// লেবেল ২ হতে আমার অর্জন-By @easin001

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চায় "আমার বাংলা ব্লগ" এর ফাউন্ডারকে। যার কারনে আমরা এত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। আজ আমি আমার বাংলা ব্লগের লেবেল- ২ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি।

IMG_20220729_203451_291.jpg

পোস্টিং কি এর কাজ কি?

পোস্ট সংক্রান্ত সকল কাজকর্ম এই কি দ্বারা করা হয়। পোস্টিং কি এর কিছু ব্যবহার হলো।

পোস্ট করা, কমেন্ট করা, রিস্টিম করা আপভোট দেওয়া, ডাইনভোট দেওয়া, ফলো করা, আনফলো করা, মিউট করা, কোনো কমিউনিটিতে সাবস্ক্রাইব করা।

এক্টিভ কি এর কাজ কি?

ওয়ালেটের সকল কাজকর্ম এক্টিভ কি দ্বারা করা হয়ে থাকে। যেমন-

স্টিম ট্রান্সফার করা, পাওয়ার আপ করা, পাওয়ার ডাউন দেওয়া, SBD থেকে স্টিম কনভার্ট করা, নতুন ব্যবহারকারী তৈরি করা।

উনার কি এর কাজ কি?

উনার কি হলো স্টিম একাউন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি কি। উনার কি বলতে কোন জিনিসের মালিকানা বোঝায়। এই উনার কি যার কাছে থাকবে সে একাউন্টের মালিক হিসেবে দাবি করতে পারবে।

উনার কি এর কাজ হলো।

উনার কি দিয়ে পোস্টিং কি এবং এক্টিভ কি পরিবর্তন করা যায়।
উনার কি দিয়ে উনার কি কেও পরিবর্তন করা যায়।

মেমো কি এর কাজ কি?

যদি একজন স্টিমিট ব্যবহারকারী অন্য একটি স্টিমিট ব্যবহারকারীকে গোপনে কোন মেসেজ দিতে চায় তহলে এই মেমো কি ব্যবহার করা হয়।

মেমো কি দিয়ে এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে হয়। এনক্রিপ্ট করা মেসেজ দেখতে হয়।

মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি ?

এটি স্টিমিট একাউন্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কি। এটি হারিয়ে গেলে আপনার স্টিমিট একাউন্ট ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না।

এটা দিয়ে ওয়ালেট নিয়ন্ত্রণ করা অর্থাৎ ওয়ালেটের সব কাজ করা অন্যান্য সকল কি পরিবর্তন করা একাউন্ট পুনরুদ্ধার করা যায়।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমরা কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি যেমন
ডাইরিতে লিখে রাখা,গুগল ড্রাইভ এ রেখে দিতে পারবো,ফোনের ফাইলে রাখতে পারবো।

পাওয়ার আপ কেন জরুরি ?

পাওয়ার আপ করা মানে একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ করলে ভোটং ভ্যালু বৃদ্ধি পায়। পাওয়ার আপ বেশি থাকলে কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। পোস্ট এবং কমেন্ট করতে হলে পাওয়ার এর গুরুত্ব অপরিসীম।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে ওয়ালেটে গিয়ে এক্টিভ কি দ্বারা লগইন করতে হবে। স্টিম ব্যালেন্সের পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করে পাওয়ার আপ বাটন ক্লিক করতে হবে। এ্যামাউন্ট ও ফ্রম অপশন আসবে। এখন ফ্রমে আইডির নাম এবং এ্যামাউন্ট বসাতে হবে। এভাবেই পাওয়ার আপ করা হয়।

সেভিংস এ থাকা স্টিম অথবা SBD উইথড্র দেওয়ার কত দিনপর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

সেভিংস এ থাকা স্টিম অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড এর কাজ কি?

ক্রনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং সেই মেসেজ দেখতে এটি ব্যবহার করা হয়। এই মেমো ফিল্ডে যে কোন মেসেজ বা এক্সেন্জার এর সময় কোড দিতে হয়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফিরে আসে?

ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফিরে আসে।

ধরুন আপনি প্রজেক্ট @Heroism কে ২০০ এসপি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরও ১০০শত এসপি ডেলিগেশন করতে চান। একন ডেলিগেশনের পরিমান লেখার পর আপনাকে কত এসপি লিখতে হবে?

৩০০ এসপি লিখতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ওয়ান শেষে লেবেল ২ এর বিভিন্ন বিষয় সমূহ আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন তা আপনার শেয়ার কৃত পোস্ট দেখে বুঝতে পারলাম । এভাবে প্রতিটি লেভেল সুন্দরভাবে পাশ করে যান এই কামনা করছি। আমার বাংলা ব্লগে নিয়ম অনুসরণ করে কাজ করুন সেই আহ্বান জানাচ্ছি । ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

লেভেল দুই সম্পর্কে আপনি খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছেন এটা জেনে আমি খুবই খুশি হলাম। এই লেবেলটির সকল বিষয়গুলো খুবই ভালোভাবে মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনি খুবই স্বাচ্ছন্দের সাথে স্টিমেট এ কাজ করতে। আর এই লেবেলটি সম্পর্কে যদি ভালোভাবে ধারণা থাকে তাহলে আপনার একাউন্ট হারানোর সম্ভাবনা থাকবে না।