গুনাহ্ হয়ে গেলে করণীয়

in hive-129948 •  last year 

মহান আল্লাহ তা’আলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তার দেওয়া আদেশ-নিষেধ মেনে চলার জন্য। কিন্তু আল্লাহর বান্দা-বান্দীগণ অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে এবং তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। আল্লাহর বান্দা-বান্দীগণ গুনাহ্ করে ফেললে তখন তাদের করণীয় কি? এই বিষয়ে কুরআন-হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলোঃ

যদি কোন বান্দা-বান্দীগণ গুনাহ্ করে ফেলে তাহলে সর্বপ্রথম কাজ হলো মহান আল্লাহর কাছে খাঁটি মনে তাওবা করা। কেননা মানুষের কখন মৃত্যু হবে তা কেউই জানে না। আর মৃত্যু হয়ে গেলে তখন আর তাওবা করার সুযোগ থাকবে না। এজন্য বান্দারা গুনাহ্ করে ফেললে মহান আল্লাহ তা’আলা বান্দাদের দ্রুত তাওবার প্রতি গুরুত্ব দিয়েছেন।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’আলা বলেন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। (সুরাঃ আলে ইমরান, আয়াতঃ ১৩৩)

অনেক ব্যক্তিবর্গ আছে যারা গুনাহ্ করার পর ভাবেন যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি?

এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে বলেন, অতঃপর সীমা লঙ্ঘন করার পর কেউ তাওবা করলে এবং নিজেকে সংশোধন করলে নিশ্চয় আল্লাহ তা’আলা তার তাওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। (সুরাঃ মায়িদা, আয়াত, ৩৯)

আমাদের প্রিয় রাসুল (সা.) বলেন, যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, তোমরা যদি পাপ না করতে তবে আল্লাহ তা’আলা অবশ্যই তোমাদের ধ্বংস করে দিতেন এবং এমন এক সম্প্রদায় বানাতেন যারা পাপ করে ক্ষমা চাইত এবং তিনি ক্ষমা করে দিতেন। (সহীহ্ মুসলিম, হাদিসঃ ৬৮৫৮)

সুতরাং, মানুষ যতই গুনাহ করুক না কেন তা আল্লাহর দয়া ও ক্ষমার কাছে অতি সামান্য। তাই মানুষ গুনাহ করে ফেললে নিরাশ না হয়ে আল্লাহর কাছে তাওবা করা অতি উত্তম।
গুনাহ্-হয়ে-গেলে-করণীয়.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!