আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার একটা বাজে অভ্যাস আছে। বাজে অভ্যাস তো সবারই থাকে কমবেশি। তবে আমার সবচাইতে বাজে অভ্যাস আমি সতর্কবাণী খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে রাস্তায় বের হলে ফোন ব্যবহার করা। অনেকের তো অবস্থা এমন রাস্তায় বের হলে ফোন ব্যবহারের প্রয়োজন যেন বেশি হয়। বাস বা ট্রেন বা অন্য কিছুএ যদি আমি যাতায়াত করি আমি কখনোই ফোন ছাড়া থাকতে পারি না। আমি পুরোটা সময় ফোন ব্যবহার করি। যদিও এখন দূরে কোথাও গেলে বই পড়ে থাকি। কিন্তু ফোন ব্যবহার করে থাকি বেশি। এমনটা প্রায় চার পাঁচ বছর থেকে করে আসছি। ঢাকা এসেও এটার ব্যতিক্রম হয়নি। এখনও আমি বাসে উঠলে সিটে বসে ফোন ব্যবহার করি।
এটা দেখে আমাকে অনেকেই সতর্ক করেছে। বিশেষ করে আমার চাচাতো ভাইয়েরা। তাদের কথা বাসে বসে থাকলে হাতে ফোন রাখবি না। কখন জানালা দিয়ে নিয়ে যাবে বুঝতেও পারবি না। আমি এটাই খুব একটা গুরুত্ব দেয় নাই কখনও। আমার শুধু মনে হতো আমার হাত থেকে ফোন নিয়ে যাবে ব্যাপার টা এতোটাই সহজ হবে না কারো জন্য। এই ধারণা নিয়েই আমি এতদিন ছিলাম। কিন্তু কয়েকদিন আগে আমার এই ধারণা পুরো পাল্টে গিয়েছে। গাজীপুর থেকে আমি ঢাকা ফিরছিলাম একটা লোকাল বাসে। বাস তখন উওরাতে। জ্যামের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কন্টাকটার ভাড়া তুলছে। আমি বাইরের দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় আমার তিন সিট সামনের একটা ছেলে উঠে বলছে আমার ফোন নিয়ে গেছে।
কথাটা বলেই ছেলেটা বাস থেকে নেমে গেলে। ঐ ছেলেটার সাথে তার তিনজন বন্ধু্ও নেমে গেল। ছেলেটার বয়স আমার মতোই হবে বা আমার থেকে কয়েক বছরের বড়। কন্টাকটার বিষয়টি খেয়াল করেছিল। সে বলল ফোন নিয়ে ঐ সাইডে দৌড় দিয়েছে ঐদিকে যান। পরবর্তীতে কী হয়েছিল সেটা আমার জানা নেই। কারণ কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দেয়। সম্ভবত ছেলেটা তার ফোন ছিনতাইকারী এবং ফোন কোনটাই পাইনি। এমনটা হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকায় যারা থাকেন বাসে চলাফেরা করেন তাদের কাছে এটা খুবই সাধারণ বিষয়। প্রতিদিন এমন অসংখ্য মানুষের ফোন চুরি হয়। আপনি বাসে জানালার ধারে বসে আছেন ফোন টিপছেন হঠাৎ দেখলেন আমার ফোন নেই।
জানালা দিয়ে কেউ হাত বাড়িয়ে আপনার ফোনটা নিয়ে ভৌ দৌড়। আপনি চেষ্টা করলেও তাকে ধরতে পারবেন না। আমি ঐদিন যখন নিজের চোখে ঘটনা টা দেখেছি তখন রিয়েলাইজ করেছি ব্যাপার টা। এই চক্রটা অনেক বড়। পুরো ঢাকায় ছড়িয়ে আছে এরা। আপনাদের মধ্যে হয়তো অনেকেই স্বচক্ষে এমন ঘটনা দেখেছেন। আবার কারো সাথে হয়তো ঘটেও থাকতে পারে। আমার আজকের পোস্ট টা করার কারণ এটাই আপনাদের সাবধান করা এবং নিজে সাবধান হওয়া। কারণ আমাদের মোবাইল হয়তো সাধারণ মানুষের থেকে একটু বেশি মূল্যবান। এখানে আমাদের অনেক ইন্টারনাল অ্যাসেট আছে যেটা অন্যদের থাকে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইদানিং মোবাইল চুরির এই সমস্যাটা বেড়েছে। যাত্রা পথে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। একটু অসাবধানতায় মোবাইল হাতিয়ে নিতে পারে এই চক্রটি। তবে তোমাকে কি বলবো আমি নিজেও যাত্রা পথে ফোন ছাড়া থাকতে পারি না।
যাইহোক তোমার পোস্টটা সতর্কতামূলক তাই বেশ ভালো লাগলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা শহরে এভাবে বাসের জানালা দিয়ে মোবাইল নিয়ে ছিনতাই করে পালায় এমনটা প্রতিনিয়ত হতে থাকে। তাই আমি আম্মার অপারেশনের মুহূর্তে ঢাকায় যত চলাচল করেছি প্রচুর ছবি উঠেছি কিন্তু খুব সাবধানতার সাথে। আসলে আমাদের এই বিষয়ে অবগত থাকা প্রয়োজন এবং অন্যদের অবগত করা দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আসলে রাস্তায় বের হলে হর হামেশা এমন ঘটনা আমরা দেখতে পাই।সতর্কতা মূলক পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সবার উচিত পথে-ঘাটে সাবধানতা অবলম্বন করে চলা।কারন মোবাইল ফোন চুরির ঘটনা আজকাল বেশী ই শুনতে পাওয়া যায়। আর একবার ফোন চুরি হয়ে গেলে তার কোন খোঁজ পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit