আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ধন্যবাদ এত সুন্দর কনটেস্ট দেওয়ার জন্য। প্রতিযোগিতা হলো আমাদের শহর বা গ্রাম নিয়ে রচনা। তাই আমাদের গ্রাম নিয়ে একটি রচনা আপনাদের মাঝে শেয়ার করলাম ।আশা করি সবাইকে ভালো লাগবে
আমাদের গ্রাম
ভূমিকা :
আমাদের গ্রামের নাম সিঙ্গিমারী তকেয়াপাড়া । গ্রামখানি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়ন এ অবস্থিত ।গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী । আমাদের গ্রামটি চারদিকে সবুজে ভরা । গ্রামের প্রকৃতির সৌন্দর্য , গাছ-পালা , নদী-নালা , পশুপাখিদের ডাক ,বিকালের গুধূলি গ্রামটিকে করে তোলেছে এক শান্তির দ্বীপ।
আয়তন ও লোকসংখ্যা :
আমাদের গ্রামটি পার্বতীপুর উপজেলার একটি ছোট গ্রাম। গ্রামটি উত্তর-দক্ষিণে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে ১ কিলোমিটার প্রস্থ। গ্রামে লোকসংখ্যা প্রায় ১৮০০ হাজার । আমাদের গ্রামে দুইটি ধর্মের লোক বসবাস করে , মুসলিম ও হিন্দু ।
ভূ-প্রকৃতি :
আমাদের গ্রামটি সবুজ ও সৌন্দর্যে ভরপুর । গ্রামের সম্পূর্ণ জমিই উর্বর প্রায় সব ধরনের চাষাবাদ হয় । আমাদের গ্রামের বসতবাড়ি ও তার চারপাশে বিভিন্ন ফলজ গাছপালা, ছোট-বড় বাঁশঝাড় গ্রামটিকে ঘিরে রেখেছে। আমাদের গ্রামের পাশেই রয়েছে করতোয়া নদী , গ্রীষ্মকালে নদীর পানি অনেক শুকিয়ে যায় ও বর্ষাকালে নদী ভরাট হয়ে যায় । আমাদের গ্রামের লোকেরা নদীতে বাঁধ তৈরি করে মাছ ধরে ।
যাতায়াত ব্যবস্থা :
যাতায়াতের ও যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম বেশ উন্নত। আমাদের গ্রামের ছোট-বড় সব রাস্তা পাকা ও বিভিন্ন ধরনের কাঠের গাছ রাস্তার দুই ধারে লাগানো ।
উৎপন্ন দ্রব্য :
মূলতঃ আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজের নিয়োজিত । কিছু সংখ্যক লোক সরকারি চাকরিজীবী । তাছাড়া উৎপন্ন দ্রব্যের মধ্যে ধান, পাট, গম, ডাল, সরিষা, আখ ও পাট ইত্যাদি প্রধান। জমি উর্বর হওয়ার কৃষকেরা ভালো ফসল পেয়ে থাকে। আমাদের গ্রামের কৃষকরা খুবই পরিশ্রমী। তারা জমি কখনোই পতিত ফেলে রাখে না। বছর জুড়ে নানা সময়ে নানা ফসল ফলায় কৃষকরা । আমাদের গ্রামে একটি হাট রয়েছে । রবিবার ও বুধবার যমযমাট হাট বসে । গ্রামের হাটে সবকিছুই টাটকা পাওয়া যায়। শহরের লোকজন এসে খরচ বা বাজার করে নিয়ে যায় ।
প্রতিষ্ঠান :
আমাদের গ্রামে তিনটি ব্রাক, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ,একটি ইউনিয়ন স্বাস্থ কমপ্লেক্সে ও গ্রামের ছেলেরা একত্রিত গরীব-দুঃখীদের সাহায্য করার জন্য একটি সংগঠন রয়েছে । সংগঠনের নাম "হিলফুল ফুযুল ইসলামী সংগঠন " ।
গ্রামের আবহাওয়া :
আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর মনোমুগ্ধকর । আমাদের গ্রামের লোকেরা ভদ্র ও শান্ত । কাল ভেদে আমাদের গ্রামে বিভিন্ন রুপ নেয় ।
উপসংহার :
আমাদের গ্রাম আমাদের কাছে একটি আদর্শ গ্রাম।আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষিত হবার জন্য আমাদের গ্রামের ছেলে মেয়েরা লেখা-পড়া চালিয়ে যাচ্ছে । অনেক ছেলে মেয়েরা বাহিরে গিয়ে পড়াশুনা করে , তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আমরা আমাদের গ্রামের প্রতি গর্ব অনুভব করি।
ধন্যবাদ বন্ধুরা! এই ছিল আমাদের গ্রামে সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি সবাইকে ভালো লেগেছে।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।
অনেক ফাইন হয়েছে মামা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামটি খুব সুন্দর আপনাদের, আপনার ফটোগ্রাফি এবং উপস্থাপনাটি ভালো ছিলো। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit