আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
১৯৮৯ সালে ইংল্যান্ডের ব্রেডফোর্ডে জন্মগ্রহণ করে ছেলেটা। ছোটবেলা থেকেই এক অদ্ভুত প্রতিভা নিয়ে জন্মেছিল ছেলেটা। ছেলেটার বাবা ইংলিশ কাউন্টি ক্রিকেটের বেশ পরিচিত মুখ এবং নাম করা একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান ছিল। বাবা একজন ভালো ক্রিকেটার হলেও তার ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার। এবং তিনি ইংল্যান্ড এর ঐতিহ্যবাহী ক্লাব লিডস ইউনাইটেড এর যুবদলের হয়ে খেলেছে। ছেলেটা বড় হয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু হটাৎই তার জীবনের পরিবর্তন হয়ে যায়। হঠাৎ তার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তার মায়ের বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাবাও আত্মহত্যা করে। যেই দৃশ্য ছেলেটার পুরো ছোটবেলা কে বিষাদময় করে তোলে। বাবা মা দুজনের মৃত্যুর পরে ছেলেটা তার দাদার কাছে মানুষ হতে থাকে। এবং সে ফুটবল ছেড়ে দিয়ে ক্রিকেট বেছে নেয়। তার ইচ্ছা বাবার মতো সে একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হবে।
নিজের ছোটবেলাতে সে একটা বিখ্যাত সিরিজে অভিনয় করেছে। হ্যা ছেলেটা হ্যারিপটার সিরিজেও অভিনয় করেছে। ব্যাপার টা বেশ মজার এবং কৌতূহলের। আমি সিরিজটা বেশ কয়েকবার দেখেছি। কিন্তু ঐভাবে তাকে কখনো খেয়াল করা হয়ে উঠেনি। কিন্তু যখন জানতে পেরেছি বেশ অবাক হয়েছি। ছেলেটার নাম জনি বেয়ারস্ট্রো। ছেলেটা আজ ইংল্যান্ডের নাম করা একজন মারকুটে খেলোয়ার। যাইহোক ফুটবল ছেড়ে বাবার মতো ক্রিকেটার হওয়ার ইচ্ছা প্রকাশ করার পর তার দাদা তাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়। চলতে থাকে তার লড়াই। তার ইচ্ছা সে তার বাবার মতো একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হবে। বাবা মায়ের অকালমৃত্যুর শোক কে সে শক্তিতে পরিণত করে এবং এগিয়ে যায়। যার ফলাফল সে এখন পেয়েছে।
অনেক টা পথ পাড়ি দেওয়ার পরে ২০১১ সালে সে ইংল্যান্ড দলের হয়ে অভিষিক্ত হয়। এরপর ২০১২ সালে তার অভিষেক হয়ে ইংল্যান্ড টেস্ট দলের হয়ে। এই একযুগ সে দাপটের সঙ্গে খেলেছে। আমার মতোই অনেকের কাছে একজন প্রিয় খেলোয়ার সে। তার ঐ মারকুটে ব্যাটিং ওপেনিং অথবা কয়েক উইকেট পরে নেমে উনি যে ঝড় তোলে সেটা সত্যি প্রশংসনীয়। ইংল্যান্ড দলের অত্যন্ত সফল একজন খেলোয়ার সে। এছাড়া বিশ্বের সব ফ্রাঞ্চাইজী লীগে সে খেলেছে। বিশেষ করে আইপিএল এর মতো লীগে তার মতো ব্যাটসম্যান কে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়। আর টি টুয়েন্টি ক্রিকেটে তার মতো ব্যাটসম্যান খুবই কম আছে বতর্মানে। জনি বেয়ারস্ট্রো এর জীবন টা কিন্তু একেবারেই রুপকথার মতো।
জনি বেয়ারস্ট্রো এর উঠে আসা টা মোটেই সহজ ছিল না। নিজের শৈশবে বাবা মা কে হারানোর পর যেভাবে উঠে এসেছে সেটা রুপকথা কেউ হার মানায়। একটা বিষয় কী জানেন রুপকথা বলতে কিছু হয় না। অনেক সময় মানুষের জীবন মানুষের সংগ্রাম রুপকথার থেকেও বেশি আকর্ষণীয় বেশি অবিশ্বাস্য হয়ে উঠে। আমাদের সবার জীবনেই এইরকম লড়াই করতে হয়েছে। যার লড়াই যত বেশি যার পথে যত বেশি বাঁধা তার সফলতা টাও তো ততই বড় ততই বেশি। রুপকথা কিছুই না। মানুষের জীবনের গল্পগুলোকেই নাম দেওয়া হয় রুপকথা। আমার আপনার জীবনের যে লড়াই এটাকে যদি ভালোভাবে হাইলাইট করা হয় কখনো না হয়তো সুপারহিট হবে না কিন্তু সেটা একেবারে ফেলে দেওয়াও যাবে না। কখনো হতাশ হবেনা না। সবসময় চেষ্টা চালিয়ে যান। অবশ্যই হবে আজ না হয় কাল না হয় পরশু হবে কিন্তু হবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া মানুষের জীবনের গল্পকে বলা হয় রূপকথা।আসলে ভাইয়া ধৈর্য্য আর সফলতা থাকলে সব কিছুই সম্ভব। শুধু জনি বেয়ারস্ট্রো কেন কেউ সহজে উঠতে পারে না। কোন কাজে লেগে থাকলে সব কিছুই সম্ভব। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জনি বেয়ারস্ট্রো এর জীবনটা আসলেই রূপকথার মত ভাই। কারণ বাবা মায়ের মৃত্যুর পর জনি বেয়ারস্ট্রো এর উপরে উঠে আসা টা মোটেই সহজ কথা ছিল না। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো পুরোপুরি ভেঙ্গে যেত, কিন্তু সে নিজেকে শক্ত করে তার সফলতায় ঠিকই পৌঁছেছে। বাস্তব জীবনের এই গল্পটা সত্যি রূপকথাকে হার মানায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit