বসন্তের ফুলের ফটোগ্রাফি (প্রতিযোগিতা - ১৩) আমার অংশগ্রহণ। 10% beneficiary @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)
আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।

বাংলাদেশ ষড়ঋতুর দেশ । একেক ঋতুতে একেক রুপ ধারণ করে বাংলার প্রকৃতি । বাংলার প্রথম দুই মাস (বৈশাখ ও জৈষ্ঠ্য) গ্রষ্মকাল ও শেষের দুই মাস ( ফাল্গুন ও চৈত্র ) বসন্তকাল । নাতিশীতোষ্ণ আবহাওয়া ও ঝির ঝির বাতাস নিয়ে প্রকৃতির মাঝে চলে আসে বসন্ত । শীতের পরেই বুক ভরা সৌন্দর্য ভান্ডার নিয়ে চলে আসে ঋতুরাজ বসন্ত । এই সময়ে ঝড়ে যাওয়া গাছে নতুন যৌবন ফিরে পায় । তাই তো কবি ঋতুরাজ বসন্তেকে যৌবনের ঋতু বলেছে ।

সেই নতুন মুকুলে ফুলে ভরপুর হয়ে যায় । ঋতুরাজ বসন্তে সব চেয়ে বেশি ফুল ফোটে ।এমন কোনো গাছ নেই যে ফুল ফোটে না । এই সময়ে চারদিকে ফুলের সুবাসে ভরে উঠে ।

সবচেয়ে গ্রামবাংলার দৃশ্য অনেক সুন্দর হয় । মাটি ফেটে নতুন নতুন ঘাস গজিয়ে উঠে । ধানের ক্ষেতে চির সবুজের মেলা । বিভিন্ন স্বাদের ফল ও রঙ বেরঙের ফুলে ভরে যায় । তার সাথে কোকিলের কুহু কুহু ডাক মনকে শিহরিত করে তোলে । দিনের বেলায় চকচকে আকাশ । রাতের আকাশে জ্যোৎস্না ও মিটিমিটি জোনাকি পোকা দেখতে খুবই সুন্দর লাগে ।

এত সুন্দর একটি ঋতুতে এত সুন্দর একটি কনটেস্ট দেওয়ায় আমি অনেক খুশি । কেননা আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । সেটা ফুল হলে তো কোনো কথাই নেই । তাই আমি

Strawflower



এই ফুলের নাম (Strawflower)। ফুলটি কয়েক রংঙের হয়ে থাকে । মুলত শীত ও বসন্তে দেখা যায় । ফুলটি দেখতে অনেক সুন্দর । মাঝখানে বৃত্তাকার মনে হয় লুডুস রান্না করে দিয়েছে ও ছোটো ছোটো পাপড়ি চার পাশ দিয়ে ঘিরে রেখেছে । তাই বেশ কয়েক রঙের ফুল আপদের মাঝে শেয়ার করলাম ।

একটু সাদা ও হলুদ রঙের ।
IMG_20220223_175157.jpg


লাল রঙের মাঝখানে হলুদের পাহাড় ।


দেখতে হলুদ রঙের । মাঝখানে লুডুস এর পাহাড় ।

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

গোলাপ

সবার পরিচিত একটি ফুল । এই ফুলকে চিনে না এমন ব্যক্তি মনে হয় নাই । গোলাপ কে ভালোবাসার প্রতীক বলা হয় । এই ফুল দেখতে যেমন কিউট, তার সুবাস ও অনেক সুন্দর । এই ফুল ১২ মাসে পাওয়া যায় । তবে শীত ও বসন্তে বেশি দেখা যায় । এই ফুল ছোট ছোট পাপড়ি দিয়ে ঘেরা । পাপড়ি গুলো দেখতে লাভ এর মতো । বেশ কয়েক জাত বা রঙের এই ফুল রয়েছে । তার মধ্যে গারো লাল ফুলটি খুবই জনপ্রিয় ।

দেখতে হলুদ রঙের ।
IMG_20220225_174818.jpg

দেখতে লাল রঙের ।
IMG_20220225_174833.jpg


IMG_20220223_174727.jpg


দেখতে গোলাপি রঙের ।
দেখতে সাদা রঙের ।

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

China pink

আমাদের পছন্দের একটি ফুল (China pink)। এই ছোট ছোট ফুল পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে । এই ফুল কোনো গুলো এক রঙের আবার কোনো গুলো ফোঁটা ফোঁটা বিভিন্ন রঙে সজ্জিত । এই ফুলের গাছ আকার ছোট হয় । তবে পুরো গাছ ফুলে ঢাকা থাকে । বাগানে যখন সারিবদ্ধ হয়ে গাছগুলো থাকে তখন দেখতে অসাধারণ লাগে। তাই আমি বেশ কয়েক রঙের ফুল আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20220225_174156.jpg

IMG_20220225_174149.jpg

IMG_20220225_174138.jpg

IMG_20220225_174125.jpg

IMG_20220225_174117.jpg

IMG_20220225_174111.jpg

IMG_20220223_174026.jpg

IMG_20220223_173951.jpg

IMG_20220223_173919.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

গাঁদা ফুল

গাঁদা ফুল । বৈজ্ঞানিক নাম (Tagetes erecta) ‌।আমাদের অতি পরিচিত একটি ফুল । গাঁদা ফুল চেনে না বা দেখেনি এমন ব্যক্তি খুবই কম পাওয়া যাবে। এই ফুল বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই ভুল গাছে যেমন সুন্দর তেমনি ফুল দিয়ে মালা তৈরি করলে অসাধারণ লাগে । এই ফুল দেখতে উজ্জ্বল ও সুগন্ধি। বেশ কয়েক রঙ্গের এই ফুল দেখা যায়।

IMG_20220223_174657.jpg

IMG_20220223_174642.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

জবা

এবার আপনাদের মাঝে যে ফুলটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো জবা । ফুলটির পাঁচটি পাপড়ি রয়েছে এবং পাপড়িগুলো টকটকে গারো লাল। বেশিভাগ গ্রীষ্ম ও শরৎ কালে দেখা যায় । তবে বসন্ত কাল থেকে ফোটা শুরু হয় ।

IMG_20220225_175543.jpg

IMG_20220225_175506.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

ডালিয়া

শীত ও বসন্তের মৌসুমের সবচেয়ে বড় ফুল হলো ডালিয়া। দেখতে প্রায় ডালির মতো। ডালিয়ার মোট ৪২ প্রজাতি রয়েছে । আমি তার মধ্যে কিছু প্রজাতি শেয়ার করেছি ।

IMG_20220223_175049.jpg

IMG_20220223_174612.jpg

IMG_20220223_174041.jpg

IMG_20220225_174332.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

তারাফুল (Aster)

দেখতে তারার মত তাইতো নাম রাখা হয়েছে তারা ফুল। দেখতে এতো সুন্দর যে মনে হয় আকাশ থেকে তারা জমিনে এসে পড়েছে। মূলত বসন্তকালের ফুল দেখা যায়। এই ফুলের সৌন্দর্য দেখার মত।

IMG_20220223_174204.jpg

IMG_20220223_174144.jpg

IMG_20220223_174337.jpg

IMG_20220223_174328.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

জেরবেরা

বসন্তের অতি সুন্দর ফুল । এটি মুলত আফ্রিকার ডেইজি নামে পরিচিত ‌‌। ফুলটির বেশ কয়েক জাতের রয়েছে । তবে আমি শুধু হলুদ রঙের ফুল খুঁজে পেয়েছি এবং বিভিন্ন এঙ্গেল থেকে ক্লিক নিয়েছি ।

IMG_20220225_173924.jpg

IMG_20220225_173911.jpg

IMG_20220225_173857.jpg

IMG_20220225_173549.jpg

IMG_20220225_173522.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/proposes.lollipop.swift

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি তুলেছেন। ছবিগুলো প্রায় বেশির ভাগই নার্সারি থেকে তোলা বলে আমার মনে হয়েছে। তবে যাই বলেন ছবিগুলো কিন্তু যে কাউকে আকৃষ্ট করার মতো যথেষ্ট সুন্দর ছিল। আপনার হাতের স্পর্শে তোলা ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ছবিগুলো আমার কলেজ ক্যাম্পাসের বাগান থেকে তুলেছি ভাই। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

আপনাকে স্বাগতম ভাইজান 💚

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে জেরবেরা ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এর আগে কখনো এরকম ফুল দেখিনি ।
শুভকামনা রইল আপনার জন্য।

আমার ফটোগ্রাফী আপনাকে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।

সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল একদম চোখ ধাঁধানো আপনার ফটোগ্রাফি গুলা দেখে তো আমি রীতিমতো চমকে গেছি এত সুন্দর ফটোগ্রাফি করেন কীভাবে ভাইয়া দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল।

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বাবারে বাবা কতগুলো ফুলের ছবি আমি তো দেখেই অবাক। প্রত্যেকটি ফুল দেখতে অসাধারন এবং বেশ রঙিন। খুবই ভালো লেগেছে মামা আপনার উপস্থাপনা একদম মনের মধ্যে গিয়ে লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইল মামা।

প্রথম ফুলের ছবিটা জীবনে প্রথম দেখলাম। নামটাও বেশ অদ্ভুত কিন্তু ফুলগুলো সত্যিই চমৎকার। এত সুন্দর ফুল বোধহয় খুব কমই আছে। ছবি তোলায় আপনার বেশ দক্ষতা আছে। প্রত্যেকটি ছবি অনেক সুন্দর ভাবে ধারন করতে পেরেছেন। শুভকামনা রইল

এই বসন্তে কত রকম যে ফুল ফোটে তা বোঝা বড় দায়। কতগুলো ফুল আছে আমিও নিজেই দেখি নি ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ফটোগ্রাফি কনটেস্ট এসে সত্যিই অসাধারণ ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার ফটো গুলো বেশ চমৎকার ছিল আপনি একদম প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি ভাই ঠিকই বলেছেন ফটোগ্রাফী কনটেস্ট এসে অনেক রকম ফুলের সাথে পরিচিত হলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

ভাইয়া খুব সুন্দর ছিল এই ফুলগুলো। আসলে প্রথমে যে ফুল গুলো দেখলাম, বেশ দারুন ছিল এগুলো। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো । আমাদের মাঝে এই ফুলগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার ফটোগ্রাফী গুলো আপনাকে ভালো লেগেছে বলে আনন্দিত হলাম আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।