আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সৈয়দ মুজতবা আলী বলেছেন বই কিনলে কেউ দেউলিয়া হয় না। কিন্তু এই কথাটা আমি আমার পরিবারের কাউকে বোঝাতে পারি না। তাদের ভাষ্যমতে আমি শুধু বই কিনে টাকা গুলো নষ্ট করি। তবে তারা কখনও আমাকে বাঁধা দেয়নি। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে একুশে বইমেলা-২০২৫। সারা বছর বইপ্রেমি মানুষ এই মেলার অপেক্ষায় থাকে। আমি নিজেও অপেক্ষা করছিলাম বইমেলার। এইজন্য অবশ্য কিছুটা টাকাও জমিয়েছিলাম যে বইমেলা থেকে বই কিনব। কিন্তু খুব একটা সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে শুক্রবার বিকেলে আমার এক বন্ধুকে সাথে নিয়ে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানে মূলত বইমেলা হয়। শুক্রবার হওয়াই মেলায় অতিরিক্ত মানুষ ছিল। সাধারণত ছুটির দিনে এইসব জায়গাই ভীড় বেশি হয়। বইমেলার মেইন গেট দিয়ে ভীড় বেশি থাকায় পেছনের গেট দিয়ে ঢুকলাম আমরা।
তবে দ্বিতীয় গেটের এন্ট্রি পয়েন্ট ছোট হওয়াই লাইনটা অনেক বড় হয়েছিল। কিন্তু দাঁড়িয়ে থাকা লাগেনি। গেট দিয়ে চেকিং এর পরে ঢুকেই দেখলাম সামনে তথ্যকেন্দ্র। এবারে বইমেলায় প্রায় ৬৫০+ স্টল হয়েছে। এতোগুলো স্টল ঘুরে দেখা সম্ভব না। এইজন্য তথ্যকেন্দ্রে গিয়ে খোঁজ নিলাম বিশেষ কয়েকটা স্টলের। বিশেষ করে বাতিঘর এবং নালন্দা। পাশাপাশি আরও কিছু ছিল। তথ্যকেন্দ্র থেকে স্টল নাম্বার জেনে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তবে প্রথমে দেখি বেশ কিছু স্টল। যদিও ঐসব স্টলে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল। কিন্তু স্টলগুলো ছোট হওয়াই বইগুলো এক নজর তাকিয়ে দেখছিলাম। অর যে বইটার প্রচ্ছদ ভালো লাগছিল ঐটা হাতে নিয়ে একটু নেড়েচেড়ে স্টোরিপ্লট পড়ছিলাম। যদি স্টোরি প্লট ভালো লাগে তাহলে কিনব এমনটা সিদ্ধান্ত নিয়েছিলাম।
১৩ নাম্বার ঘর রাকিব হাসানের লেখা। বইটার প্রচ্ছদ টা বেশ সুন্দর ছিল। বইটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেখলাম। তবে খুব একটা আকর্ষণ করেনি আমাকে। এর পাশেই ছিল হরর সিরিজ এর বই নিষিদ্ধ মধ্যরাত। এটা অনুবাদ করা অনুবাদ করেছে এস এম মহিউদ্দিন। বইটা হাতে নিয়ে স্টোরি লাইনটা পড়ি। ইস্টারেস্টিং ছিল কিন্তু আমাকে খুব একটা আকর্ষণ করতে পারেনি। এইজন্য আর কেনা হয়নি বইটা। এর পাশেই ছিল জীবনানন্দের বেশ কিছু বই। তবে সেগুলো কাব্যগ্রন্থ না। আমি সাধারণত জীবনানন্দের কবিতা পছন্দ করি। উনার প্রবন্ধ বা উপন্যাস খুব একটা পড়া হয়ে উঠেনি। স্টলে যারা ছিল উনাদের কাছে জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, এবং ধূসর পান্ডুলিপি সম্পর্কে জিজ্ঞেস করি। কিন্তু উনারা বলেন উনাদের সংগ্রহে নেই ঐগুলো।
এরপর মাল্যবান বইটা হাতে নেয়। এটা জীবনানন্দের লেখা উপন্যাস। জীবনানন্দ সাধারণত তার কবিতার জন্য বিখ্যাত। কিন্তু তার উপন্যাস গুলো ঐভাবে পরিচিত না। আমি নিজেও উনার এই উপন্যাস সম্পর্কে জানতাম না। বইটা হাতে নিয়ে কিছুটা পড়ি। বরাবরের মতোই আমাকে আকৃষ্ট করে জীবনানন্দের লেখা। ঐ স্টলে আরও কিছুক্ষণ আরও কিছু বই দেখি। তবে কেনার মতো সেরকম কোন বই পাইনি। বইমেলার এটা একটা সুবিধা। অসংখ্য লেখকের ভিন্ন ভিন্ন সব বই। আপনি দেখে পড়ে পছন্দ হলি কেনার একটা বিশাল সুযোগ পাবেন। যেটা সাধারণত অন্য সময়ে পাবেন না। এরপর আমরা সামনের দিকে অন্য স্টলে চলে যায়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily Task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছুই পরিবারের লোকজন বোঝেনা তবে বই কেনার বিষয়টা আমার মনে হয় আলাদা। একেক জন মানুষের মন মানসিকতা এক এক রকম থাকে। তবে হ্যাঁ বইমেলায় গিয়ে বই কেনার বিষয়টা অন্যরকম কারণ আপনি সেখানে একই লেখকের অনেক রকমের বই পাবেন। শেষ পর্ব পর্যন্ত অপেক্ষা করব আর দেখতে চাই কোন কোন রাইটারের কি কি বই কিনেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বইয়ের কদর সবাই বুঝবে এই আশা করা অন্যায় আমার মনে হয়। আমাকে তো এক সময় অনেক শুনতে হয়েছে বা আজও অনেকেই বলেন লেখালেখি করে কোন লাভ নেই। এগুলো পরে করলেও হবে বা না করলেও হবে। আমি তাদের এখন আর কিছু বোঝাতে চাই না আমি আমার মতই চলি। অমর একুশে বই মেলার কথা এতদিন টিভিতে দেখেছি এখন আপনার পোস্ট পড়ছি। বড় ইচ্ছে আছে একবার যাওয়ার। কবে সুযোগ হয়। এবার বইমেলা তেলেটি ম্যাগাজিন এর টেবিলে বসে এক টেবিল হয়েছে টেবিলের এপারে বসার থেকে ওপারে বইপ্রেমী বা বইপোকা হয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো তাতে অন্তত কয়েকটা স্টল ঘুরে দেখা যায়। আমার আর এসব সুযোগ এবারে একেবারেই হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit