আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বই পড়ার বিকল্প কিছু হয় না। আমার লাইফের ২১ টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর এই ব্যাপার টা আমি বুঝতে পেরেছি। এটা একটু বেশি দেরি হয়ে গিয়েছে বলা যায়। একজন মানুষ কতটা পরিপূর্ণ এটা জানা যায় সে কতগুলো বই পড়েছে এটা থেকে। বই কখনও খারাপ হয় না। বই সর্বদাই ভালো। আপনার যে ধরনের বই পছন্দ আপনি পড়তে পারেন। যেমন আমি আমার একাডেমিক বই মোটেই পড়ি না। কিন্তু আমার পছন্দের লেখকদের গল্প উপন্যাস কবিতা পড়ার চেষ্টা করি। তবে সবমিলিয়ে সময় করে উঠতে পারি না একেবারেই। গত শুক্রবারের কথা। সেমিষ্টার ফাইনাল প্রায় এগিয়ে এসেছে। আমাদের ম্যাথ কোর্সের স্যার প্রথমে এসেই রিমাইন্ডার দিলেন অজ ক্লাস দ্রুত শেষ করবেন। কারণ ফ্যাকাল্টির একটা প্রোগ্রাম আছে।
স্যারের পর আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সের ম্যামও ঐটাই রিপিট করলেন। চার ঘন্টার ক্লাস শেষ দেড় ঘন্টার মধ্যে। তখন অনেক সময় হাতে। চলে গেলাম আমাদের ইউনিভার্সিটির লাইব্ররিতে। আগেও একদিন গিয়েছিলাম তবে ঐদিন বন্ধ ছিল। যথারীতি লাইব্রেরিতে ঢুকতেই দেখি পুরো নিরব একটা পরিবেশ। কেউ কোন কথা বলছে না। প্রথম থেকেই সারি সারি বই। বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সব বই রয়েছে। তবে আমি আমার নিজের ডিপার্টমেন্টের দিকে যায়নি। সোজা চলে গেলাম বাংলা বইয়ের স্থানে। কারণ ঐসময় টা আমি আমার কোর্সের বই পড়ে মাথানষ্ট করতে চাই না। একটু রিফ্রেশমেন্ট চাই হা হা। বাংলা বইয়ের কালেকশন খুব বেশি ছিল না তবে মোটামুটি ভালোই ছিল।
আমি খুজছিলাম বিভূতিভূষণের গল্পসমগ্র বইটা। আমার ইচ্ছা ছিল এখানে বসেই বিভূতিভূষণের লেখা ৬-৭ টা ছোটগল্প শেষ করব। কিন্তু বইটা খুজেঁ পাচ্ছিলাম না। অনেক খোজাখুজির পর পেলাম না। যদিও ততক্ষণে জীবনানন্দ দাশের কয়েকটা কাব্যগ্রন্থ নজরে এসেছে। সেগুলো একটু উল্টে পাল্টে দেখেছি কিছুক্ষণ পড়েছি। তারপর পেলাম বাংলা সাহিত্যের সার্থক সেই মহাকাব্য মেঘনাদবধ কাব্য। যদিও ঐটা পড়ার মতো সময় ছিল না। বেশ কিছুক্ষণ অনেক বই উল্টেপাল্টে দেখলাম। এরপর গেলাম দ্বিতীয় সারিতে। ওখানে গিয়ে দেখি বিভূতিভূষণের অনেক গুলো বই আছে। দেখি বিভূতিভূষণের অসংখ্য রচনাবলি রয়েছে। এবং এই রচনাবলি গুলো একটা উপন্যাস এবং কয়েকটা ছোটগল্প দিয়ে সাজানো। এবং এটার সর্বমোট ১৫ টা এর মতো খন্ড ছিল ওখানে।
আমি খুজছিলাম গল্পসমগ্র আর পেয়ে গেলাম রচনাবলি। যাইহোক তখনও বেশ কিছুটা সময় ছিল। বসে পড়লাম পড়তে। ভন্ডুলমামার বাড়ি, এবং তালনবমী এই দুইটা ছোটগল্প পড়লাম। তালনবমী গল্প টা নিয়ে একটা মুভি আছে যেটার নাম "সহজ পাঠের গল্প"। মুভিটা আমি দেখেছি। দুইটা ছোটগল্প আমার বেশ ভালো লেগেছিল। যদিও আরও সময় নিয়ে যেতে পারলে ভালো হতো। ততক্ষণে লাঞ্চ এর সময় হয়ে এসেছে। এবং দুপুরের পরে আবার ক্লাস আছে। এইজন্য আর বেশিক্ষণ লাইব্রেরিতে থাকিনি। তবে সবমিলিয়ে সময় টা বেশ দারুণ কেটেছিল আমার। প্রতিদিন কয়েকটা সময় লাইব্রেরিতে থাকতে পারলে সব ধরনের মানসিক চাপ দূর হয়ে যেত। কিন্তু সেটা তো সম্ভব না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা আছে না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই আমারও পড়ার নেশা। কিন্তু এখন আর এত সময় কই? ভালো লাগলো জেনে যে আপনিও বই পড়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ইউনিভার্সিটির লাইব্রেরী টা দারুন সুন্দর। কত সুন্দর বইগুলি রাখা। আর তারপর আপনার হাতে এত সুন্দর সুন্দর বই দেখে খুব ভালো লাগলো। সবকটি বই ভীষণ মূল্যবান এবং সময়ের দলিল। জীবনানন্দ দাশ যে আপনি বিশেষভাবে ভালবাসেন তাই আপনাকে দেখলেই বোঝা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit