রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

IMG_20220609_231935.jpg

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন? আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আজকে আপনাদের সাথে অসাধারণ রেসিপি শেয়ার করবো । এই রেসিপি নিয়ে আমার একটা বিরাট গল্প। আছে রেসিপি টা হলো কাতলা মাছের মাথা দিয়ে টক। ২০১৮ সালের কথা যখন আমি আমার নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমার নানু বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কসবা। ওখানে গিয়ে ঈদের দিন আমি হঠাৎই পুকুরে আছাড় খায়। আমার অবশ্য আচার খাওয়ার অভ্যাস খুব বেশি ছিল। যেখানে যাই সেখানে পড়ে যায়। মনে হয় যে হাতপায়ে কোন ব্যালেন্স থাকে না। সে এক বিরাট আছাড় খেয়ে উঠলো জ্বর। ওঠার পর মুখে আর কোন স্বাদ নেই। কোরবানি ঈদের গরুর মাংস খেতে পারছিনা কোন কিছু খেতে পারছি না।তখন আমার মামি এই টক রান্না আমায় শেখালে। এত দারুন টক আমি কখনোই খাইনি। মুখে যে আমার স্বাদ নেই আমি বুঝতে পারেনি। এই অসাধারণ টক এর স্বাদ আমার মুখে এখনো লেগে আছে মনে হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই টক কীভাবে রান্না করে।উনি এই টকটা টমেটো দিয়ে রান্না করেছিলেন কিন্তু বাসায় টমেটো না থাকায় আমি বেলুম্বু দিয়ে করেছি।

প্রমথে আমাদের লাগবে একটা বিশাল রুই মাছের মাথা। পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে।

IMG_20220609_231500.jpg

তারপর লাগবে বেলুম্বু পেস্ট করা আমার কাছে ফ্রিজিং করা বেলুম্বু পেস্ট ছিলো তাই আসত বেলুম্বু দেখাতে পারছি না।

IMG_20220609_231524.jpg

একটা পাত্রে তেল গরম করে তাতে আদা,রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর বাটা মসলার কাচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে।

IMG_20220609_231544.jpg

বাটা মসলার কাচা গন্ধ চলে গেলে তাতে লবণ,হলুদের গুঁড়া, জিরাগুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে।

GridArt_20220610_000541320.jpg

মসলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এককাপ পানি দিয়ে ৫ মিনিট কষিয়ে নিতে হবে।

IMG_20220609_231707.jpg

৫ মিনিট পর রুই মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

GridArt_20220610_000907983.jpg

রুই মাছের মাথা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। যেহেতু এটা পুকুরের মাছ তাই এটাতে একটি গন্ধ আছে তাই ভালো করে মাছটা সেদ্ধ করতে হবে।মাছটা সেদ্ধ হয়ে গেল পেস্ট করে রাখা বেলুম্বু দিয়ে দিতে হবে। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে সব রান্না হয়ে এলে কাচা মরিচ দিয়ে নামিয়ে নিলেই তৈরি রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক।

GridArt_20220610_001423948.jpg

কেমন লেগেছে আজকে রান্না হয় তো খুব গুছিয়ে লিখতে পারিনি কিন্তু চেষ্টা করেছি পুরো রান্নাটা কীভাবে করছে তা আপনাদের সহজ ভাবে বুঝানোর। এই রেসিপি অবশ্যই আপনার বাসায় চেষ্টা করে দেখবেন আশা করি ভালো লাগবে।

আমার রেসিপি ভালো হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন আর কোন ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রুই মাছের মাথা দিয়ে টক রেসিপি আমি এই প্রথম এমন নাম শুনলাম। আপু আপনি সত্যিই বলেছেন জ্বরের মুখে কিছু খেতে একদমই মানা লাগে তবে একটু টক জাতীয় কিছু খেলে আবার ভালো লাগে। আমার মনে হচ্ছে জ্বর হলে এভাবে টক রেসিপি খেতে খুবই সুস্বাদু হবে। যদিও এভাবে মাছের মাথা দিয়ে আমি কখনো টক রেসিপি খাইনি তবে দেখে মন হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

একদম ঠিক কথা বলেছেন আপু জ্বরের মুখে কোন কিছু খেতে ভাল লাগেনা। তখন টক জাতীয় জিনিস খেলে ভালো লাগে। একেবারে এমন আছাড় খেয়েছিলেন যে আপনার জ্বর এসে গিয়েছিলো। আপনার আছাড় খাওয়ার গল্পটা ভালই লাগলো আপু ।আর এইরকম টক দিয়ে মাছের মাথা আমি কোনদিন খাইনি তবে আপনার খাবারটি দেখে জিভে পানি চলে আসছে ।টক জাতীয় জিনিস এমনিতেই ভালো লাগে তারপর আবার যদি এতো সুস্বাদু করে মাছের মাথা দিয়ে রান্না করা হয়। নতুন একটি রেসিপি শিখতে পারি সত্যি ভালো লাগলো।

ভীষণ সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন আপু। ঠিকই বলেছেন আপনি, জ্বরের মুখে একটু টক টক জিনিস খুব ভালো লাগে। এভাবে কখনো বেলুম্ব দিয়ে মাছের মাথা রান্না করে খাওয়া হয়নি। দেখেই বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আছাড় খেয়ে জ্বর বিষয়টি বেশ লোমহর্ষক। এবং সত্যি জ্বর আসলে একেবারেই মুখে রুচি থাকেনা। তবে রুই মাছের মাথার টক আমি কখনো খাইনি। রেসিপি টা দারুণ ছিল। সবকিছু ঠিকঠাকই ছিল তবে আপু রেসিপির উপাদান গুলোই তো দেন নাই। ওটা একটু খেয়াল রাইখেন। রেসিপি টা ভালো ছিল।।।

রুই মাছের মাথা দিয়ে টক রেসিপি তৈরি করেছেন দেখে একটু খেতে ইচ্ছে করছে। কারণ টক আমার খুব প্রিয়। অসাধারন ছিল আপনার রুই মাছের মাথা দিয়ে টক এর রেসিপি। বেলুন দিয়ে কখনও খাওয়া হয়নি, তবে আপনার রেসিপি দেখে একটু খেতে ইচ্ছে করছে। বেলুম্বু টকের রুই মাছের ঝোল খেতে কেমন। দারুন ছিল, আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

আপু আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক রেসিপি দেখে আমি আর লোভ সামলাতে পারছিনা। খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখেছি। মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মাছের মাথা দিয়ে টক সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি তবে টক কথাটি শুনে জিভে জল চলে আসলো রেসিপিটি খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল

আপনি খুবই চমৎকার ভাবে রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আপনার মত করে কখনো রেসিপিটি খাওয়া হয়নি তবে আমার কাছে খুবই লোভনীয় মনে হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

জ্বরের মুখে টক জিনিস খুবই ভালো লাগে। জ্বরের মুখে যখন মুখের সাধ থাকেনা টক জিনিস রুচি অনে।আপনি খুব সুন্দর করে রুই মাছের মাথা দিয়ে টক রান্না করেছেন।নতুন রেসিপি শিখে নিয়েছি আপু আপনার কাছ থেকে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

রুই মাছের মাথাটা তো অনেক বড় আপু। অনেকদিন পর এত বড় রুই মাছের মাথার দেখতে পেলাম। খুবই ভাল লেগেছে আপনার পুরো পোস্ট। অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিতে। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই জ্বরের মুখে কিছু খেতে ভাল লাগেনা। অনেক সময় দেখা যায় একটু টক হলে তারপরেও ভালো লাগে। কিন্তু আপনি যেভাবে রুই মাছের মাথা দিয়ে টপ তৈরি করেছেন এই ভাবে কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে আজকের নতুন একটা রেসিপি শিখতে পারলাম। আমার কাছে বেশ ভালো লাগলো।

আপু আপনি ঠিকই বলেছেন জ্বরের মুখে কিছুই খেতে ভাল লাগেনা। তবে টক টা খেতে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। মাছের মাথা দিয়ে সুস্বাদু টক আমি কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

রুই মাছের মাথা দিয়ে টক রান্না করা যায় এটা আগে জানা ছিল না। রুই মাছের মাথা দিয়ে কিভাবে টক রান্না করতে হয় তার প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন এর মাধ্যমে আমরা নিজেরাও বাসায় রুই মাছের মাথা দিয়ে টক রান্না করে খেতে পারবো।

জ্বরের মুখে আসলে তেমন কোন রুচি থাকে না সেই সময়ে টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। সে কথাটা শুনে আপনি একদম ঠিক বলেছেন। আজকে আপনি খুবই মজার রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু রান্না করেছেন। মনে হচ্ছে যে খেতে অনেক বেশি মজা হবে অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলে আপু জ্বরের মধ্যে মুখে কোন স্বাদ থাকে না তাই এই ধরনের টক জাতীয় খাবার একটু ভালো লাগে। আমারও যখন জ্বর আসে তখন আমি এই ধরনের টক জাতীয় খাবার খেয়ে থাকি। মামি বাড়িতে আপনারা ছারখার গল্পটি অনেক ভালো লেগেছে।

এছাড়াও আপনার তৈরি করা রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু টক তৈরি করা দেখে আমার জিভে জল চলে আসছে।

বেলুম্বু ফল দিয়ে আপনি খুবই সুস্বাদু করে রুই মাছের মাথার টক রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। রুই মাছের টক রান্নার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।