আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
LaLiga official YouTube channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
এই সিজেন টা কিছুটা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। প্রথমত দলে অনেক ইঞ্জুরি সমস্যা দ্বিতীয়ত এমবাপ্পে আসার পরে তার অফফর্ম এবং মিডফিল্ডের দূর্বলতা। মূলত গত সিজেনে টনি ক্রুস যাওয়ার পরেই এই সিজেন থেকে মিডফিল্ডের এই সমস্যা টা দেখা যাচ্ছে। গত সিজেনে কোন নাম্বার নাইন ছাড়া দলের প্রধান গোলরক্ষক ছাড়াই স্প্যানিস লীগ, চ্যাম্পিয়ন লীগ, স্প্যানিস সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এই সিজেনে অনাকাঙ্খিতভাবে ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচ হেরেছে। এটা নিয়ে নিন্দুকেরা রাইভাল টিমের ফ্যান রা বেশ মজা করছে। কিন্তু তাদের বলে রাখি রিয়াল মাদ্রিদ গত ১০ বছরে চ্যাম্পিয়ন লীগ জিতেছে ৬ বার। যা কোন ইউরোপীয় জায়ান্ট ক্লাবের ইতিহাসেও অতোগুলো উচল নাই।
গতকাল রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল আরেক স্প্যানিস ক্লাব অ্যালেটিকো বিলবাও এর সাথে। তুলনামূলক এই দলটা বেশ শক্তিশালী। এবং ম্যাচটা ছিল তাদের ঘরের মাঠে। খেলার শুরু থেকে দুই দলই মোটামুটি গুছিয়ে খেলতে থাকে। তবে রিয়াল মাদ্রিদ আক্রমণে যাচ্ছিল বেশি। দুই দল মোটামুটি সুযোগ তৈরি করেও কোন গোল করতে পারেনি প্রথমার্ধে। মোটামুটি গোলশূণ্য ড্র তে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বিলাবাও বেশ দারুণ পজেটিভ কিছু আক্রমণ করে। এবং ম্যাচের ৫৩ মিনিটে বেরেনগুয়ার এর গোলে লিড পায় বিলাবাও। ১-০ তে পিছিয়ে পড়ে মাদ্রিদ। তারপর খেলা আবার শুরু হয়।
ম্যাচের ৬৮ মিনিটে ডিবক্সের মধ্যে প্রতিপক্ষ গোলরক্ষক রুডিগের কে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে আবারও গোল করতে ব্যর্থ হয় এমবাপ্পে। বিলাবাও গোলরক্ষক পেনাল্টি সেভ করে দেয়। ম্যাচের ৭৮ মিনিটে ডিবক্সের বাইরে থেকে এমবাপ্পের নেওয়া শর্ট গোলকিপার প্রতিহত করলেও ফিরতি বল শর্ট নিয়ে গোল করে জুড বেলিংহাম। এবং রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। ম্যাচ তখন ১-১ গোলের সমতায়। ম্যাচের ৮০ মিনিটের খেলা চলছে। বল তখন রিয়াল মাদ্রিদের সাইডে। মাদ্রিদ খেলোয়ার রা নিজেদের মধ্যে বল পাস করছিল। এমন সময় ভালভার্দের একটা সহজ ভুলে বল চলে যায় বিলাবাও খেলোয়ারের কাছে। এবং তারা গোল করে ২-১ গোলে এগিয়ে যায়। ভালভার্দের থেকে এমন ভুল কেউ আশা করেনি।
ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। মাদ্রিদ ২-১ গোলে ম্যাচ টা হেরে যায়। ম্যাচের পরে দেখলাম অনেকেই স্যোসাল মিডিয়ায় ভালভার্দে কে ব্লেম করছে। তাদের উদ্দেশ্যে বলি এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। এবং পর পর দুই গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের পেনাল্টি মিস কেউ মেনে নিতে চাচ্ছে না। মেনে নেওয়ার কথাও না। রিয়াল মাদ্রিদ দল এবং তাদের সাপোর্টার রা জানে এই সময় ধৈর্য ধরতে হবে। রিয়াল মাদ্রিদের উপর পূর্ণাঙ্গ ভরসা আছে। আশাকরি তারা খুব দ্রুতই ফিরে আসবে। হয়তো আমরা একটা খারাপ সিজেন কাটাব। পুরোপুরি ট্রফিলেস থাকব এই সিজেন টা। কিন্তু পরবর্তী সিজেনে রিয়াল মাদ্রিদ আসবে বিধ্বংসী রুপে। যাকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কোন ক্লাবের থাকবে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাইভাল রা একটু বলবেই,মাঠে ওদের যা অবস্থা ওদের গলাবাজিই ভরসা। তাই এগুলো কানে নেওয়ার কিছু নাই। আশা করি খুব দ্রুতই টিম ছন্দে ফিরবে। হালা মাদ্রিদ। ধন্যবাদ ভাই সুন্দর বিশ্লেষণ এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit