ইউটিউব ভিলেজ ভ্রমণ পর্ব:২। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in hive-129948 •  3 years ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার,২৭ই সেপ্টেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



PicsArt_09-27-01.33.07.jpg

আমার বন্ধুরা এর আগেও আমি একদিন আমার জেলার একটি বিখ‍্যাত এবং নামকরা একটি জায়গা নিয়ে আলোচনা করেছি। এটা হলো ইউটিউব ভিলেজ। এই ইউটিউব ভিলেজটা দুই ভাগে বিভক্ত। এই দুটি জায়গার মধ্যে প্রায় ৫ কিলোমিটারের দূরত্ব। আজ আমি তার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত গ্রামটির নাম শিমুলিয়া। এটা কুষ্টিয়া জেলার খোকসা থানায় অবস্থিত। কিন্তু এই গ্রামে একজন ইউটিউবার একটি খাবারের ব্লগ করেন। যেটি কিনা রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। তারপর থেকেই এই গ্রামটিকে ইউটিউব ভিলেজ বলা হয়। ইউটিউব ভিলেজটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন পূর্বেই আমি সেখানে গিয়েছিলাম। এই পোস্টের ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20210812_173838.jpg

IMG_20210812_173955.jpg

IMG_20210812_173508.jpg

IMG_20210812_173516.jpg

w3w


ইউটিউব ভিলেজে ঢুকতেই এই হাঁসটা চোখে পড়ে। এই হাঁসটি খড় দিয়ে তৈরি। খড় বলতে ধানের লারা কে বোঝায়। এই হাঁসটি অনেক বড় করে তৈরি করা হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর। এই হাঁসটির ভেতরে ঢোকার জন্য একটি দরজা আছে। দরজা দিয়ে ভেতরে যাওয়া যায়। কিন্তু আমার উচ্চতা অনুযায়ী দরছা এবং ঘরের উচ্চতা অনেক কম। এরপর আমি এবং আমার বন্ধু লিখন খড়ের তৈরি হাঁসটিকে কেন্দ্র করে কিছু ছবি তুলি। ছবিগুলি আমি উপরে উপস্থাপন করেছি। এটা একদম ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুব বৃষ্টি হয়েছিল। এই জায়গাটাই বেশ ভালোই কাঁদা পানি ছিল।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20210812_174750.jpg

IMG_20210812_174109.jpg

IMG_20210812_174113.jpg

w3w

এটা হলো কাট বাঁশ এবং খড় দিয়ে তৈরি এক রুম বিশিষ্ট একটি দোতলা বাড়ি। এই বাড়ি টা ওই ইউটিউব ভিলেজের মধ্যেই অবস্থিত। এই বাড়িটার উপরে উঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা বাঁশ দিয়ে তৈরি। এবং আমার বন্ধু লিখন সেখানে গিয়ে বসে এবং আমি ওর ছবি তুলি। লিখন ঘরের উপর তলায় উঠে সুন্দর একটি স্টাইলে ছবি উঠে। এই ঘরটি যে তৈরি করেছে সেই শিল্পীর গুণের প্রসংসা করতে হয়।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20210812_174527.jpg

IMG_20210812_174550.jpg

IMG_20210812_174611.jpg

w3w

এরপর আসে আমার পালা। সব জায়গাই এই ছবি তোলার সুযোগটা লিখন নেয়। সেদিনও তার ব‍্যতিক্রম হয়নি। লিখনের ছবি উঠা হলে আমি ঘরের দোতলায় উঠি। এবং আমি প্রথম ঘরের ভেতরে গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখি। এরপর আমি বাইরে এসে বিভিন্নভাবে ছবি উঠি। সেদিন আমার ছবিগুলো অন‍্যদিনের চেয়ে একটু বেশিই ভালো হয়েছিল😄😄। আমাদের দুজনের সাথে আরও একজন ছিল। আমরা ফোনটা তার কাছে দেয় এরপর আমি এবং লিখন একে অন‍্যের কাধেঁ ভর করে সুন্দর একটি ছবি উঠি। ছবিটি আমি উপরে উপস্থাপন করেছি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20210812_175045.jpg

IMG_20210812_175049.jpg

IMG_20210812_175106.jpg

IMG_20210812_175121.jpg

IMG_20210812_175151.jpg

IMG_20210812_175153.jpg


w3w


ইউটিউব ভিলেজের এই অংশটার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই বাড়িটা। এবং আকর্ষণ বলেই এটা আমি সবার শেষে উপস্থাপন করছি। এটা হলো বাঁশ দিয়ে তৈরি বাড়ি। বাঁশ ছাড়া এখানে অন‍্যকোন উপাদন ব‍্যবহার করা হয় নাই। এবং বাঁশে সুন্দর করে নীল এবং সাদা রং করেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এটা একতলা বিশিষ্ট বাড়ি। এবং ছাদে উঠার জন্য বাঁশের তৈরি একটি সিড়ি আছে। এইখানে কিন্তু কেউ বসবাস করে না। এরপর আমি বাড়িটার সাথে অনেকগুলো সেলফি উঠি। তার কিছু ছবি আমি এখানে উপস্থাপন করেছি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


যমুনা টিভির প্রতিবেদন:



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


বৈশাখী টিভির প্রতিবেদন।



----------
ফটোগ্রাফার@emon42& Likhon
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর ফটোগ্রাফি ভিডিও কালেক্ট করেছেন ও সুন্দর আলোচনা করেছেন

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব‍্যের জন্য।।

ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য গ্রামের নাম ইউটিউব ভিলেজ হয়ে যাবে এটা শুধু আমাদের এখানেই সম্ভব। তবে এই চ্যানেলগুলো বেশ ভালো, নিজেদের কামাইয়ের সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থান তৈরী করেছে আবার গ্রামের সবাইকে একবেলা খেতে দিচ্ছে। ভারতেও এরম প্রচুর চ্যানেল হয়েছে। 🤗

ভারতেও আছে বাহ দারুন তো। ধন্যবাদ দাদা জানানোর জন্য।।

ভাই কি অসাধারণ ফটোগ্রাফি আপনার দেখলেই মন জুড়িয়ে যায়। বিশেষ করে বাড়িগুলোর কারো কাজগুলো খুবই সুন্দর। আমারতো এখনি মন চাইছে যে একটু জায়গাটা ঘুরে দেখে আসি। শুভকামনা ভাই আপনার জন্য। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই। আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনার মন্তব‍্যের জন্য।।

ইউটিউব গ্রামের নাম অনেক শুনেছি এবং এখানে তৈরি হওয়া অনেক ভিডিও দেখেছি কিন্তু গানটি কখনো দেখা হয়নি যেটা আপনার মাধ্যমে সম্ভব হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সুন্দর একটি গ্রাম।

হ‍্যা ভাই গ্রামটি খুবই সুন্দর। আপনার আমন্ত্রণ থাকল।

আবার কবে আসছিলেন?

তাও অনেক দিন আগে। একমাস তো হবেই।

অনেক দিন আগে পোস্ট দিছলেন ওই দিন?

ও হ‍্যা ভাই। ওইটা ছিল অন‍্য জায়গা। এই জায়গাই কিছুদিন পর গিয়েছিলাম। দুইটা জায়গার মাঝে বেশ ভালো ব‍্যবধান আছে।

জায়গাটি সত্যিই খুব অসাধারণ লাগছে ভাই।অনেক সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত রয়েছে।প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে।
জায়গাটি সম্পর্কে আপনি অনেক তথ্য শেয়ার করেছেন।আপনি অনেক আনন্দঘন সময় পার করছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব‍্যের জন্য।

জায়গাটা অনেক সুন্দর। কিন্তু আমি এখনও যাই নাই। খালি তুমি একা একাই ঘুরলে আমাদেরও নিয়ে যেতে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো। শুভ কামনা রইল।

😄😄😄। ধন্যবাদ। একদিন একসঙ্গে আবার যাব।

ইউটিউব ভিলেজ প্রতিবেদনটি পড়ে বেশ ভালই লাগলো যমুনা টিভির ভিডিও টি দেখলাম।হাঁসের ছবিটি অসাধারন হয়েছে♥

ধন্যবাদ আপু।

সত্যি বলতে ভাই আজকে নতুন শুনলাম কুষ্টিয়ায় অবস্থিত ইউটিউব ভিলেজ এখানে যাওয়ার খুব ইচ্ছা জাগছে আপনার পোস্টটি দেখে এবং খুবই ভালো লাগলো অনেক সুন্দর কালেকশন করেছেন এবং পিকচার গুলো ভালোই লাগছে সবকিছু মনে হচ্ছে কাঠের তৈরি এবং প্রথমে ঢুকতে হাঁস দেখলাম অনেক ভালো লাগলো সুন্দর পরিবেশনা ছিল আপনার এবং শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনার মন্তব‍্যের জন্য। চলে আসুন আপনার আমন্ত্রণ থাকল।

ইউটউব গ্রাম দেখে অনেক অবাক হয়ে গেছি। অনেক নতুন তথ্য জানতে পারলাম আপনার মাধ্যমে।ছবিগুলা খুব দারুন হয়েছে। অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনার মন্তব‍্যৃর জন্য।