আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনারা তো আগে থেকেই জানেন বিভিন্ন দেশের নোট সংগ্রহ করা আমার একটি শখ। এই শখ পূরণের কাজ আমি চালিয়ে যাচ্ছি।এর আগে আমি আমার সংগ্রহিত অনেক নোট নিয়ে পোস্ট করেছি নোটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আবার অনেকদিন পর চলে আসলাম নতুন কিছু নোটের সংগ্রহ নিয়ে। এই নোটগুলো আমার সংগ্রহে যোগ হয়েছে কিছুদিন পূর্বেই। তো চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
- এটা আমার আজকের সংগ্রহের প্রথম নোট। এটা আমাদের প্রতিবেশী ভারতের নোট। এটা ভারতের ২ রুপীর একটি নোট। ভারতের মুদ্রার নাম রুপী এটা আমাদের সবারই জানা। এটা বেশ পুরাতন একটি নোট। এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়। ১ ভারতীয় রুপী সমান ১.১৫ বাংলাদেশী টাকা। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের অক্টোবর মাসে। এই নোটের উপরে হিন্দি এবং ইংরেজি এই দুইটা ভাষার প্রয়োগ দেখা যাচ্ছে। এবং এই নোটের একপাশে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া রয়েছে।
- এটা ভারতেরই একটি নোট। এটা ভারতের ৫ রুপীর একটি নোট। এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়। এই নোটটা বেশিদিন আগের নয়। এই নোটটা বেশ সুন্দর। ভারত আমাদের মতোই কৃষিপ্রধান দেশ। এবং নোটের একপাশে কৃষিকাজের একটি দৃশ্য এবং অন্যপাশে ভারতের মহান ব্যক্তি মহাত্না গান্ধীর ছবি দেওয়া রয়েছে। এবং এই নোটেও হিন্দি এবং ইংরেজি দুটি ভাষার ব্যবহার দেখা যাচ্ছে। এবং এই নোটের একপাশে ভারতের প্রধান কিছু ভাষায় পাঁচ টাকা লেখা রয়েছে। সবার আগে বাংলায় লেখা রয়েছে। এই ভারতীয় রুপী সমান ১.১৫ বাংলাদেশী টাকা। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের অক্টোবর মাসে।
- এটাও ভারতের একটি নোট। এটা ভারতের ১০ রুপীর একটি নোট। এটা ভারত সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়। এই নোটটাও বেশ সুন্দর। অন্যান্য নোটের মতো এই নোটেও ভারতের মহান ব্যক্তি মহাত্মা গান্ধীর ছবি দেওয়া রয়েছে। এবং অন্যপাশে দেওয়া রয়েছে একটি বাঘের ছবি। এই নোটেও ভারতের প্রধান কিছু ভাষায় দশ টাকা লেখা রয়েছে। ১ ভারতীয় রুপী সমান ১.১৫ বাংলাদেশী টাকা। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের অক্টোবর মাসে।
- এটা হলো বাহরাইন এর একটি নোট। বাহরাইন আমাদের এশিয়ার মধ্যেই অবস্থিত একটি দেশ। এটা বাহরাইনের ½ দিনার। হ্যা ঠিকই দেখেছেন হাফ দিনার। বাহরাইনের মুদ্রার নাম দিনার। এবং আমার দেখা হাফ মুদ্রার নোট এটাই প্রথম। এটা না দেখলে আমার অজানাই থাকত যে হাফ এর নোট হয়। এই নোটে আরবী ভাষার প্রাধান্য বেশি দেখা যায় তবে পরিমিত পরিমাণে ইংরেজি এর ব্যবহার করা হয়েছে। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের অক্টোবর মাসে। এটা বেশ সুন্দর একটি নোট। ১ বাহরাইন দিনার সমান ২০৯ বাংলাদেশী টাকা।
- এটা হলো ওমানের একটি নোট। এটা ওমানের ২০০ বাইসা এর একটি নোট। ওমানের মুদ্রার নাম রিয়াল। বাইসা হলো আমাদের পয়সার মতো। এটা ওমানের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়। এটা খুবই সুন্দর একটি নোট। এই নোটেও আরবী ভাষার ব্যবহারের প্রাধান্য দেখা যাচ্ছে। তবে সামান্য ইংরেজি ব্যবহার করা হয়েছে। এই নোটের একপাশে বাহরাইনের বাদশার ছবি দেওয়া রয়েছে। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের অক্টোবর মাসে। ১০০ ওমানি বাইসা সমান ২২ বাংলাদেশী টাকা।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
সত্যি ভারতীয় নোট গুলি দেখে ভালো লাগলো। এখন তেমন এই নোট গুলো দেখা মেলে না। আপনার জন্য নতুন ভাবে অনেক দিন পর দেখলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা এগুলো আর ওখানে পাওয়া যায় না। ধন্যবাদ
আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সংগ্রহিত বিভিন্ন দেশের নোট সমূহ দেখে খুবই ভালো লাগলো। বিভিন্ন দেশের নোটসমূহ দেখে এবং এর বর্ণনা গুলো দেখে অনেক কিছু জানতে পারলাম। অনেক অজানা কিছু তথ্য সম্পর্কে জেনে ভালই লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই নোটের কালেকশন দেখে মাঝেমধ্যে মাথা ঘুরিয়ে উঠে!এতোটা দারুণ দারুণ একেকটা নোটের কালেকশন। বিশ্বাস করুণ আপনি যদি না দেখাতেন তাহলে হয়তো আমার এ জীবনে এতো নোট দেখা হতোনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😄😄😄। বলেন কী আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ তোমার কাছ থেকে ডাকাতি করতে হবে দেখছি।অনেক দেশের টাকা সংগ্রহে রাখছো।এটা মেবি ২ পোস্ট ছিলো টাকার সম্পর্কে।
খুবই ভাল এভাবে সংগ্রহে এগিয়ে যাও একদিন হেডলাইন এ জাইবা।😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ। তবে এর আগেও অনেক পোস্ট করেছি। তুমি হয়তো দুইটা দেখছ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ দারুণ একেকটা নোটের কালেকশন।আপনার পোস্টের মাধ্যমে বিভিন্ন দেশের নোট দেখতে পারলাম। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমন ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছেন এসব টাকা আসলে সচরাচর দেখা যায় না, আপনার পোষ্টের মাধ্যমে অনেক দেশের টাকা দেখতে পেরেছি অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। ভবিষ্যতে আরও দেখতে পারবেন ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit