Paidviewpoint একটি বহু পুরোনো মার্কেট রিসার্চ সার্ভে সাইট । এই সাইটে ডেমোগ্রাফিক ফিল্টার ব্যবহার করা হয়েছে । অর্থাৎ, দেশভিত্তিক মার্কেট রিসার্চ সার্ভে চালানো হয় । তাই এশিয়ান দেশগুলোর তুলনায় ইউরোপ এবং আমেরিকান দেশগুলোর মেম্বার অনেক বেশি আর্ন করতে পারেন । তবে, লাক ফেভার করলে আপনিও বিশেষ কিছু হাই পেইড সার্ভে পেয়ে যেতে পারেন ।
প্রতিটা হাই পেইড সার্ভেতে আপনি $১ থেকে $৩ পেতে পারেন । তবে, এ জাতীয় সার্ভে ইউরোপ আর আমেরিকা ছাড়া আমাদের দেশে খুব কমই available । আমাদের দেশগুলো থেকে একরকম সার্ভে খুব বেশি ঘনঘন পাওয়া যায় । এই সব সার্ভের নাম Trait Surveys । প্রতিটা Trait Survey থেকে আপনি $০.০৩ করে পেতে পারেন ।
Registration : এখানে ক্লিক করুন
Minimum Payout : প্রথম minimum cashout $১৫, এর পর থেকে প্রতিবার minimum cashout $১০
Payment Processor : PayPal
অবশ্য পালনীয় :
০১. ফেক কোনো ডিটেলস দিয়ে একাউন্ট খোলা যাবে না ।
০২. একাউন্ট খোলার পর ইমেইলে একটা ইমেইল ভেরিফিকেশন লিংক আসবে, লিংকে ক্লিক করে ইমেইল এড্রেস ভেরিফাই করে নিন ।
০৩. একজন ব্যক্তি একের অধিক একাউন্ট খুলতে পারবেন না ।
০৪. আপনার PayPal এড্রেস ভুল না থাকলে চেঞ্জ করতে যাবেন না । নতুবা, earnings রিসেট হওয়ার আশংকা আছে ।
Payment Proof :
বিঃ দ্রঃ এই সাইটে ইনকাম করার জন্য কোনোরকম ইনভেস্টমেন্টের দরকার নেই । এটা সম্পূর্ণ ফ্রী আর্নিং সাইট ।
Trait Surveys সাইট নিয়ে বেশ সুন্দর কিছু কথা আপনি তুলে ধরেছেন। এই সাইট থেকে কিরকম ইনকাম করা যাবে এ সাইটের বিস্তারিত বিষয়সমূহ আপনি সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। তাছাড়া একাউন্ট খোলার ক্ষেত্রে যে সকল বিষয় করনীয় এবং এর বিষয়গুলো করা যাবে না সেগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এখান থেকে কি রকম ইনকাম পাওয়া যাবে সেটিও খুব সুন্দর ভাবে জানতে পারলাম। ধন্যবাদ ইনকামের আরো একটি স্যাড সম্বন্ধে আমাদের অবগত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit