বই রিভিউ ( ভবের হাট - জায়েদ মালিক )!!

in hive-129948 •  3 days ago  (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ২৮ ই ফেব্রুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



বইয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য



-----------
বইয়ের নামভবের হাট
লেখকজায়েদ মালিক।
প্রচ্ছদডিলান
প্রকাশনীবাতিঘর
ক‍্যাটাগরিথ্রীলার
প্রথম প্রকাশবইমেলা,২০২৫
দাম২৬০ টাকা

1000574146.jpg


কাহিনী সংক্ষেপ


1000574148.jpg

1000574149.jpg

1000574150.jpg

1000574152.jpg

1000574151.jpg


রাজধানী ঢাকার বুকে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটতে থাকে। প্রত‍্যেকটা আত্মহত্যাকারী লিখে রাখছে সুইসাইড নোট। তবে প্রত‍্যেকের সুইসাইড নোটের শেষ লাইন টা এক। "সুইসাইড ইজ গ্রেট সিন"। এই ঘটনার তদন্ত করতে গিয়ে ওসি শফিক আহমেদ খোঁজ পায় সবার অগোচরে রাজধানী ঢাকাতে গড়ে ওঠা এক সংগঠন "ভবের হাট" এর। এই সংগঠন এর উদ্দেশ্য মানুষ কে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া। সাংবাদিক রওনক জাহান এর ক্লাসমেট নীরা হঠাৎ আত্মহত্যা করে। যদিও নীরা অনেকদিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। নীরার আত্মহত্যার ব‍্যাপার টা দেখতে গিয়ে পুলিশ আবিষ্কার করে আত্মহত্যা মনে হলেও এইটা একটা খুন। নীরার সুইসাইড নোটের শেষ লাইন টা "সুইসাইড ইজ গ্রেট সিন"। সুইসাইড করার আগে সবাই লিখে রাখছে আত্মহত্যা মহাপাপ এটা মোটেও স্বাভাবিক না।


1000574153.jpg

1000574154.jpg

1000574155.jpg


ওসি শফিক এবং রওনক জাহান এটা নিয়ে তদন্ত শুরু করে। রওনক জাহান তার পএিকার নিউজের জন্য পড়ে ছিল ভবের হাট সংগঠন এর পেছনে। ওসি শফিক আহমেদ একটু সূএ পাই। যারা আত্মহত্যা করেছে যাদের সবার সুইসাইড নোট পাওয়া গিয়েছে তারা সবাই ডাক্তার মিহিরের পেশেন্ট। এবং এই ডাক্তার মিহির একজন ডাক্তার যিনি কীনা বিপর্যস্ত মানুষের চিকিৎসা করেন এবং আত্মহত্যা থেকে ফিরিয়ে নিয়ে আসেন। পাশাপাশি অনেক ক‍্যাম্পেইন পরিচালনা করেন উনি। অন‍্যদিকে রওনক জাহান তার পএিকায় ভবের হাট নিয়ে প্রথম নিউজ প্রকাশ করলে রীতিমতো হইচই পড়ে যায়।


1000574158.jpg

1000574157.jpg

1000574156.jpg


সরকারের শীর্ষস্থানীয় একজন নেতা কাদের উল্লাহ। জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দেয় নতুন এক বিল পাশের। যেখানে এমন আইনের কথা উনি বলেন যে কেউ আত্মহত্যা করতে চাইলে করতে পারবে এই বিষয়ে তার স্বাধীনতা থাকতে হবে। এই ঘোষণার পরে শফিক আহমেদ অনেক প্রশ্নের উওর পেয়ে যায়। কাদের উল্লাহ ঐ ভবের হাট সংগঠন এর সাথে জড়িত। এবং যারা সুইসাইড করছে তাদের কেউ হত‍্যা করে সুইসাইড প্রমাণ করার চেষ্টা করছে। ধীরে ধীরে সব ক্লিয়ার হতে থাকে। ওসি শফিক আহমেদ বের করে নতুন এক রহস‍্য। যা দেশের গন্ডি ছাড়িয়ে চলে যায় আন্তর্জাতিক পর্যায়ে। এই ভবের হাট তাদের কার্যক্রম চালাচ্ছে বিশ্বব‍্যাপী। এবং তাদের এই কার্যক্রম চলছে হাজার বছর ধরে।

আপনাদের কী মনে হয় শেষ পযর্ন্ত কী ওসি শফিক আহমেদ বের করতে পারবে কী ঘটাচ্ছে এই হত‍্যাকান্ড গুলো। আর এই ভবের হাট সংগঠন কারা যারা আত্মহত্যার জন্য প্ররোচনা দিচ্ছে। জানতে হলে বইটা আপনাদের পড়তে হবে। মোটামুটি ইচ্ছা করেই আমি স্পয়লার দিলাম না।



ব‍্যক্তিগত মতামত



থ্রীলার বরাবরই আমার বেশ পছন্দের। ভবের হাট বইটার স্টোরি প্লট ভালো লেগেছিল এই কিনেছিলাম বইমেলা থেকে। এটা লেখক জায়েদ মালিক এর প্রথম বই। কিন্তু উনি অসাধারণ লিখেছেন। পুরোটা সময় একটা সাসপেন্স এর মধ্যে দিয়ে গল্প টা এগিয়ে নিয়ে গিয়েছেন। পাশাপাশি উনি যে বিশ্বব‍্যাপী সমস‍্যার কথা উল্লেখ করেছেন সেটার অস্তিত্ব রয়েছে। রীতিমতো আমাকে পড়তে বাধ‍্য করেছেন বলা যায়। চমৎকার একটা বই ছিল। যারা থ্রীলার পছন্দ করেন। তারা অবশ্যই বইটা পড়তে পারেন।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

daily task

1000575094.jpg

1000575093.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.