার ফোনকে ৪ গুণ তাড়াতাড়ি চার্জ করতে পারে।

যদি আপনি দেখতে চান যে আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা তাহলে আপনার ফোনের চার্জারের ওয়াটস এবং এম্পিয়ারস দেখতে হবে।
যেমন, আমার ফোনের চার্জারের OUTPUT হলো 5.0V = 1.55A যার মানে 5.0X1.55=7.75 তো আমার ফোনের চার্জার ৭ ওয়াটের।

015.jpg

যদি এই আউটপুটের সিস্টেম না থাকে তাহলে আপনি ফোনে চার্জের মাধ্যমে যত পাওয়ার দিবেন তত‌ই পাওয়ার ব্যাটারি নিবে কিন্তু ব্যাটারি এত পরিমাণে গরম হবে যে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। চার্জারের ওয়াটস সিস্টেমের মাধ্যমে যখন ব্যাটারিকে ধীরে ধীরে চার্জ করা হয় তখন‌ই ব্যাটারিতে ঠিকভাবে চার্জ হয়।

যদি আপনি এর থেকে বেশি পরিমাণে পাওয়ার দিতে চান তাহলে তো অবশ্যই সেটা নষ্ট হবেই। ফাস্ট চার্জিং এর একটা অসুবিধা আছে। যদি ফাস্ট চার্জিং হয় তো ফোন গরম হয়ে যায়। কেননা অনেক বেশি মাত্রায় আপনার ফোনে চার্জ হয়। তো এটা একটা অসুবিধা।

016.jpg

যদি আপনার ফোনে ধীরে ধীরে চার্জ হয় তাহলে কোনো সমস্যা নেই, ব্যাটারির ক্ষতি খুব কম হবে। যখন ফাস্ট চার্জিং হয় তখন ব্যাটারির ওপর চাপ পড়ে যাতে ব্যাটারির ক্ষতি হতে পারে। যেমনটা আগেই বলেছি যে, যদি আপনি ফাস্ট চার্জার দিয়ে নরমাল ফোন কে চার্জ করেন তাহলে সেটাতে ফাস্ট চার্জিং হবে না। কারণ এটা ফোনের ওপর নির্ভর করে যে কতটা পরিমাণে পাওয়ার টানতে পারবে।

আগামীতে যে সমস্ত ফোন আসবে তার বেশিরভাগ ফোনগুলোতেই ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

017.jpg

আজকাল প্রায় বেশিরভাগ কোম্পানি‌ই তাদের ফোনগুলোতে ফাস্ট চার্জিং সিষ্টেম দিচ্ছে।

Picsart_23-07-06_21-42-45-527.jpg

ফাস্ট চার্জিং/কুইক চার্জিং এর বিষয়ে এইসব‌ই বলার ছিলো। যা যা বলা হয়েছে এতে আশা করছি ফাস্ট চার্জিং নিয়ে যা যা জানার আপনার জানা হয়ে গেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ধরনের স্প্যামিং পোস্ট এই প্লাটফর্মের জন্য ক্ষতিকর। তাই যেভাবে সেভাবে যেথায় সেথায় পোস্ট করবেন না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:https://trickbd.com/electronics/898457