আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই "আমার বাংলা ব্লগ" এর ফাউন্ডারকে। যার কারনে আমারা এত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। কমিউনিটির সকল এডমিন, মডারেটর এবং ভেরিফাইড মেম্বারদেরও ধন্যবাদ জানায়।কারন তাদের অক্লান্ত পরিশ্রমে "আমার বাংলা ব্লগ" সফলভাবে অগ্রসর হচ্ছে।
কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গন্য হয়?
ইন্টারনেটের অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত বার্তায় হলো স্পামিং। স্পামিং এক্টিভিটিজ এর উদাহরণ নিচে দেওয়া হলো।
কাউকে মেনশন দিয়ে বিরক্ত করা।
একই বিষয় বারবার বিভিন্ন রুপে উপস্থাপন করে পোস্ট করা।
পোস্টে অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করলে স্পামিং হিসেবে ধরা হয়ে থাকে।
ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষায় বিধি সংলগ্ন আন্তর্জাতিক আইন। অন্যের তৈরিকৃত কোনোকিছু তার অনুমতি ছাড়া ব্যবহার করাটাই কপিরাইট। আর এই বিষয়টা ফটো বা স্থিরচিত্রের ক্ষেত্রে হলে সেটা ফটো কপিরাইট।
তিনটি ওয়েবসাইট এর নাম বলুন,যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
https://pexels.com
https://stocksnap.io/
https://freeimages.com
পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে পোস্ট খুব সহজেই খুঁজে পাওয়া যায়। যে বিষয়ে আমি পোস্ট করবো সেই বিষয়ে ট্যাগ নির্বাচন করতে হবে।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
গরুর মাংস, শুকরের মাংস, কোনো মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তাঘাটের কোনো দুর্ঘটনা, পশুপাখির কোন মর্মান্তিক দুর্ঘটনা,ব্যক্তিকে কটুক্তি, ধর্মীয় বিষয়ে কোন পোস্ট করা যাবে না। আর পোস্টে লিখতে হলে অবশ্যই NSFW ট্যাগ ব্যবহার করতে হবে।
প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন ?
এককথায় প্লাগারিজম হলো চুরি করা। অন্যের কোন পোস্ট লেখা যদি নিজের বলে চালিয়ে দেওয়া হয় তখন সেটাকে প্লাগারিজম বলে গন্য করা হবে।
re-write আর্টিকেল কাকে বলে ?
বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজের মত করে লেখাকেই re-write আর্টিকেল বলে।
ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
re-write আর্টিকেল লেখার সময় কিছু বিষয়ে লক্ষ রাখতে হবে যেমন ৭৫% লেখা আমাদের নিজেকে লিখতে হবে আর বাকি ২৫% লেখা সোর্স থেকে নিতে পারবো।
একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গন্য করা হয়?
একটি ছবি এবং ১০০ শব্দের নিচে যদি পোস্ট লেখা হয় তাহলে সেটা ম্যাক্রো পোস্ট হিসেবে গন্য করা হবে।
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ]
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তিনটি পোস্ট করতে পারবে।
লেভেল ওয়ান যথাযথভাবে কমপ্লিট করেছেন দেখে খুবই ভালো লাগলো, এবং আশা করি প্রতিনিয়ত এবিবি স্কুলের ক্লাস গুলো করে বাকি লেভেল গুলো পার হবেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়গুলি মোটামুটি ভালই বুঝেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। লেভেল ওয়ান থেকে আপনি যথেষ্ট কিছু অর্জন করেছেন এবং তা পরীক্ষার মাধ্যমে দেখাতে পেরেছেন। আশা করি সামনের ধাপগুলো এভাবেই অতিক্রম করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit