আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বন্ধুরা বছর ঘুরে আবার সেই শীতকাল চলে এসেছে। আমি সাধারণত সকালে খুব একটা ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতে উঠতে ৮:৩০ টা বেজে যায়। কিন্তু শীত এসেছে সকালে হাঁটতে না গেলে কেমন হয়। শীতের সুন্দর সকাল উপভোগ না করলে কেমন যেন লাগে। আগেরদিন রাতে আম্মুকে বলে রাখলাম কাল সকালে আমাকে ডাক দিবা। যথারীতি সকাল ৬ টার সময় আম্মু আমাকে ডাক দিল। আমি আর দেরি না করে উঠে পড়লাম। এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। বাড়ি থেকে বের হলাম ৬:৩০ এর সময়। আহ চারিদিকে কী সুন্দর কুয়াশা দারুণ লাগছিল।
বন্ধুরা এই জায়গাটা সম্পর্কে আগের দিনও আমি লিখছিলাম। সেদিন অসময়ে বর্ষা এই পোস্টে আপনারা এই জায়গাটা দেখেছিলেন। এটা আমাদের গ্রামের একেবারে মাঝখানে অবস্থিত। এটা আমাদের ঈদগাহ ময়দান। শীত হোক বা বর্ষা জায়গাটা সব পরিবেশেই অসাধারণ লাগে। আপনারা দেখতে পারছেন কতটা কুয়াশা পড়ছে। আসলে গ্রামেই শীতের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। শহরে আপনি এতো সুন্দর প্রাকৃতিক কুয়াশা কোনভাবেই পাবেন না। আমি বেরনোর সময়ই এখানকার কিছু ছবি তুলি। কুয়াশার কারণে বেশিদুর দেখা যাচ্ছে না। একবছর পর এইরকম সকাল পেলাম। আমার অনুভূতি টাই ছিল অন্যরকম। এরপর আর কী এগিয়ে গেলাম সামনের দিকে।
আপনাদের আগেই বলেছি আমার গ্রামের পূর্ব এবং পশ্চিম দিকে দুইটা মাঠ আছে। আমি পশ্চিম দিকের মাঠে গেলাম। সত্যি কথা বলতে মাঠের ঘাসে এতো পরিমাণ কুয়াশা ছিল যে আমার জুতা সম্পূর্ণ টা ভিজে গিয়েছে। সেজন্য ফোনটা ঘাসের একেবারে কাছে নিয়ে গিয়ে কিছু ছবি তুললাম। ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ঘাসের প্রতিটা শিরায় শিরায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং মাঠের মধ্যে যেন আরও বেশি কুয়াশা। এটাকে গ্রাম্য ভাষায় আমরা ভূতুড়ে কুয়াশা বলে থাকি😄। মাঠের মধ্যে কিছুটা বাতাস ছিল। আমার বেশ অনেকটা ঠান্ডা লিগছিল। তাই মাঠ থেকে চলে আসলাম।
এরপর আর কী রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে রেললাইন পড়ল। এবং সূর্যটা উঠে গেছে প্রায়। আমি রেললাইন ধরে বরাবর হাঁটা শুরু করলাম। পথে সেরকম লোকজন নেই। শুধু আমি একা। এবং আমি একাকিত্ব খুব পছন্দ করি। সেজন্য পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। কুয়াশাই রেললাইনের পাথরগুলো এমনভাবে ভিজেছে মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে। রেললাইনের উপর দিয়ে আমাকে একটু সাবধানে হাঁটতে অবশ্য। এভাবেই মিনিট পাঁচ হাঁটলাম। এরপর ভাবলাম কিছু স্পেশাল ফটোগ্রাফি করা যাক।
ছবিগুলো তোলা শেষ করে সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। এবার একটা ছোট ব্রীজ পেলাম। এবং দুপাশে দুটো বিল বা লেক। এবং পানি অনেক কম। তবে এই দুটো বিলে মাছের সংখ্যা অনেক। রোদ উঠলেও কুয়াশার প্রভাব রয়েই গেছে। এখানে কিছুক্ষণ বসি। আগেই বললাম জায়গাটা খুবই নিরিবিলি এইজন্যই জায়গাটা আমার খুব পছন্দ। বেশ কিছুক্ষণ এভাবে বসে কাটালাম। এরপর আর কী বেশ ভালো রোদ উঠে গেছে। এবার বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এককথায় দারুণ একটি সময় কাটিয়েছি আমি। আজ সকালে উঠে হাঁটাহাঁটি করে নিজেকে বেশ ফ্রেশ মনে হচ্ছে। এরপর সারাদিন টা আমার খুবই ভালো কাটে। প্রতিদিন এমনটা হলে খারাপ হয় না।
----- | ----- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
গান | এই চেনা শহরে-কনফিউশান |
শুধু কী ছবি দিয়ে কাজ হয়। তাই আমি একটি ভিডিও ধারণ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটার সামান্য এডিটিং আমি নিজেই করেছি। এবং ব্যাকগ্রাউন্ডে আমার পছন্দের একটি গান সেট করেছি। এটা শুধু আমার বাংলা ব্লগ এর উদ্দেশ্যে তৈরি সেটা ভিডিও এর ড্রেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে। ভিডিও টা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
----- | ----- |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y91C |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
শীতকাল মানেই খুব উপভোগের দিন সেটা খাওয়া দাওয়া কিংবা ঘুরাঘুরি। সবদিক থেকে শীতকাল আমার ভীষণ ভালো লাগে ☺️ আপনার প্রতিটি ছবি হৃদয় ছুঁয়ে গেলো। মনে সত্যিই চাচ্ছে গ্রামের বাড়িতে ঘুরে আসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চলে যান ভাই গ্রামের বাড়িতে🙂🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট ভাই আমার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, শীতকালে কুয়াশাভরা সকালে হাঁটতে খুবই ভালো লাগে, তারই মধ্যে যদি বন্ধু থাকে তাহলে মজাই মজা। আর ভাই অনেকদিন পর ঘাসের উপরে শিশির দেখতে পেলাম খুবই ভালো লাগলো। শুভকামনা রইল, ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেউ ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার ঈদগাহ সম্পর্কে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এবং আপনি ঠিকই বলেছেন শীতের সৌন্দর্য গ্রামে অনুভব করা যায়। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এবং আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকাল এভাবে এখনো উপভোগ করা হয়নি ।আপনার শীতের সকালের মুহূর্তটা অসাধারণ ছিল ।বিশেষ করে ঘাসের উপর জমা শিশিরের দৃশ্য এবং রেললাইনের উপর থেকে করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সকাল ভোরে যেটা দেখেই বুঝা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেউ ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া ছবিগুলা অনেক সুন্দর। বিশেষ করে ঘাসের উপর শিশির বিন্দুগুলা।গ্রামে গেলে এই পরিবেশ উপভোগ করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit