🏊‍♂️🏊‍♀️কোনী সম্পূর্ণ মুভি রিভিউ 🏊‍♀️🏊‍♂️। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in hive-129948 •  3 years ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার ৪ ঠা অক্টোবর, ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



Screenshot_20211003_200035.jpg

আমার মোটামুটি বাংলা মুভি দেখি। তবে এখনকার থেকে আগের দিনের বাংলা মুভিগুলো আমার বেশি ভালো লাগে। আজ আমি আমার পছন্দের একটি বাংলা মুভি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুভিটার নাম কোনী। এটা ভারতীয় একটি বাংলা মুভি। কোনী একটি মেয়ের নাম। এই মেয়ে একজন সাঁতারু। এই মেয়ের জীবনে উঠে আসার গল্প নিয়ে মুভিটা নির্মাণ করা হয়েছে। আমি এখন এই মুভির রিভিউ করব। সবাই সাথেই থাকবেন। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।



মুভির সম্পর্কে কিছু তথ‍্য:



-------------
মুভির নামকোনী
পরিচালকসরোজ দে
রচয়িতামতি নন্দি
শুভ মুক্তি১৬ এপ্রিল,১৯৮৪
দেশভারত
ভাষাবাংলা


নামচরিএ
শ্রীপর্না ব‍্যানার্জীকোনী
সৌমিত্র চট্টপ‍াধ‍্যায়ক্ষিতিশ দা।
অরিজিত গুহহরিচরণ
স্বরুপ দওপ্রাণবিন্দু বিশ্বাস
অন‍্যান‍্য চরিএভেলা বোস, দীপঙ্কর ব‍্যানার্জী, সুব্রত সেন শর্মা।

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


মুভিটার কাহিনি সংক্ষেপ:

Screenshot_20211003_195945.jpg

Screenshot_20211003_195933.jpg


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ক্ষিতিস সিনহা জুপিটার সুইমিং ক্লাবের চীফ ট্রেইনার।একটি মেয়ে নাম কোণী। কোনীর বাবা মারা গেছে অনেক আগে। কোনীর বড় ভাই সংসার চালায়। কোনী এবং তার পরিবার রুপচাঁদ শাহ লেনের বস্তিতে থাকে। কোনীর সাঁতারু হওয়ার খুব ইচ্ছা। কিন্তু গরীব হওয়াই সে সাঁতার শেখার জন‍্য কোনো ক্লাবে ভর্তি হতে পারে না। কোনীর অন‍্য খেলাধুলার উপরও ভালো আগ্রহ আছে। কোনী বেশ অনেক প্রতিযোগিতায় অংশ নেয় এই যেমন ২৪ ঘন্টা হাঁটা। এই প্রতিযোগিতায় ক্ষিতিশ দার নজরে প্রথম কোনী পড়ে যায়।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


Screenshot_20211003_200120.jpg

Screenshot_20211003_200111.jpg

এরপর একটি সাঁতার প্রতিযোগিতায় কোনী অংশ নেয়। সেই সাঁতার প্রতিযোগিতার বিচারক ছিলেন ক্ষিতিশ দা। ঐ প্রতিযোগিতায় জঘন্য বাজে পারফরম্যান্স করে কোনী। কারণ সাঁতারে তার যথেষ্ট ট্রেনিং ছিল না। এরপর ক্ষিতিশ দা কোনীকে ট্রেনিং দিতে চায়। যথারীতি কোনী রাজি হয়।ততদিনে ক্ষিতিশ দাকে জুপিটার সুইমিং ক্লাবের চীফ ট্রেইনারের দায়িত্ব থেকে অব‍্যাহতি দেওয়া হয়েছে। ক্ষিতিশ দা অনেক চেষ্টা করেও জুপিটারে কোনীকে ভর্তি করতে পারে না শুধুমাত্র ষড়যন্ত্রের জন্য। এরপর ক্ষিতিশ দা বাধ্য হয়ে জুপিটারের রাইভাল ক্লাব অ‍্যাপোলো সুইমিং ক্লাবে ভর্তি করায়। এরপর কোনীর সাঁতার শেখা সেখানেই চলতে থাকে। কিন্তু এর মধ্যেই কোনীর সাঁতার শেখায় অনেক বাঁধা আসে। কারণ সে গরীব। তারপরেও ক্ষিতিশ দা কোনীর খাবারের দায়িত্ব নেয়। এর কিছুদিন পরেই কোনীর দাদা মারা যায়। কোনীরা আরও বিপদে পড়ে যায়। তাদের এখন উপার্জন করার মতো কেউ নাই।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


Screenshot_20211003_200128.jpg

এরপর ক্ষিতিশ দা তার স্ত্রীর টেইলার্স দোকানে কোনীকে একটি কাজের ব‍্যবস্থা করে থাকে। এর কিছুদিন পরেই শুরু হয় জুপিটারের সুইমিং প্রতিযোগিতা। ততদিনে ক্ষিতিশ দা কোনীকে ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলেছে। কিন্তু জুপিটারের কর্মকর্তাদের শএুতার জন্য কোনীর এন্ট্রি বাতিল করা হয়। কিন্তু এরপর কিছুদিন পরেই আয়োজন হয় পশ্চিমবঙ্গ সুইমিং প্রতিযোগিতা। এখানে কোনী সকল প্রকার সাঁতারে অসাধারণ রেজাল্ট করে। কিন্তু বিচারকদের দূর্নিতির জন্য কোনী এবারও অবহেলার স্বীকার হয়। কিছুদিন পরেই বেঙ্গল সুইমিং ফেডারেশনের মিটিং বসে। কারণ সামনে ইন্ডিয়ান সুইমিং প্রতিযোগিতা। সেখানে সাঁতারু পাঠাতে হবে। স্বভাবতই কোনী অনেক প্রতিভাবান হলেও তাকে অবজ্ঞা করা হয়। কিন্তু টালিগঞ্জ সুইমিং ক্লাবের কোচ প্রাণবিন্দু বিশ্বাস কোনীর পক্ষ নেয়। এবং কোনীকে দলে নিতে বাধ্য করে। এরপর কোনী সাঁতার প্রতিযোগিতায় অন‍্যদের সাথে যায়।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


Screenshot_20211003_200143.jpg

Screenshot_20211003_200139.jpg



ক্ষিতিশ দা কোনীর সাথে যেতে চাইলেও একটি সমস্যায় আটকে পড়ে। ভারতীয় সুইমিং প্রতিযোগিতা শুরু হয়। এখানেও প্রথমে কোনীকে সাঁতারের কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ওই একশ্রেণির লোকের দূর্নিতির জন্য কোনী বারবার অবহেলিত হতে থাকে। কিন্তু একদম শেষ ইভেন্টে মহারাষ্ট্র এবং বেঙ্গলের পয়েন্ট প্রায় সমান। শেষ ইভেন্ট যারা জিতবে তারাই পদকে চ‍্যাম্পিয়ন। মহারাষ্ট্রের রমা যোশী ছিল সেরা সাঁতারু। হঠাৎ কাকতলীয়ভাবে কোনীকে সাঁতারে নামে। এবং এর পিছনে ছিল সেই প্রাণবিন্দু বিশ্বাস। সুযোগ পেয়ে কোনী রমা যোশীকে হারিয়ে সেরা টাইমিং করে। এবং বেঙ্গলকে চ‍্যাম্পিয়ন করে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


আইএমডিবি রেটিং : ৭.৪/১০

ব‍্যক্তিগত রেটিং : ৮.৫/১০



মুভি লিংক

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png



সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ পুরনো একটি মুভি।
সম্পূর্ণ পোস্টটি ই পড়লাম।
খুব গুছিয়ে লিখেছেন আপনি।
ভালো লেগেছে আমার কাছে।

হুম আপু। বেশ পুরানো মুভি।
ধন্যবাদ।।

খুব সুন্দর প্রেম মুভি রিভিউটি করেছেন ভাই। অসাধারণ হয়েছে। আপনার রিভিউটি দেখে আমার মুভিটি দেখতে ইচ্ছা করছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ 🤦‍♀️🤦‍♀️

মুভি রিভিউ টা খুবই সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপনাকে।।

ভাই আপনার মুভির রিভিউটা অনেক সুন্দ করে করছেন।পড়ে আমার অনেক ভালো লাগলে।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই।।