বানিজ‍্য মেলা না প্রহসন।

in hive-129948 •  2 years ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ৪ ই, মার্চ,২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG_20230227_133158.jpg



আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। বাংলাদেশ সরকারের বেশ কিছু ভালো উদ‍্যোগ চলছে বিগত কিছু বছর ধরে। এরমধ্যে রয়েছে কৃষি মেলা, বিজ্ঞান মেলা, বানিজ‍্য মেলা এইসব। তো এখন চলছে বানিজ‍্য মেলার সময়। বাংলাদেশের প্রতিটা জেলায় শুরু হয়েছে মাসব‍্যাপী বানিজ‍্য মেলা। গত মাসের ২২ তারিখ কুষ্টিয়াতে শুরু হয়েছে বানিজ‍্য মেলা। তো আমি এবং আমার অন‍্য ফ্রেন্ড ইকরা, নাভিদ, তুহিন, রাসেল সিদ্ধান্ত নেয় পরীক্ষা শেষের দিন সবাই মিলে যাব বানিজ‍্য মেলায়। তো ২৭ ফেব্রুয়ারি ছিল আমাদের শেষ থিওরী পরীক্ষা। পরীক্ষা শেষ করে দুপুরের দিকেই আমরা কলেজ গেটে একএিত হয়। এবার কোনো একটা সমস্যার কারণে বানিজ‍্য মেলার স্থানটা পরিবর্তন করা হয়েছে। তো আমরা তিনটা রিক্সায় উঠে পড়লাম। রিক্সাওয়ালাকে বলতেই উনি বললেন আমি চিনি সমস্যা হবে না। আমরা সব বন্ধুরা গেলেও ইকরার সঙ্গে ছিল তার গার্লফ্রেন্ড। রিক্সা করে যেতে আমাদের মোটামুটি ১৫ মিনিট সময় লাগে। দুইটার দিকে আমরা চলে যায় বানিজ‍্য মেলার সামনে।


IMG_20230227_133822.jpg

IMG_20230227_133641.jpg

IMG_20230227_133528.jpg

IMG_20230227_133233.jpg


বানিজ‍্য মেলায় ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিটের দাম বেশি না জনপ্রতি মাএ ২০ টাকা। আমার বন্ধু তুহিন এবং রাসেল চলে গেল টিকিট কাউন্টারে এরপর আমাদের জন্য টিকিট কিনে নিয়ে আসলো। গিয়ে দেখি এখনো মেলায় সবগুলো স্টল বসেনি এবং গিয়েছি দিনের বেলা সেজন্য লোকজন ছিল একেবারেই কম। ভেতরে যেতেই ইকরা এবং ইকরার গার্লফ্রেন্ড অনামিকা আলাদা হয়ে গেল। এবং আমরা হতভাগা সিঙ্গেল গুলো একসঙ্গে ঘুরতে লাগলাম। এরপর আমরা একে একে প্রতিটা স্টলে যেতে থাকি। প্রতিটা স্টলে শুধু মেয়েদের জিনিস। ছেলেদের জন্য সেরকম কোনো স্পেশাল স্টল দেখিনি। এবং প্রতিটা স্টলে শুধু মেয়ে সেজন্য বেশিক্ষণ আমরা দাঁড়াতেও পারিনি। মেয়েদের শাড়ি, থ্রী পিস, ব‍্যাগ এসবের জন্য আলাদা আলাদা বিশেষ বিশেষ স্টলও আছে।


IMG_20230227_134546.jpg

IMG_20230227_134349.jpg

IMG_20230227_134307.jpg

IMG_20230227_134155.jpg


এরপর আমি তুহিন এবং রাসেল একটা স্টলে যায়। সেখানে দেখি বেশ সুন্দর সুন্দর শৌখিন জিনিস রয়েছে। সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো একটা চিনামাটির কাপ দেখে আমার পছন্দ হয়। কাপের উপর সুন্দর (😋) এইরকম ইমোজি দেওয়া ছিল। সেজন্য আমার ভালো লেগেছিল। দাম জিজ্ঞেস করতেই বলে ছোট গুলো ১২০ টাকা এবং বড়গুলো ২০০ টাকা করে। এবং দাম বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা যে দাম বলছে সেই দামেই নিতে হবে। এটা আমার কাছে একেবারে ভালো লাগেনি। এরপর আরও কিছু জিনিস দেখি আমি। সেগুলোর দাম চেয়েছে সেগুলো আমার বলতে লজ্জা লাগছে। বাইরে ঐ একই জিনিসের যে দাম বানিজ‍্য মেলায় গিয়ে সেটার দাম দেড় থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। এটা কীভাবে হলো সেটা বুঝতে পারিনি। খাবারের স্টল গুলোরও একই অবস্থা। বাইরের তুলনায় দাম দেড়গুণ থেকে ডাবল। এই অবস্থা টা দেখে একটু রাগই হলো। সেজন্য কিছু কেনার সিদ্ধান্ত একেবারে বাদ দিলাম।


IMG_20230227_135406.jpg

IMG_20230227_135313.jpg

IMG_20230227_135149.jpg

IMG_20230227_134704.jpg

IMG_20230227_134700.jpg


সেই কোন সকালে বাসা থেকে খেয়ে এসেছি। তারপর বেশ রোদ এবং গরম ছিল। তো দেখলাম পাশেই বরফ গোলা বিক্রি করছে। বরফ গোলা আমার বেশ পছন্দের। তো আমি আমার বন্ধুদের বলি চল গোলা খাই ওরাও রাজি হয়ে যায়। গিয়ে পাঁচটা গোলার অর্ডার দেয়। আমি সাধারণত যেখান থেকে গোলা খাই কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে সেখানে ২০-৩০ টাকা নিয়ে থাকে। এবং ওদের গোলাটা বেশ ভালো। সেটাই ভেবে আমি গোলার অর্ডার দেয়। কিন্তু দাম জিজ্ঞেস করতেই বলে গোলার দাম প্রতি পিস ৫০ টাকা। কথাটা শুনে আমার চক্ষু চড়ক গাছ বলা যায়। ভাবলাম হয়তো এদের গোলার মধ্যে স্পেশাল কিছু দেওয়া আছে সেজন্য খরচ বেশি। কিন্তু খাওয়ার পরে সেই ধারণা টাও পাল্টে যায়। গোলাটা খেতে যথেষ্ট বাজে ছিল কিন্তু দাম ছিল অনেক বেশি। এর থেকে কুষ্টিয়া সরকারি কলেজের সামনের ৩০ টাকার গোলা অনেক ভালো। ইচ্ছা করছিল ফেলে দিতে কিন্তু তৃষ্ণা পেয়েছিল এবং ৫০ টাকার ব‍্যাপার সেজন্য কোনোরকম শেষ করি। তারপর আর বেশি দেরী করিনি। কারণ বানিজ‍্য মেলায় গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা খুবই খারাপ। সবকিছুর দাম বেশি তার উপর দ্রব‍্যের মান নিয়ে আছে সংশয়।।।





-------------
ভিডিও ধারক@emon42
ডিভাইসVIVO Y91C
সময়ফেব্রুয়ারি ,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



DSC_0363.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যাও কুষ্টিয়া বাণিজ্য মেলা ঘুরে দারুন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।। দুপুরবেলা গেলে এমনিতেই চিনতাম লোকজন কম থাকে মোটামুটি কোলাহলমুক্ত পরিবেশটাই আমার কাছে ভালো লাগে।। বাণিজ্য মেলার কাছেই থাকি এই জন্য মেলায় প্রায় দিনই যাওয়া হয়।। তবে এরকম স্বার্থপর বন্ধুও থাকে গার্লফ্রেন্ড পেলে পথ ভাগ করে নেয়।।
তবে আশা করা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যে মেলাটা আরো জমে উঠবে।।

জি ভাই বর্তমান সময়ে এ সরকারের উদ্যেগে বেশ ভালোই চলছে সব ৷ শুধু দ্রব্যমূল্যের দাম একটু ৷ যা হোক সারা বাংলাদেশের জেলা পর্যায়ে বানিজ্য মেলা হয়েছে ৷
অনেক ভালো আপনি আপনার বন্ধুদের সাথে কুষ্টিয়া বানিজ্য মেলা তে বেশ চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন ৷ সেই সাথে ফটোগ্রাফি গুলো৷

ভাই, বন্ধু ও বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে বেশ তো মেলায় ঘোরাফেরা করেছেন। এখন যেহেতু গরমের শুরু তাইতো দুপুরবেলায় খানিকটা গরম লাগবে এটাই স্বাভাবিক। ভাই,মেলায় যেকোনো জিনিসের দাম, বাইরের দামের তুলনায় অনেক বেশি। তাই কেনাকাটা করে খুব একটা স্বাচ্ছন্দবোধ হয় না। যাইহোক ভাই, এই গরমে ৫০ টাকা দিয়ে গোলা খেয়েছেন সেই সাথে মেলায় সুন্দর সময় কাটিয়েছেন। আর সে সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সর্বপ্রথম ব্যথিত হলাম এক বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে গিয়েছে আর আপনারা বাকি সবাই সিঙ্গেল। মেলায় ঘুরতে যাওয়ার জন্য হলেও একটা গার্লফ্রেন্ড দরকার দেখছি, হাহাহা। যাইহোক আগে এক সময় হয়তোবা মেলার মধ্যে জিনিসপত্রগুলোর দাম মোটামুটি হাতের নাগালে ছিল আর সব জিনিসপত্র কিনতেও ভালো লাগতো। সৌখিন জিনিসপত্রগুলো দেখা হলে টুকটাক কিনে নিয়ে আসা যেত। কিন্তু বর্তমানে মেলাগুলোর যে অবস্থা বাইরে থেকে মেলার জিনিসের দাম অনেক গুণ বেশি। সেই হিসেবে কোন কিছু কেনার ভাবনাটা বাদ দিতেই হয়। সর্বোপরি বাণিজ্য মেলায় সবাই মিলে ঘুরে এসেছেন দেখে ভালো লাগছে। বর্তমানে সব জায়গায়ই এমন, দামটা বেশি ঠিকই তবে মান কেমন হবে সেটা জানা নেই।

বানিজ্য মেলায় ঘুরে দারুন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছো দেখছি। ইমোজি ওয়ালা মগ আমারও ভীষণ পছন্দের, তবে ওখানে বেশ দাম চেয়েছে দেখছি। তাছাড়াও প্রতিটি জিনিসের দাম অনেক বেশি। সবশেষে আইসক্রিমের মতো ওটা, তুমি বলছিলে অখাদ্য তবুও ৫০ টাকা দাম 😕।
কি আর করা এসমস্ত জায়গায় আসলে না খেলেই ভালো।
ধন্যবাদ ভাই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।