আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার মোটামুটি বাংলা মুভি দেখি। তবে এখনকার থেকে আগের দিনের বাংলা মুভিগুলো আমার বেশি ভালো লাগে। আজ আমি আমার পছন্দের একটি বাংলা মুভি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুভিটার নাম কোনী। এটা ভারতীয় একটি বাংলা মুভি। কোনী একটি মেয়ের নাম। এই মেয়ে একজন সাঁতারু। এই মেয়ের জীবনে উঠে আসার গল্প নিয়ে মুভিটা নির্মাণ করা হয়েছে। আমি এখন এই মুভির রিভিউ করব। সবাই সাথেই থাকবেন। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
মুভির সম্পর্কে কিছু তথ্য:
------- | ------ |
---|---|
মুভির নাম | কোনী |
পরিচালক | সরোজ দে |
রচয়িতা | মতি নন্দি |
শুভ মুক্তি | ১৬ এপ্রিল,১৯৮৪ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নাম | চরিএ |
---|---|
শ্রীপর্না ব্যানার্জী | কোনী |
সৌমিত্র চট্টপাধ্যায় | ক্ষিতিশ দা। |
অরিজিত গুহ | হরিচরণ |
স্বরুপ দও | প্রাণবিন্দু বিশ্বাস |
অন্যান্য চরিএ | ভেলা বোস, দীপঙ্কর ব্যানার্জী, সুব্রত সেন শর্মা। |
মুভিটার কাহিনি সংক্ষেপ:
ক্ষিতিস সিনহা জুপিটার সুইমিং ক্লাবের চীফ ট্রেইনার।একটি মেয়ে নাম কোণী। কোনীর বাবা মারা গেছে অনেক আগে। কোনীর বড় ভাই সংসার চালায়। কোনী এবং তার পরিবার রুপচাঁদ শাহ লেনের বস্তিতে থাকে। কোনীর সাঁতারু হওয়ার খুব ইচ্ছা। কিন্তু গরীব হওয়াই সে সাঁতার শেখার জন্য কোনো ক্লাবে ভর্তি হতে পারে না। কোনীর অন্য খেলাধুলার উপরও ভালো আগ্রহ আছে। কোনী বেশ অনেক প্রতিযোগিতায় অংশ নেয় এই যেমন ২৪ ঘন্টা হাঁটা। এই প্রতিযোগিতায় ক্ষিতিশ দার নজরে প্রথম কোনী পড়ে যায়।
এরপর একটি সাঁতার প্রতিযোগিতায় কোনী অংশ নেয়। সেই সাঁতার প্রতিযোগিতার বিচারক ছিলেন ক্ষিতিশ দা। ঐ প্রতিযোগিতায় জঘন্য বাজে পারফরম্যান্স করে কোনী। কারণ সাঁতারে তার যথেষ্ট ট্রেনিং ছিল না। এরপর ক্ষিতিশ দা কোনীকে ট্রেনিং দিতে চায়। যথারীতি কোনী রাজি হয়।ততদিনে ক্ষিতিশ দাকে জুপিটার সুইমিং ক্লাবের চীফ ট্রেইনারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্ষিতিশ দা অনেক চেষ্টা করেও জুপিটারে কোনীকে ভর্তি করতে পারে না শুধুমাত্র ষড়যন্ত্রের জন্য। এরপর ক্ষিতিশ দা বাধ্য হয়ে জুপিটারের রাইভাল ক্লাব অ্যাপোলো সুইমিং ক্লাবে ভর্তি করায়। এরপর কোনীর সাঁতার শেখা সেখানেই চলতে থাকে। কিন্তু এর মধ্যেই কোনীর সাঁতার শেখায় অনেক বাঁধা আসে। কারণ সে গরীব। তারপরেও ক্ষিতিশ দা কোনীর খাবারের দায়িত্ব নেয়। এর কিছুদিন পরেই কোনীর দাদা মারা যায়। কোনীরা আরও বিপদে পড়ে যায়। তাদের এখন উপার্জন করার মতো কেউ নাই।
এরপর ক্ষিতিশ দা তার স্ত্রীর টেইলার্স দোকানে কোনীকে একটি কাজের ব্যবস্থা করে থাকে। এর কিছুদিন পরেই শুরু হয় জুপিটারের সুইমিং প্রতিযোগিতা। ততদিনে ক্ষিতিশ দা কোনীকে ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলেছে। কিন্তু জুপিটারের কর্মকর্তাদের শএুতার জন্য কোনীর এন্ট্রি বাতিল করা হয়। কিন্তু এরপর কিছুদিন পরেই আয়োজন হয় পশ্চিমবঙ্গ সুইমিং প্রতিযোগিতা। এখানে কোনী সকল প্রকার সাঁতারে অসাধারণ রেজাল্ট করে। কিন্তু বিচারকদের দূর্নিতির জন্য কোনী এবারও অবহেলার স্বীকার হয়। কিছুদিন পরেই বেঙ্গল সুইমিং ফেডারেশনের মিটিং বসে। কারণ সামনে ইন্ডিয়ান সুইমিং প্রতিযোগিতা। সেখানে সাঁতারু পাঠাতে হবে। স্বভাবতই কোনী অনেক প্রতিভাবান হলেও তাকে অবজ্ঞা করা হয়। কিন্তু টালিগঞ্জ সুইমিং ক্লাবের কোচ প্রাণবিন্দু বিশ্বাস কোনীর পক্ষ নেয়। এবং কোনীকে দলে নিতে বাধ্য করে। এরপর কোনী সাঁতার প্রতিযোগিতায় অন্যদের সাথে যায়।
ক্ষিতিশ দা কোনীর সাথে যেতে চাইলেও একটি সমস্যায় আটকে পড়ে। ভারতীয় সুইমিং প্রতিযোগিতা শুরু হয়। এখানেও প্রথমে কোনীকে সাঁতারের কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ওই একশ্রেণির লোকের দূর্নিতির জন্য কোনী বারবার অবহেলিত হতে থাকে। কিন্তু একদম শেষ ইভেন্টে মহারাষ্ট্র এবং বেঙ্গলের পয়েন্ট প্রায় সমান। শেষ ইভেন্ট যারা জিতবে তারাই পদকে চ্যাম্পিয়ন। মহারাষ্ট্রের রমা যোশী ছিল সেরা সাঁতারু। হঠাৎ কাকতলীয়ভাবে কোনীকে সাঁতারে নামে। এবং এর পিছনে ছিল সেই প্রাণবিন্দু বিশ্বাস। সুযোগ পেয়ে কোনী রমা যোশীকে হারিয়ে সেরা টাইমিং করে। এবং বেঙ্গলকে চ্যাম্পিয়ন করে।
আইএমডিবি রেটিং : ৭.৪/১০
ব্যক্তিগত রেটিং : ৮.৫/১০
মুভি লিংক
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
বেশ পুরনো একটি মুভি।
সম্পূর্ণ পোস্টটি ই পড়লাম।
খুব গুছিয়ে লিখেছেন আপনি।
ভালো লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু। বেশ পুরানো মুভি।
ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর প্রেম মুভি রিভিউটি করেছেন ভাই। অসাধারণ হয়েছে। আপনার রিভিউটি দেখে আমার মুভিটি দেখতে ইচ্ছা করছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ 🤦♀️🤦♀️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুভি রিভিউ টা খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার মুভির রিভিউটা অনেক সুন্দ করে করছেন।পড়ে আমার অনেক ভালো লাগলে।আপনার জন্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit