আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সবাই কেমন আছেন। আশাকরি ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। স্মৃতি বা মায়া বড়ই কঠিন একটা জিনিস। এই মায়া তৈরি করা এবং কাটানো দুটোই মানুষ করে থাকে। মানুষের কাজই হলো মায়া তৈরি করা এবং মায়া কাটানো। মায়া শুধু এ একজন মানুষের উপর হবে ব্যাপারটা সেটা না। আপনার প্রিয় জায়গা, পোষা প্রাণীটা, আপনার ব্যবহার করা জিনিসটা যেকোনো কিছুর উপর আপনার মায়া সৃষ্টি হয়ে যেতে পারে। আমার পছন্দের অনেক জায়গা থাকলেও মায়া সৃষ্টি হয়েছে এমন জায়গা খুব কম আছে খুবই কম। এরমধ্যে একটা জায়গা হচ্ছে কুমারখালী এম এন স্কুল পার্ক মানে গড়াই নদীর পাড়। এই জায়গা টি শুধু আমার না। এই স্কুলে যারা পড়েছে সবার কাছেই অনেক প্রিয়। জায়গা টাই গেলে একটা তৃপ্তি খুঁজে পাই। ২০১৪-২০১৯ এই পাঁচবছর এই জায়গাটা ছিল আমাদের মিলনমেলা। টিফিন পিরিয়ডে বা ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে আড্ডা দিতাম।
এখন আর সময় হয়ে উঠে না খুব একটা। আর বিকেল বেলা কোনো কাজ না থাকলেও একা একা যেতেও ইচ্ছা করে না। তবে সেরকম কোনো বন্ধু পেলেই দ্বিতীয়বার আর ভাবি না। ছুটে যায় জায়গা টাই। আজই তাই হয়েছিল। আমি এবং আমার বন্ধু রাসেল আজ ঘুরতে বের হয়েছিলাম। একপর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিলাম বিকেলটা আজ এম এন স্কুলের পার্কে কাটাব। তো যেমন কথা তেমন কাজ। দুজন চলে গেলাম বিকেল বেলা। গিয়ে দেখি সেই চির চেনা রুপ। এতো বছরেও জায়গাটার কোনো পরিবর্তন হয়নি। নদীতে এখন পানি নেই। এবং সেই আগের মতোই বিকেল বেলা অসংখ্য লোকের ভীড়। স্বাভাবিকভাবেই দেখি আমার অনেক বন্ধুও এসেছে। যাদের সঙ্গে অনেকদিন পর দেখা আমার। যখন এই স্কুলে পড়তাম তখন এখানে এসে আমাদের প্রধান খাবার ছিল পুরী ফুসকা চটপটি এগুলো। তবে সেই খাবারে এখন পরিবর্তন হয়েছে।
এখন এখানে মটকা চা বিক্রি করা হয়। বিকেল বেলা নদীর পাড় সূর্যাস্তের দৃশ্য সঙ্গে মটকা চা সেটা দেখার জন্য অনেকেই ছুটে আসে। এদের মটকা চা যে খুব ভালো সেটা বলা যাবে না তবে অ্যাভারেজ খারাপ না। তবে বিকেল বেলা নদীর পাশে মুক্ত হাওয়া এবং চা সব মিলিয়ে দারুণ উপভোগ করা যায়। তো আজ গিয়ে প্রথমে বসে ছিলাম বেশ অনেকক্ষণ। চেষ্টা করছিলাম সেই পুরানো দিনগুলোতে ফিরে যাওয়ার। যাইহোক এরপর অর্ডার দিলাম মটকা চায়ের। যদিও রাসেল মটকা চা খেতেই এসেছে আজ। এখানে অর্ডার দিলে আবার বেশ কিছুটা সময় লাগে। যাইহোক অর্ডার দেওয়ার ২০ মিনিট পর চা দিয়ে গেল। চায়ের উপরে বেশি করে গুড়া দুধ দেওয়া। এটা আমার কাছে একটু বিরক্ত লাগে। তবে গুড়া দুধের দিকে তাকিয়ে মেনে নেয়। গুড়া দুধ আমার কাছে এখনো বেশ পছন্দের খাবার হি হি।
চা টা বেশ সময় নিয়ে শেষ করলাম। এরপর এগিয়ে গেলাম একটু সামনের দিকে। দেখতে যে শাহ আলম ভাই আছে নাকী। শাহ আলম ভাই থাকলে ফুসকা খাব। কিন্তু ভুলে গেছিলাম আজ বৃহস্পতিবার। গিয়ে দেখলাম উনি নেই। আগামীকাল মানে শুক্রবার পাওয়া যাবে উনাকে। শাহ আলম ভাই ছাড়া এখানে সেরকম ভালো ফুসকা কেউ তৈরি করে না। সেজন্য আর খাওয়া হলো না। শাহ আলম ভাইয়ের ফুসকার রিভিউ এর আগে কয়েকবার দিয়েছি। এখানে যতগুলো ফুসকার দোকান আছে আমার কাছে উনার টাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরও কিছুক্ষণ বসে থাকলাম। শেষ বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। কিন্তু জায়াগাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। কী জানি আবার কবে আসা হয় এখানে ঠিক নেই। এটা একেবারে প্রাণের সঙ্গে মিশে গেছে। সেজন্য আমিও জীবনানন্দ দাসের মতো বলতে চাই "আবার আসিব ফিরে, এম এন স্কুলের গড়াই নদীর তীরে💞।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া জায়গা অনেক থাকে কিন্তু মনের মতো সব জায়গা হয় না।তবে কুমারখালী এম এন স্কুল পার্কে বেশ ভালোই সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। সত্যি এসব জায়গা ঘুরতো অনেক ভালো লাগে আর সাথে যদি বন্ধু বান্ধবী থাকে তাহলো অনেক ভালো লাগে। যাইহোক ভাইয়া সুন্দর কাটানো সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও সেম বিকেল টাইমটা মাঝেমধ্যে মন চায় আমার পরিচিত স্থানে ঘুরে আসি। তবে আপনার যেমন নদীর পাড় সবচেয়ে ভালো লাগার স্থান যেহেতু বাড়ির অতি নিকটেই নদী রয়েছে আমাদের তো সেটা নেই, তবে বিকেল টাইমটা আমরা পুকুরপাড়ে সময় অতিবাহিত করে থাকি যেহেতু আমাদের এখানে শত শত পুকুর রয়েছে। তাই বিকেল টাইম প্রকৃতির মাঝে নিজের খাপ খাওয়ে রাখতে বেশ ভালো লাগে। যাইহোক অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit