আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আচ্ছা আপনারা কেউ পূণরাবৃওি বিশ্বাস করেন। মানে যাকে বলে ইতিহাস বার বার ফিরে আসে। আমি কিন্তু এটা একেবারে মনে প্রাণে বিশ্বাস করি। বিশেষ করে আমি এটার খুব ভালো কিছু প্রমাণ পযর্ন্ত পেয়েছি। তবে আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব যেখানে একটা বলিউড মুভির কাহিনী এবং বাস্তব জীবনের কাহিনী শতভাগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে চলেন প্রথম থেকে শুরু করি। আপনারা বলিউড কিং শাহরুখ খান এর "চাক দে ইন্ডিয়া " মুভিটা দেখেছেন। আশাকরি দেখেছেন তবুও মুভির কাহিনী সংক্ষেপ টা বলি। শাহরুখ খান একসময় ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশীপে পাকিস্তানের সঙ্গে ফাইনাল ম্যাচে শেষ পেনাল্টি শ্যুট আউট টা অধিনায়ক শাহরুখ খান মিস করে এবং ভারত পরাজিত হয়। বেশ কয়েক বছর পর শাহরুখ খান ভারত মহিলা হকি দলের কোচ হয়। এবং সেখানে সে একটা মধ্যম মানের মহিলা হকি দলকে বিশ্বচ্যাম্পিয়ন করে। শাহরুখ খান খেলোয়ার হিসেবে যেটা পারেনি কোচ হিসেবে সেটা করে দেখিয়েছিল।
আচ্ছা এটা তো গেল বলিউড একটা মুভির কাহিনী। আপনারা কী জানেন একেবারে বাস্তবে একজন খেলোয়ারের সঙ্গে এমনটা ঘটেছিল। এখন সেটা বলি। ফুটবল কে বলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল আমার অনেক পছন্দের একটা খেলা। সেনেগাল আফ্রিকার একটা দেশ। দেশটার নাম শুনলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে দেশটির তারকা ফুটবলার সাদিও মানের কথা। তবে আজ সে না। আজ কথা বলব তাদের কোচ আলিউ সেসে কে নিয়ে। ২০০২ সাল আফ্রিকান নেশনস লীগ চলছে। আলিউ সিসে তখন সেনেগাল দলের অধিনায়ক। প্রথমবারের মতো সেনেগাল আফ্রিকান নেশনস লীগের ফাইনালে উঠে। ফাইনালে সেনেগাল মুখোমুখি হয় ক্যামেরুন এর। নির্দিষ্ট সময় এবং অতিরিক্ত সময়ে ম্যাচের কোনো ফলাফল না আসলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারের শেষ শট নিতে আসে সেনেগাল এর অধিনায়ক আলিউ সেসে কিন্তু সে গোল করতে পারেনি। ফলাফল সেনেগাল হেরে যায় এবং ক্যামেরুন হয় চ্যাম্পিয়ন।
তারপর কেটে গিয়েছে প্রায় ২০ বছর। ২০২২ সাল সেই আলিউ সেসে তখন সেনেগাল ফুটবল দলের কোচ। এবার ঘটে যায় সেই মিরাক্কেল। ২০২২ সালে আফ্রিকান নেশনস কাপে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে সেনেগাল। প্রথম উঠেছিল ২০০২ সালে তখন আলিউ সেসে অধিনায়ক থাকলেও এখন সে দলের কোচ। সেনেগালের প্রতিপক্ষ আরেক আফ্রিকান দল মিশর। নির্দিষ্ট সময়ে খেলা ড্র হয়। খেলা গড়ায় ট্রাইবেকারে সেই ২০ বছর আগের পূণরাবৃওি হয়। তবে কী এবারেও শিরোপা হাতছাড়া হবে সেনেগালের। না সেটা হয়নি। ট্রাইব্রেকারে মিশর কে হারিয়ে ২০২২ আফ্রিকান নেশনস কাপের চ্যাম্পিয়ন হয় আলিউ সেসের দল সেনেগাল। ম্যাচ টা আমি টিভিতে সরাসরি উপভোগ করেছিলাম। মাঠের মধ্যে কান্না শুরু করে দেয় সেনেগালের কোচ আলিউ সেসে। ২০ বছর আগে তিনি দলের অধিনায়ক হিসেবে যেটা পারেননি সেদিন তিনি কোচ হিসেবে সেটা করে দেখিয়েছিলেন।
প্রথম যেটা বললাম সেটা ছিল একটা বলিউড মুভি। কিন্তু পরের টা ছিল একেবারে বাস্তব জীবনের ঘটনা। এখানে কাকতালীয়ভাবে মুভির সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে সেনেগালের চ্যাম্পিয়ন হওয়ার কাহিনী। মিলে গিয়েছে মুভির খেলোয়ার শাহরুখ খানের সঙ্গে বাস্তবের খেলোয়ার আলিউ সেসের পরাজিত হওয়া। আবার মুভিতে যেমন শাহরুখ খান দলের কোচ হিসেবে এসে দলকে চ্যাম্পিয়ন করে কান্না শুরু করেন। ঠিক একইভাবে বাস্তবে আলিউ সেসে সেনেগাল কে চ্যাম্পিয়ন করে কান্না শুরু করে। এখানে মুভির সঙ্গে বাস্তবতা পুরোটা মিলে গিয়েছে। মিলে গিয়েছে শাহরুখ খানের সঙ্গে আলিউ সেসের জীবন সংগ্রাম। তবে শাহরুখ খান মুভির মধ্যে হিরো সে মুভির মধ্যে করে দেখিয়েছে। কিন্তু সেনেগালের আলিউ সেসে বাস্তবের হিরো সে বাস্তবে সেটা করে দেখিয়েছে। তো কেমন লাগল আপনাদের এই ঘটনা টা জেনে। বলিউড মুভির সঙ্গে বাস্তবতার এতোটা মিল। বলে রাখি মুভিটা কিন্তু আলিউ সেসের ঘটনা থেকে নির্মিত হয়নি। মুভি টা তৈরি হওয়ার প্রায় এক যুগ পর আলিউ সেসের এই ঘটনা পূর্ণতা পায়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit