আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। সপ্তাহ দুয়েক আমি সেইরকম একটিভ না কমিউনিটিতে। কারণ আমার ল্যাপটপ টা নষ্ট ছিল। যাইহোক মোটামুটি ল্যাপটপের সমস্যা শেষ। আশাকরি এখন থেকে আবার নিয়মিত পোস্ট করতে পারব। নতুন বছরের শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালটা ক্রিপ্টো হোল্ডার বা ইউজারদের জন্য মোটেই ভালো ছিল না। নতুন বছরে আশাকরছি এই অবস্থা থেকে বের হওয়া যাবে। যাইহোক বাংলা ব্লগের ফাউন্ডার আমাদের @rme দাদা এই একটা কনটেস্ট দিয়েছে। যে 2025 সালে বিটিসি, ট্রন,স্টিম,এসবিডি, হাইভ এগুলো সর্বোচ্চ কত তে টাচ করতে পারে তার প্রেডিকশন করতে। কিন্তু 2025 সালই কেন। সেটা দাদা তার পোস্টে সুন্দর করে বলেছেন। পোস্ট টা দেখে আসতে পারেন। যাইহোক আমি আগেই বলে রাখি আমি প্রফেশনাল কোনো ট্রেডার না। ক্রিপ্টো সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত। তবে মোটামুটি কৌতূহল আছে এবং আমি যেহেতু মোটামুটি ট্রেডিং করি সেজন্য প্রতিযোগিতা টাই অংশগ্রহণ করলাম। আমার পোস্টে ভুল হলে সেটা ধরিয়ে দেবেন। আমি এখন ক্রিপ্টোগুলোর প্রাইজ প্রেডিকশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিব।
বিটিসি প্রাইজ প্রেডিকশন
আমরা যদি সাধারণ ট্রেডিং ভিউ অনুসরণ করি তাহলে দেখতে পাই ২০১২ সালের নভেম্বরে বিটকয়েনের দাম ছিল ১২ ডলারের মতো। প্রথম বিটকয়েন halving এর পরে বিটকয়েনের প্রাইজ প্রায় ১০০০-১১০০ ডলার পযর্ন্ত সর্বোচ্চ উঠে। অর্থাৎ halving সময়ের প্রাইজ থেকে প্রায় ১৩০০০% বা ১৩০ গুণ বৃদ্ধি পাই। এরপর দ্বিতীয় বিটকয়েন halving জুলাই ২০১৬ এর সময়ে বিটকয়েনের প্রাইজ ছিল ৬৫০ ডলারের মতো। দ্বিতীয় halving এর পরে ২০১৭ সালের ডিসেম্বরে বিটকয়েনের সর্বোচ্চ প্রাইজ হয় ২০,০০০ ডলার। যা halving এর সময়ের প্রাইজ থেকে প্রায় ৩৫৫০% আপ হয়। এছাড়া আমরা যদি ২০১৩ এর সর্বোচ্চ প্রাইজ থেকে ২০১৭ এর সময়ে সর্বোচ্চ প্রাইজের বিটকয়েনের চার্ট দেখি তাহলে দেখতে পারব প্রায় ১৯০০% আপ হয়েছে।
বিটকয়েনের তৃতীয় ও সর্বশেষ halving হয় ২০২০ সালের মে মাসে। সেই সময়ে বিটকয়েনের প্রাইজ ছিল ৮৮২১ ডলারের মতো। এরপর ২০২১ এ বিটকয়েনের সর্বোচ্চ দাম হয় ৬৯০০০ ডলার। আমরা যদি বিটকয়েনের ২০১৭ এর সর্বোচ্চ প্রাইজ থেকে ২০২১ এর সর্বোচ্চ প্রাইজ দেখি তাহলে দেখতে পারব প্রায় ৩৫০% আপ হয়েছে।
এবার আসি আমার প্রাইজ প্রেডিকশনে। আমরা দেখছি প্রতিটা halving এর পরে বিটকয়েন তার পূর্ববর্তী সর্বোচ্চ প্রাইজ কে ছাড়িয়ে যায়। তো ২০২৪ সালে halving এর পরে ২০২৫ এ যে বিটকয়েনের প্রাইজ নিশ্চিত ভাবে পূর্ববর্তী সর্বোচ্চ ৬৯ হাজার ডলার ছাড়িয়ে যাবে।। আমরা যদি পূর্ববর্তী সর্বোচ্চ থেকে ২০০% আপ ধরে চার্টে দেখি তাহলে বিটকয়েনের প্রাইজ হবে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ডলার। আবার যদি পূর্ববর্তী সর্বোচ্চ থেকে ৩০০% আপ ধরে চার্টে দেখি তাহলে বিটকয়েনের প্রাইজ দাঁড়ায় ২ লক্ষ ৩৮ হাজার ডলারের মতো। আমরা যদি বিটকয়েনের পূর্ববর্তী ইতিহাস বা প্রাইজ চার্ট দেখি তাহলে বুঝতেই পারব having এর পরে পূর্ববর্তী সর্বোচ্চ প্রাইজ থেকে ৩০০% আপ হওয়া বিটকয়েনের জন্য কঠিন কোনো কাজ না। এটা ছিল আমার ট্রেডিং ভিউ থেকে করা প্রেডিকশন।
এখন আমরা যদি বিটকয়েনের রেইনবো চার্ট দেখি তাহলে দেখতে পারব প্রতিটা বিটকয়েন halving এর সময়ে রেইনবো চার্টে বিটকয়েন প্রাইজ ছিল সবচেয়ে নিচে নীল ঘরে। এবং halving এর পরে সর্বোচ্চ টাচ করেছে লাল এবং কমলা রঙের ঘরে। এখন ২০২৩ চলছে। রেইনবো চার্ট বিটকয়েনের প্রাইজ রয়েছে সবচেয়ে নিম্নে নীল ঘরে। এখন যদি আমরা পূর্ববর্তী রেইনবো চার্ট খেয়াল করি তাহলে ২০২৪ halving এর পরে ২০২৫ সালে রেইনবো চার্টে হলুদ ঘর টাচ করে তাহলে প্রাইজ হবে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ডলার। আবার যদি কমলা রঙের ঘরে প্রবেশ করে তাহলে বিটকয়েন প্রাইজ হবে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ডলার। পূর্বের রেইনবো চার্ট খেয়াল করলেই আমরা দেখব বিটকয়েন halving এর পরে সহজেই হলুদ এবং কমলা রঙের ঘরে প্রবেশ করে। সেদিক থেকে রেইনবো চার্ট দেখে আমরা বলতেই পারি ২০২৫ সালে বিটকয়েনের প্রাইজ ২ লক্ষ ডলার হতে পারে।
এখন আসি আমার ফাইনাল প্রেডিকশনে। ট্রেডিং ভিউ এনালাইসিস এবং রেইনবো এনালাইসিস থেকে আমার ধারণা ২০২৪ সালের halving এর পরে বিটকয়েনের প্রাইজ হবে সর্বোচ্চ ১৫০,০০০ ডলার থেকে ১৮০,০০০ ডলার। মানে বিটকয়েনের প্রাইজ হবে ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার ডলার। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এবং ধারণা।
ট্রন এর প্রাইজ প্রেডিকশন
সাধারণত কোনো ক্রিপ্টো কয়েন বা টোকেনের প্রাইজ নির্ভর করে তার কাজের উপর। ট্রন খুব বেশিদিন ক্রিপ্টো মার্কেটে আসেনি। তবে এরমধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েন মার্কেট ক্যাপে ট্রন এর র্যাংক ১৪। যা অনেক কয়েন চেষ্টা করেও এখনো অর্জন করতে পারেনি। ট্রন এর সবচেয়ে বড় দিক হলো এর নিজস্ব ব্লকচেইন রয়েছে। ক্রিপ্টো মার্কেটে কয়েন বা টোকেন আছে অসংখ্য। কিন্তু নিজস্ব ব্লকচেইন আছে এইরকম কয়েন খুবই কম আছে। এছাড়া ট্রনের ফি লেস দ্রুত ট্রানজেকশন এর জন্য এটা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন পযর্ন্ত ট্রন এর সর্বোচ্চ প্রাইজ ছিল সম্ভবত ০.২৫ ডলার বা ২৫ সেন্ট। তবে এরপরে বিটকয়েন halving পরেও ট্রন তার সর্বোচ্চ প্রাইজ অতিক্রম করতে পারেনি। ট্রন এর বতর্মান মার্কেট ক্যাপ ৫,০২৬,৮০০,৩০০ ডলার। এবং ট্রন এর সার্কুলেটিং স্পালাই ৯১,৯৬৪,২৪৮,৮৭২। এবং সর্বোচ্চ স্পালাই ৯১,৯৬৪,২৯৩,৭৪২। এবং ভবিষ্যতে ট্রন এর স্পালাই বাড়তে পারে। কারণ এর সর্বোচ্চ স্পালাই কত সেটা দেওয়া নেই। ট্রন এর প্রাইজ নির্ভর করবে কতৃপক্ষ ট্রন কতটা বার্ন করতে পারবে।
ট্রন পৃথিবীর প্রায় সব একচেঞ্জ সাইটে লিস্টেটেড আছে। বিভিন্ন এক্সচেঞ্জে USDT,BTC,BNB,ETH,TRY,USD,USDC,XBT,XRP,KCS এইসব জনপ্রিয় কয়েনের সঙ্গে ট্রন এর Pair আছে। সেজন্য বলায় যে ট্রন যে একটা ভালো প্রজেক্ট এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। ২০২৪ সালে btc halving এর পরে বিটকয়েন সহ সকল কয়েনের প্রাইজ বাড়বে। সেই অনুসারে ট্রন এর যে pair গুলো আছে স্টেবল কয়েন(usdt,usd,usdc) বাদে। তাদের সবার প্রাইজ আপ হবে। আর pair কয়েনের প্রাইজ আপ হলে মূল কয়েন টারও প্রাইজ আপ হয়। সেক্ষেত্রে পরবর্তী btc halving এর পরে যে ট্রন এর প্রাইজ বেশ ভালো হবে সেটা কোনো সন্দেহ ছাড়া বলা যায়। কিন্তু সেটা কত??
আমার প্রেডিকশন অনুযায়ী ট্রন যদি তার সর্বোচ্চ প্রাইজ থেকে ১৫০-৩০০% ও আপ হয় তাহলে ২০২৫ এ ট্রন এর প্রাইজ দাঁড়াবে ০.৫০-১ ডলারে। তবে আমার প্রেডিকশন ২০২৫ এ ট্রন এর প্রাইজ হবে সর্বোচ্চ ১ থেকে ১.৫ ডলার। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত।।
স্টিম এর প্রাইজ প্রেডিকশন
স্টিমিট একটি ব্লকচেইন নির্ভর ব্লগিং প্লাটফর্ম। এবং এই প্লাটফর্মের ইউজারদের ব্লগিং এর মাধ্যমে আর্নিংয়ের একটা দারুণ সুযোগ রয়েছে। ২০১৬ সালে স্টিমিট ব্লকচেইন এর যাএা শুরু হয়। নেড স্কট, ব্লকচেইন ডেভেলপার ড্যান ল্যারিমারের সঙ্গে স্টিমিট ব্লকচেইন প্লাটফর্ম চালু করেন। তবে স্টিমিট প্লাটফর্মের বর্তমান মালিক বলা হয় জাস্টিন সানকে। যিনি ট্রনেরও প্রতিষ্ঠাতা। স্টিম নেটওয়ার্কে প্রতি তিন সেকেন্ডে একটা করে ব্লক ক্রিয়েট হয়। কোনো ইউজার একটা কনটেন্ট ক্রিয়েট করলে কিউরেটরদের আপভোটে যে পরিমাণ স্টিম মাইনিং হয় তার ৭৫% ইউজার এবং কিউরেটর পেয়ে থাকে। এবং ১০% যায় উইথনেস বা সাক্ষীদের ওয়ালেটে এবং বাকি ১৫% যায় স্টিম পাওয়ার হোল্ডারের নিকট।
----- | ----- |
---|---|
কয়েন মার্কেট ক্যাপ র্যাংক | ২৮১ |
বতর্মান প্রাইজ | $০.১৬ |
মার্কেট ক্যাপ | $৬৬,৯৫১,৭৪০ ডলার |
সার্কুলেটিং স্পালাই | ৪২৪,১৪০,৬৩৭ স্টিম |
সর্বমোট স্পালাই | ৪০৯,১৯০,৯৮১ |
সর্বোচ্চ প্রাইজ | $৮.৬০ ডলার(2018) |
সর্বনিম্ন প্রাইজ | ০.০৬২ ডলার(2017) |
এক বছরে সর্বোচ্চ | $০.৬২ |
একবছরে সর্বনিম্ন | $০.১৩ |
একচেঞ্জ | Binance, poloniex, Bithumb,Bittrex,Huobi |
পেয়ার | USDT,BTC,ETH,BUSD,TRX |
স্টিমিট এর একটা মোটামুটি ধারণা আপনারা উপরে দেখতে পারছেন। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং এক নাম্বার একচেঞ্জে স্টিম লিস্টেড রয়েছে। BTC,ETH,এর মতো জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কয়েনগুলোর সঙ্গে স্টিম এর পেয়ার রয়েছে। যেটা স্টিম এর জন্য খুবই পজেটিভ একটা দিক। এখন আসি আসল কথায়। ২০২৪ সালে বিটিসি হাভিং এর পরে ২০২৫ সাল পযর্ন্ত স্টিমিট সর্বোচ্চ কত ডলারে যেতে পারে।ব্লকচেইন টেকনোলজি পুরো পৃথিবীতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এবং সেক্ষেত্রে স্টিমিট এর মতো ব্লকচেইন বেসড ব্লগিং প্লাটফর্মও এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। যদিও স্টিম এর প্রাইজ এখন খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। তবে btc halving এর পরে btc এর প্রাইজ বাড়লে পুরো ক্রিপ্টো মার্কেটের সঙ্গে স্টিম খুব ভালো একটা অবস্থানে যাবে এটা বলা যায়। আমার প্রেডিকশন ২০২৫ সালে স্টিম এর প্রাইজ হবে মিনিমাম $১.৫-$২ ডলার এবং সর্বোচ্চ প্রাইজ হবে $৪-$৫ ডলার। আশাকরি সব ঠিক থাকলে ২০২৫ সালে স্টিমিট এর প্রাইজ হবে $১.৫-২ থেকে ডলার। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত।
এসবিডি এর প্রাইজ প্রেডিকশন
এসবিডি হলো স্টিম ব্যাকড ডলার। স্টিমিট এর আরেকটা নেটিভ কয়েন হলো এসবিডি. একজন ব্লগার তার পোস্ট থেকে যে রিঅ্যাওয়ার্ড পাই তার 50% এসবিডি এর মাধ্যমে দেওয়া হতো। এবং বাকি 50% দেওয়া হতো স্টিম পাওয়ার। স্টিমিট এর ইন্টারনাল মার্কেট থেকে SBD থেকে স্টিম সহজেই কনভার্ট করা যায়। কিন্তু এখন SBD এর প্রাইজ কম হওয়াই SBD রিঅ্যাওয়ার্ড দেওয়া আপাতত বন্ধ আছে। তবে আমরা আশাবাদী খুব দ্রুতই আবার SBD রিঅ্যাওয়ার্ড চালু হবে। SBD নিয়ে আলাদা কিছু বলার নেই। স্টিমিট প্লাটফর্মের দুইটা কয়েনের মধ্যে অন্যটা হলো SBD.
------ | ------ |
---|---|
কয়েন মার্কেট ক্যাপ র্যাংক | ৪৭৬ |
বতর্মান প্রাইজ | $২.৩০ ডলার |
অল টাইম হাই | $২২.৩০ ডলার |
অল টাইম লো | $০.২৬ ডলার |
মার্কেট ক্যাপ | $২৭,৩০৮,২০৫ ডলার |
সার্কুলেটিং স্পালাই | ১১,৮৮৩,১৬৮ SBD |
সর্বমোট স্পালাই | ১১,৮৮৩,১৬৮ SBD |
একচেঞ্জ | Bittrex, upbit,HitBtc |
পেয়ার | BTC,ETH,KRW |
মোটামুটি SBD এর সাময়িক একটা ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আমি। SBD এর সর্বোচ্চ প্রাইজ দেখলেই আমরা বুঝতে পারব SBD এর প্রাইজ এখন অনেক কম। যদিও পুরো ক্রিপ্টো মার্কেটই এখন বেয়ারিশ মুডে আছে। এখন আমাদের টার্গেট পরবর্তী 2024 এর BTC halving. Btc halving এর পরে 2025 সালে sbd এর প্রাইজ কত হবে?? আমার প্রেডিকশন অনুযায়ী ২০২৫ সাল পযর্ন্ত sbd সর্বোচ্চ $১২ ডলার টাচ করতে পারে। এবং মিনিমাম প্রাইজ হবে $8 ডলার। এটা সম্পূর্ণ আমার অনুমান এবং আমার ব্যক্তিগত অভিমত।
হাইভ এর প্রাইজ প্রেডিকশন
হাইভ, স্টিমিট এর মতোই ব্লকচেইন বেসড একটি ব্লগিং প্লাটফর্ম। হাইভ প্রুফ অফ স্টেক এই নীতির উপর চলে। বতর্মানে স্টিমিট ও হাইভ আলাদা হলেও স্টিমিট এর সদস্যরাই হাইভ এর প্রতিষ্ঠাতা বলা যায়। যার মধ্যে অন্যতম ট্রন ব্লকচেইনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান। হাইভ হলো একটি ব্লকচেইন যা ওয়েব ৩.০ এর জন্য ডিজাইন করা হয়েছে বলে দাবি করা হয় । স্টিমিট এর মতো হাইভেও পোস্ট করা সব ব্লগ ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে সংরক্ষণ করা যায়। হাইভ ব্লকচেইন প্লাটফর্মের ব্যবহারকারীদের দুইটা ক্রিপ্টোকারেন্সি টোকেন বা কয়েন দেওয়া হয়। একটা হলো হাইভ এবং অন্যটা HBD বা হাইভ ব্যাকড ডলার। হাইভের কমিউনিটি টা বেশ শক্তিশালী। এবার হাইভ ক্রিপ্টোর কিছু তথ্য দেখে আসা যাক।
------ | ------ |
---|---|
কয়েন মার্কেট ক্যাপ র্যাংক | ১৪০ |
বতর্মান প্রাইম | $০.৩০ ডলার |
মার্কেট ক্যাপ | $১৪৭,৫০০,০১৮ ডলার |
সার্কুলেটিং স্পালাই | ৪৯৫,৭৬৬,৬২৭ হাইভ |
সর্বমোট স্পালাই | ৪৯৫,৭৬৬,৬২৭ হাইভ |
অল টাইম হাই | $৩.৪২ ডলার |
অল টাইম লো | $০.০৮৬ ডলার |
একচেঞ্জ | Binance, Bithumb,Bittrex,Huobi,Hotbit, etc. |
পেয়ার | USDT,BUSD,BTC,USD, etc.. |
আমি উপরে হাইভ এর ইতিহাস কিছুটা পর্যালোচনা করেছি এবং উপস্থাপন করেছি। হাইভ এর সঙ্গে বেশ কিছু ভালো স্টেবল কয়েন এর পেয়ার রয়েছে। এটা বেশ ভালো একটা দিক। এবং বেশ ভালো কিছু একচেঞ্জ সাইটে এটা লিস্টেটেড রয়েছে। তার চেয়েও ভালো কথা কয়েন মার্কেট ক্যাপে এর র্যাংক ১৪০ যা অনেক ভালো অবস্থান বলা যায়। এর আগে হাইভের সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় ৩.৫০ ডলার। তবে বর্তমানে পুরো ক্রিপ্টো মার্কেট এখন বেয়ারিস মুডে রয়েছে। যার পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। 2024 সালে btc halving এর পরে বিটকয়েন সহ পুরো ক্রিপ্টো মার্কেট খুব ভালো অবস্থানে যাবে এমনটাই সবার প্রত্যাশা এবং অনুমান। আমার ধারণা অনুসারে ২০২৫ সালে হাইভ এর প্রাইজ হবে $2-$3 ডলার। অর্থাৎ সর্বোচ্চ $4-$5 ডলার টাচ করতে পারে হাইভের প্রাইজ। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
টুইটার শেয়ার লিংক: https://twitter.com/Emon423/status/1613561238847651843?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিপ্টো প্রাইস প্রেডিকশন নিয়ে অনেক পড়াশোনা করেছেন দেখছি। আপনার প্রেডিকশনগুলো বিস্তারিত দেখে খুব ভালো লাগলো। বিটকয়েন, হাইভ, এসবিডি যদি আপনার প্রেডিকশন অনুযায়ী বৃদ্ধি পায় তাহলে আমাদের সকলের জন্য খুবই ভালো। বিশেষ করে স্টিমের দাম যদি সর্বোচ্চ চার থেকে পাঁচ ডলার হয় তাহলে তো কথাই নেই। তাছাড়া আপনি প্রতিটি বিষয় চার্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন যা দেখে বুঝতে অনেক সুবিধা হয়েছে। দোয়া করি আপনার প্রেডিকশনগুলো যেন সত্যি হয়। সত্যি না হলেও কাছাকাছি যেন যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit