আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
"মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। দশ বছরের জীবন সে উপভোগ করেছে দেড়'বছরে"। উপরের সংলাপ টা চাঁদের পাহাড় উপন্যাসের। যেখানে বাংলার ছেলে শংকর আফ্রিকা থেকে হীরের খনির সন্ধান করে হীরে নিয়ে জীবিত ফিরে আসে। ঐসময় যেন সে বেঁচে থাকার আসল স্বাদ পেয়েছিল। তার জীবনের দশ বছরের সময় টা সে উপভোগ করেছিল ঐ দেড় বছরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমনভাবেই শংকর এর অনূভুতি প্রকাশ করেছিল চাঁদের পাহাড় উপন্যাসে। এই লাইনটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আসলেই আয়ু দিয়ে কখনোই মানুষের জীবনের হিসাব করা উচিত না। গ্রামীণ মানুষের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে পারতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালি উপন্যাসে সেরকম টাই করেছে। সাধারণ ভাবে তুলে ধরেছে অপু এবং দূর্গার জীবন। পরবর্তীতে গিয়ে অপুর বাকি জীবন নিয়ে রচনা করেছেন আরেকটা উপন্যাস অপরাজিত। অত্যন্ত সাধারণ ভাষার প্রয়োগে তিনি মানুষের জীবনকে তার লেখার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তুলতেন সেটা বাংলা সাহিত্যে আর কেউ পারেনি। তার চাঁদের পাহাড় উপন্যাস আমার মতে বাংলা সাহিত্যের সেরা অ্যাডভেঞ্চার উপন্যাস। একজন বাঙালি হয়েও আফ্রিকার প্রকৃতি কে অসাধারণ ভাবে বিশ্লেষণ করে উপন্যাস টা উনি রচনা করেছিলেন। সামাজিক জীবন অ্যাডভেঞ্চার এর বাইরে আমার ভালোলাগা উনার আরেকটা উপন্যাস আরণ্যক। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে এই উপন্যাস টা আপনার জন্য।
আরণ্যক উপন্যাসে উনি এই ধরিএীর অসাধারণ একটা দিক তুলে ধরেছেন। বলা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকী তার জীবনের একটা অধ্যায়কে অবলম্বন করেই উপন্যাস টা লিখেছিল। এগুলো ছাড়াও আদর্শ হিন্দ হোটেল, সুন্দরবনে সাত বৎসর, ইছামতি, এসব জনপ্রিয় উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যি বলতে উনার এই সবগুলো উপন্যাস আমার পড়া। উনার আরও অনেক বই উপন্যাস এখনও আমার পড়া বাকি। তবে যতটুকু পড়েছি আমি উনার অনেক বড় একজন ভক্ত হয়ে গিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু লেখকের লেখা আমি পড়েছি। কিন্তু তারা কেউই বিভূতিভূষণের মতো সহজ করে লেখে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা বোঝা নতুন পাঠকদের জন্য খুব সহজ।
আপনারা ভাবতে পারেন হঠাৎ আজ আমি উনাকে নিয়ে কেন পড়লাম। এটার যথেষ্ট কারণ আছে। আজ এই মহান বাঙালির জন্মদিন। ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে উনি জন্মগ্রহণ করেন। ৫৬ বছর বয়সেসে ১৯৫০ সালে উনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার আগে জীবদ্দশাতে উনি রচনা করে গিয়েছেন অসামান্য সব উপন্যাস, ছোটগল্প। যেগুলো আজীবন উনাকে বাঁচিয়ে রাখবে। আজ জন্মদিনে আমার প্রিয় লেখককে জানাই অনেক অনেক শুভকামনা। আজকে উনার জন্মদিনে উনাকে উৎস্বর্গ করেই আমি পোস্ট টা লিখলাম। আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে উনার বেশ কিছু লেখা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু বাংলায় অনার্স মাস্টার্স করেছি সেহেতু বিভূতিভূষণের অনেক লেখা পড়েছি আমি। গল্প প্রথমত করতে বিরক্তি হয় কিন্তু পূর্ণাঙ্গ ঘটনা জানার পর খুবই ভালো লাগে। আর সেক্ষেত্রে তার পথের পাঁচালী অন্যতম একটি। যাই হোক জন্মদিন উপলক্ষে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছু মনে করিয়ে দিলে ভাই। ধন্যবাদ। 🥰
$PUSS এর যে টেমপ্লেট আছে তাতে একটি বানান ভুল আছে। সেটা অন্য কিছু দিলে ভালো হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা আমি আগে খেয়াল করিনি। আপনি বললেন ভালো হলো। এটা আমি পরবর্তী পোস্ট থেকে পরিবর্তন করে ফেলব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit