আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
অতীত খুবই আজব একটা জিনিস। অতীত জিনিসটা আমাদের সবারই আছে। কিন্তু এই অতীত খুবই অদ্ভূত হয়ে থাকে। অতীত কখনো আপনাকে কখনো আপনাকে হাঁসাবে কখনো আপনাকে কাঁদাবে কখনো আপনাকে বাঁচার অনুপ্রেরণা দিবে আবার কখনো আপনাকে অসহনীয় যন্ত্রণা দিবে। এটার মধ্যে সবকিছু রয়েছে। আমাদের মধ্যে অধিকাংশই আমরা অতীত নিয়ে পড়ে থাকি। অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করি। অতীত নিয়ে আফসোস করি। মনে হয় এই যদি আমরা এই ভুলটা না করতাম তাহলে এমন কিছু কখনোই হতো না। আবার মনে হয় ঐ সময় টা যদি আমার জীবনে যদি ঐ মূহূর্তটা ঐ দিনটা আবার ফিরে আসতো কতই না ভালো হতো। কিন্তু সেটা কখনোই সম্ভব না। যে দিন আমাদের কে ছেড়ে একবার যায় সেটা আর ফিরে আসে না। তবে অতীত টা আমাদের অধিকাংশের জন্য ই আফসোসের কারণ।
একটা কথা আসে দিন যায় ভালো আসে খারাপ। কথাটা কিন্তু শতভাগ সত্য। আমরা আমাদের ভালো দিনগুলো ক্রমেই ফেলে আসছি পেছনে এবং খারাপ দিনগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি। আমরা ভালো দিনের আশায় এখন সময় অতিবাহিত করছি অথচ আমরা জানিই না এটাই আমাদের সেই ভালো দিন। কথাগুলো একটু অন্যভাবে বলি। আজ থেকে ছয় মাস আগে আমি যখন ইন্টার্নশীপ এর জন্য ঢাকা উওরা তে ছিলামহ আমার সাথে আমার আরও বেশ কিছু বন্ধু ছিল। আরও কিছু বলতে বেশ অনেকেই ছিল। সবাই মিলে বেশ দারুণ সময় অতিবাহিত করছিলাম তখন। কিন্তু ওখানে থাকাকালীন অসহনীয় মনে হতো। মনে হতো কবে এখান থেকে বাড়ি যাব কবে এই ইন্টার্নশীপ শেষ হবে। ঐসময় আমার ঐ দিনগুলো আমার কাছে কষ্টের মনে হতো। কিন্তু এখন বুঝতে পারছি আসলেই দিনগুলো ভালো ছিল।
একটা দিনের কথা দিয়ে শুরু করি। শুক্রবার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা দিন। তো উওরাতে থাকার সময় আমরা নামাজ পড়তে যেতাম হজ্জক্যাম্পের মসজিদে। শুধু আমি না আমার অন্য সকল বন্ধু ওখানেই যেত। তো আমাদের ইন্টার্নশীপের শেষের দিকে অর্থাৎ শেষ শুক্রবারে নামাজ শেষ করে আমরা সবাই বেশ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। সবাই বাইরে একএিত হয়ে ছবি উঠেছিলাম। সেই ছবিগুলো আজও আমার কাছে রয়েছে। এদের মধ্যে এখন শাহিন আছে গাজীপুর, রনি আছে ঢাকা এবং অন্যরাও আছে দেশের বিভিন্ন প্রান্তরে। ছবিটা দেখে ওদের সবাইকে মিস করছিলাম আমি। তখন আমার বেশ খারাপ লাগল মূহূর্তের জন্য। ঐ সময় টার অনেক স্মৃতি স্মরণে চলে আসলো। ব্যাপার টা একেবারে কেমন জানি। ওখানে থাকার সময় মনে হতো বাড়ি যেতে পারলি বাঁচি আর এখন মনে হচ্ছে আসলেই দিনগুলো কত ভালো ছিল।
অতীতের ঘটনাগুলো আমাদের কে সবসময় এমন আনন্দ বেদনা দিয়েই থাকে। সেগুলো সাথে করে নিয়েই আমাদের সামনের দিকে যেতে হবে। আরেকটা ছবি গ্যালারি থেকে আমার সামনে চলে আসলো। ছবিটা ২০২০ সালের অর্থাৎ আজ থেকে চার বছর আগের। মাঠে খেলার সময় ছবিটা তুলেছিলাম। এখন শত চেষ্টা করলেও আর ফুটবল নিয়ে সবাই একএিত হয়ে মাঠে নামা হবে না আমাদের। ছবিতে যারা ছিল সবার অবস্থা পরিবর্তন হয়েছে। আমার ধারণা আমার তো ওরাও দিনগুলো মিস করবে। এটা এখন আমার একটা আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যদি টাইম ট্রাভেল করেও আবার ফিরে যেতে পারতাম। বৃষ্টির মধ্যে একটা বিকেলে ফুটবল নিয়ে ছুটে বেড়াতে পারতাম। তাহলে কতই না ভালো হতো। কিন্তু সবকিছু আমার অলীক কল্পনা মাএ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই অতীত এক অদ্ভুত জিনিস যা আমাদের হাসায় কাঁদায় এবং বিভিন্ন সময়ে ব্যর্থতার কথা গুলো মনে করিয়ে দেয়। বিশেষ করে আমরা যখন একটি স্থানে দীর্ঘদিন অন্য মানুষদের সাথে বসবাস করতে থাকি ওখান থেকে চলে আসলে পরবর্তী সময়ে যখন মনে পড়ে বেশ কষ্ট লাগে। তেমনি উত্তরায় থাকাকালীন ওই সময় তেমন কিছু মনে হয়নি কিন্তু এখন ঠিক কষ্ট লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি একদম ঠিক আর যথার্থ কথা গুলো তুলে ধরেছেন আজকের ব্লগে ৷ আসলে অতীত এমন এক জিনিস যা আমাদের কে ভাবায় অনেক ৷ আর এ অতীত কখনো সুখের আবার কখনো দুঃখের ৷ এটাও সত্যি যায় দিন ভালো কিন্তু আসে দিন খারাপ ভাই ৷
তবে ভাই ছোট থাকতে আমরাও বড় হওয়ার জন্য কম চেষ্টা করি নি ৷ যদি বলি সুখ বিষয় টা আসলে বেশিদিন থাকে না ৷ সর্বোপরি বলবো আজকের পোষ্ট টি সত্যি অসাধারণ লিখেছেন ৷ অতীত জীবনে বড় একটা অংশ ৷ আবার জানি না ভবিষ্যৎ কি হবে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit